চলো নিজেকে পাল্টাই ১৯৭১

চলো নিজেকে পাল্টাই  ১৯৭১ আল্লাহর রহমতে ভালো আছি।
(14)

#চলো নিজেকে পাল্টাই, নিজেকে পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যাবে দেশ।
#আমরা যদি নিজেকে বদলাই, আমাদের চিন্তা, অভ্যাস,ব্যবহার তাহলে ধীরে ধীরে সমাজ এবং দেশে ইতিবাচক পরিবর্তন আসবে

আমরা নিজের বাসা ছাড়া পুরা শহরটাকে ডাস্টবিন মনে করি। এই শহরে আমরা বসবাস করি আবার আমরাই শহরটাকে ডাস্টবিন মনে করি। এই চিন্...
16/09/2025

আমরা নিজের বাসা ছাড়া পুরা শহরটাকে ডাস্টবিন মনে করি। এই শহরে আমরা বসবাস করি আবার আমরাই শহরটাকে ডাস্টবিন মনে করি। এই চিন্তা ভাবনা আমাদের পরিবর্তন করতে হবে।

এই হলো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি ‌😥😥😥
16/09/2025

এই হলো আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা। জীবনের থেকে সময়ের মূল্য অনেক বেশি ‌😥😥😥

ঢাকায় বাস স্টপিস যাত্রি চাইনি সব সময় এরকম ফাঁকাই থাকে।
15/09/2025

ঢাকায় বাস স্টপিস যাত্রি চাইনি সব সময় এরকম ফাঁকাই থাকে।

রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করুন। চলুন সুন্দর একটি বাংলাদেশ গড়ি।
15/09/2025

রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করুন। চলুন সুন্দর একটি বাংলাদেশ গড়ি।

08/09/2025

ঢাকা শহরে লাগামহীন অটোরিকশা।

01/09/2025

আউটসোর্সিং এর আন্দোলন চলবে। প্রয়োজনের জীবন দেবো তবুও আমাদের অধিকার আদায় করে ছাড়বো।

26/08/2025

প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, ৩০ তারিখ আমরা একত্রিত হতে যাচ্ছি , আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। দীর্ঘদিন ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা সরকারি প্রতিষ্ঠানে পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাজের স্বীকৃতি নেই, নেই চাকরির নিশ্চয়তা।

ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের আত্মীকরণ করতে হবে।

চাকরির নিশ্চয়তা চাই আউটসোর্সিং আর নয়।

ঠিকাদার প্রথা বাতিল করো শ্রমিকের অধিকার নিশ্চিত করো!

বিনা কারণে ছাঁটাই চলবে না!

বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ করো!

আমাদের দাবি অমানবিক নয়, অবাস্তব নয়। আমরা শ্রম দিচ্ছি, আমরা ঘাম ঝরাচ্ছি, দেশের সেবা দিচ্ছি-তাহলে কেন আমরা বঞ্চিত হবো?

ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই!

ভাই ও বোনেরা,
আমাদের অধিকার আদায়ের এই সংগ্রাম থেমে থাকবে না।
ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে, চলবেই।

জয় হোক শ্রমিকের দাবি,
জয় হোক ন্যায়ের আন্দোলন।

ঢাকায় আমার বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত আছে। আমি নতুন ছোট চারাগুলো সংগ্রহ করতেছি একটু বড় হলে ইনশাআল্লাহ রোপন করব।
25/08/2025

ঢাকায় আমার বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত আছে। আমি নতুন ছোট চারাগুলো সংগ্রহ করতেছি একটু বড় হলে ইনশাআল্লাহ রোপন করব।

আমাদের সবার উচিত ফুট ওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করা। এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আর কখনো ফুটওভার ব্রিজ অথব...
13/08/2025

আমাদের সবার উচিত ফুট ওভারব্রিজ অথবা জেব্রা ক্রসিং ব্যবহার করা। এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আর কখনো ফুটওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হবো না।

12/08/2025

বাংলাদেশের মানুষের চাহিদা কত বড় হইতে পারে এই ভিডিওটা দেখলে বুঝবেন।

বিপদে সবার পাশে থাকতে চাই।
08/02/2025

বিপদে সবার পাশে থাকতে চাই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চলো নিজেকে পাল্টাই ১৯৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো নিজেকে পাল্টাই ১৯৭১:

Share