22/08/2024
আসসালামু আলাইকুম।আমরা ইতোমধ্যে দেশের বন্যার সার্বিক অবস্থা সম্পর্কে সবাই অবগত।কুমিল্লা,ফেনী,নোয়াখালি লক্ষীপুরসহ আশেপাশের অঞ্চল বন্যা আক্রান্ত হয়ে পড়েছে।
দেশের এই অবস্থায়, আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে। আমরা যাত্রারম্ভ-১৮,শরীয়তপুর বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছি।আমি আপনি আপনারা সবাই এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আমাদের বিশ্বাস।
আগামী ২৬ আগস্ট (সোমবার)পর্যন্ত আমরা শরীয়তপুরে ডোনেশন সংগ্রহ করবো এবং যত দ্রুত সম্ভব সাহায্য নিয়ে পৌঁছে যাবো বন্যা কবলিত গ্রামে।
অনলাইনে সাহায্য পাঠানোর মাধ্যমঃ
বিকাশ নম্বর - 01613736838
নগদ নম্বর - 01613736838
আপনাদের কাছে আকুল আবেদন, অতিদ্রুত সাহায্য করুন এবং অন্যকে সাহায্য করতে অনুপ্রাণিত করুন।
অনুরোধক্রমে : যাত্রারম্ভ-১৮ শরীয়তপুর।