28/06/2025
তোমাকে এমন ভালোবাসতে চাই...
যেমন ভোরের আলো ভালোবাসে নিঃশব্দ আকাশ,
যেমন শিশির পড়ে ঘাসের কোলে নীরব আশ্বাস।
তোমাকে এমন ছুঁতে চাই, শব্দহীন সুরে,
যেখানে চোখ বুজলে শুধু হৃদয় বলে — তুই আমার পুরোপুরি 🫶🌸