Beauty of Rural BD

Beauty of Rural BD আপনি যদি প্রতিদিন সকালে মনে করেন আজ আপনি মারা যাবেন
তাহলে একদিন এটি সত্যি হয়ে যাবে

Follow this page
(1)

26/06/2024

_ তওবা-🌸

"আস্তাগফিরুল্লা-হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাহি, লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-🌸

_ পড়া হলে আলহামদুলিল্লাহ..!!🌸🖤

24/06/2024

We are nothing without Allah

সিজদা!!! আলহামদুলিল্লাহ!!
16/03/2024

সিজদা!!! আলহামদুলিল্লাহ!!

আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ
10/03/2024

আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ

ইনশাআল্লাহ
06/03/2024

ইনশাআল্লাহ

05/03/2024

কোরআনের ৪টি আয়াত-
১) হে মুমিনগণ! তোমাদের জন্যে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। (সূরা বাকারাহ-১৮৩)
২) সিয়াম নির্দিষ্ট কয়েক দিনের। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে। যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদইয়া-একজন অভাবগ্রস্তকে খাদ্যদান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্যে অধিকতর কল্যাণকর যদি তোমরা তা জানতে। (সূরা বাকারাহ-১৮৪)
৩) রমাজান মাস, এ মাসেই মানুষের জন্য আলোর দিশা এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে সিয়াম পালন করে এবং কেউ অসুস্থ্য থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্যে যা সহজ তাই চান এবং যা তোমাদের জন্যে কষ্টকর তা চান না, এজন্যে যে তোমাদের সংখ্যা পূর্ণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। (সূরা বাকারাহ-১৮৫)
৪) সিয়ামের রাতে তোমাদের জন্যে তোমাদের স্ত্রীদের বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্যে এবং তোমরাও তাদের জন্যে পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা তোমাদের নিজেদের সাথে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন, সুতরাং এখন তোমরা তাদের সাথে সংগত হও এবং আল্লাহ তোমাদের জন্যে যা নির্ধারণ করে রেখেছেন (অর্থাৎ সন্তান) তা অন্বেষণ করো। আর তোমরা আহার করো ও পান করো যতক্ষণ তোমাদের জন্যে (রাত্রির) কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। এরপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ই’তিকাফ অবস্থায় তাদের সাথে সংগত হয়ো না। এগুলো আল্লাহর (নির্ধারিত) সীমা, সুতরাং এর নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ মানুষের জন্যে তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা তাকওয়া বা আল্লাহভীরুতা অবলম্বন করতে পারে। (সূরা বাকারাহ-১৮৭)

সুবহানাল্লাহসকল পবিএতা আল্লাহর।আলহামদুলিল্লাহসমস্ত প্রশংসা মহান আল্লাহর।লা-ইলাহা ইল্লাল্লাহআল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।আল...
04/03/2024

সুবহানাল্লাহ
সকল পবিএতা আল্লাহর।

আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা মহান আল্লাহর।

লা-ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।

আল্লাহু আকবার
আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড় এবং মহান।

সুবাহান আল্লাহ
04/03/2024

সুবাহান আল্লাহ

আমিন
02/03/2024

আমিন

02/03/2024

কত সুন্দর তিলাওয়াত মা শা আল্লাহ

02/03/2024

রাসূল (সঃ) বলেছেন"যে ব্যক্তি বিতিরের নামায আদায় না করে ঘুমিয়ে গেল সে যেন সকাল বেলা তা আদায় করে নেয়"

তিরমিজি হাদিস:৪৬৬

Address

Kushtia
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Beauty of Rural BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beauty of Rural BD:

Share

Category