
27/07/2025
🎂 জন্মদিন মানেই শুধু কেক-ফুল নয়, আমার কাছে এ দিনটা আশীর্বাদের মতো 🎂
আজ থেকে পাঁচ বছর আগে এই দিনে আল্লাহ আমাকে যেই সেরা উপহারটি দিয়েছিলেন, সে হলো তুই, মারিয়াম। তোর ছোট্ট মুখখানা, প্রথম হাসিটা, তোর মা বলার সেই ছোট্ট চিৎকার — আজও আমার কানে বাজে। তুই আসার পর আমার জীবন বদলে গেছে, এক অন্যরকম ভালোবাসা, এক মায়াবী বন্ধন তৈরি হয়েছে। মা তোর জন্য চোখে জল নিয়েও হাসে, কারণ তুই তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব।
শুভ জন্মদিন প্রিয় মেয়ে, তোর প্রতিটি দিন হোক ভালোবাসা আর আশীর্বাদে ভরা। মা সবসময় তোর জন্য দোয়া করে — তুই যেন আলোর পথ ধরে এগিয়ে চলিস, সুন্দর মানুষ হস, আর মায়ের বুকটা গর্বে ভরে দিস।
゚ ゚viralシfypシ゚viralシalシ