17/02/2025
একজন আফসোসী বললেন, হায়! হায়! আমেরিকা তো বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার সাহায্য বন্ধ করে দিলো! এখন কী হবে?
আমি তাকে বললাম, আপনারা মিলিয়ন আর ডলার শুনলেই ভয় পেয়ে যান কেন বলেন তো? ২৯ মিলিয়ন ডলার মানে কত টাকা, একটু হিসেব করে বলেন দেখি।
উনি বেশ কিছুক্ষণ ক্যালকুলেটর টেপেটেপি করে বললো, সাড়ে তিনশ' কোটি টাকার মতো।
আমি বললাম, এইটা কোন টাকা হইলো? আপার এক পিয়নই তো এর চেয়ে বেশি ৩৪ মিলিয়ন ডলার (৪০০ কোটি টাকা) চুরি করেছিলো বলে আপা মৃদু ভর্ৎসনা করে বাড়ি থেকে বের করে দিয়েছিলো।
উনি হতাশ হয়ে বললেন, ওহ, টাকা তো তাইলে বেশি না।
তারপর প্রসঙ্গ পালটে তিনি অন্য আলাপে চলে গেলেন।