21/07/2025
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে বিমানের প্রশিক্ষণ চালানো হয় এই প্রশ্নটা এখন খুবই জরুরি।
মানুষের জীবনের কি আর কোনো মূল্যই নেই?😓
কোন সাহসে এমন ঝুঁকিপূর্ণ কাজ করা হয়, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ হুমকির মুখে পড়ে?😡
নিরাপদ এলাকা থাকতে কেন জনগণের মাথার ওপর দিয়ে এমন মহড়া?
এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এটা শুধু অবহেলা না মানুষের জীবনের প্রতি চরম অসম্মান এবং অবমাননা।