Being Bonny

Being Bonny Motivation | Personal Growth | Real Talk । Short Stories । Powerful Advice 👉🏼 Welcome to Being Bonny where every second counts.

I create Bangla face-cam shorts and reels that inspire, heal, and push you to grow.

🎯 Whether you're lost, broken, or building your dreams —
You'll find real talk, emotional storytelling, motivational advice, and powerful truths here.

🔹 Content Pillars:

Motivation (Never give up, bounce back, success mindset)

Personal Development (Habits, discipline, focus, growth)

Emotional Advice (Healing,

heartbreak, self-love)

Blogging-style stories (Raw emotions, life stories, deep connection)

🎬 Videos are short (10–45 sec), impactful, and voiceover-ready in Bangla.
🧠 Goal: Make you feel, think, and change.

👤 Main Character: Bonny
💡 Posting Daily | Shorts | Reels | True Emotions

🔔 Follow to grow with me — one powerful short at a time.

"একদিন তুমি এই শহরের ছাদে দাঁড়িয়ে বলবে—'আমি পেরেছি, কারণ আমি হাল ছাড়িনি।'এখনই সেই সময়—নিজের যাত্রাটা শুরু করো।
27/07/2025

"একদিন তুমি এই শহরের ছাদে দাঁড়িয়ে বলবে—
'আমি পেরেছি, কারণ আমি হাল ছাড়িনি।'
এখনই সেই সময়—নিজের যাত্রাটা শুরু করো।

26/07/2025

নিজেকেই নিজের হিরো হতে হবে। 🔥 Nijekei Nijer Hero Hote Hobe ।

22/07/2025

দম বন্ধ হয়ে আসছে বাচ্চা । বাতাসে লাশের গন্ধ, রোদে মানুষের অমানুষি রূপ । ৩০ টাকার রিক্সা ভাড়া ২০০ টাকা , ৩০০ টাকার সিএনজি ভাড়া ৪৫০০ টাকা , ২০ টাকার পানি ৪০০ টাকা ; তার উপর তোদের লাশের সংখ্যা নিয়েও লুকোছাপা! আমাদের মাফ করিস না বাবু , আল্লাহ আমাদের বিচার করুক!

21/07/2025

একটা দেশ এর সিস্টেম কতটা কতটা আনঅর্গানাইজড হলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান এত ব‍্যস্ততম একটা শহরের উপর দিয়ে যায়!!

কিভাবে সব কিছু চলে !!
আল্লাহর ওয়াস্তে ই চলে!!
করো কোনো দায়িত্ববোধ কিছুই নাই !!

আমার প্রিয় বাংলাদেশ ! আহা!
আহারে বাচ্চা গুলো , নিরীহ মানুষ গুলো!😥😥😥😥😥!

21/07/2025

আমরা অনেকেই বলে থাকি, সম্মান টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু বাস্তব জীবনে দেখা যায়, একজনকে সম্মান বা গুরুত্ব দেওয়া হয়ই টাকার কারণে। একজন দরিদ্র শিক্ষিত মানুষকে সমাজ অবহেলা করলেও, অর্থবিত্তবান অশিক্ষিত হলেও তার মূল্যায়ন অনেক বেশি।এটাই বাস্তব। 😥

21/07/2025

Gd morning everyone 🙋‍♂️

প্রেমে পড়লে আমাদের মস্তিষ্ক ঠিক নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করে…❤️ তাই তো প্রেমের শুরুটা এত পাগলপারা লাগে!
20/07/2025

প্রেমে পড়লে আমাদের মস্তিষ্ক ঠিক নেশাগ্রস্ত মানুষের মতো আচরণ করে…❤️
তাই তো প্রেমের শুরুটা এত পাগলপারা লাগে!

"পথটা যতই কুয়াশা ঘিরে থাকুক, থেমে যেও না। সামনে আলো আছে, শুধু চলতে শেখো।"
19/07/2025

"পথটা যতই কুয়াশা ঘিরে থাকুক, থেমে যেও না।
সামনে আলো আছে, শুধু চলতে শেখো।"

মা…তোমার কবরের পাশে আজও বসে থাকি,যেমন করে এক সময় তোমার পাশে বসতাম।তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আজও বুকের ভিতর কাঁদে।...
18/07/2025

মা…
তোমার কবরের পাশে আজও বসে থাকি,
যেমন করে এক সময় তোমার পাশে বসতাম।
তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আজও বুকের ভিতর কাঁদে।
তুমি না থাকলেও, আমার সবকিছুতেই তুমি আছো… মা।

যারা মাকে ভালোবাসেন, তারা মা কে নিয়ে ২ লাইন লিখে যান।

#মায়েরস্মৃতি

আমরা জীবনে কী পাইনি, সেই হিসাব করতে করতে কী কী পেয়েছি, তার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ সবচেয়ে বড় সত্য হলো, ...
17/07/2025

আমরা জীবনে কী পাইনি, সেই হিসাব করতে করতে কী কী পেয়েছি, তার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ সবচেয়ে বড় সত্য হলো, জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল, প্রতিটি সহজ কাজ করার সক্ষমতা—এগুলোই বিশাল এক একটা blessings.

জীবন পারফেক্ট না, তবু এত সুন্দর।

ট্রেনটা চলে গেছে...আর তার সঙ্গে চলে গেছে একটা মানুষ, একটা সম্পর্ক, আর একটা অসমাপ্ত গল্প।চিঠিটা সময়মতো পৌঁছায়নি...অথচ তাত...
16/07/2025

ট্রেনটা চলে গেছে...
আর তার সঙ্গে চলে গেছে একটা মানুষ, একটা সম্পর্ক, আর একটা অসমাপ্ত গল্প।
চিঠিটা সময়মতো পৌঁছায়নি...
অথচ তাতে ছিল সমস্ত না বলা অনুভূতি — ক্ষমা চাওয়া, ভালোবাসার স্বীকারোক্তি, আর ফেরার অনুরোধ।
কিন্তু এখন?
শুধু শব্দহীন স্টেশন, হারিয়ে যাওয়া ট্রেনের আওয়াজ, আর বুক ফাটানো নিঃশ্বাস।

ভালোবাসা যদি সময়ের একটু আগেই বা পরে আসে —
তাহলে বোধহয় সে শুধু যন্ত্রণা হয়ে থেকে যায় চিরকাল…

পুরনো অ্যালবাম কখনও শুধু ছবি নয়—ওগুলো অসমাপ্ত কথোপকথন, হারিয়ে যাওয়া মুহূর্ত, আর ফিরে পাওয়ার অসম্ভব চেষ্টা।
15/07/2025

পুরনো অ্যালবাম কখনও শুধু ছবি নয়—
ওগুলো অসমাপ্ত কথোপকথন,
হারিয়ে যাওয়া মুহূর্ত,
আর ফিরে পাওয়ার অসম্ভব চেষ্টা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Being Bonny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share