Doinik24 - Online News Portal

Doinik24 - Online News Portal দৈনিক২৪ অনলাইন নিউজ পোর্টাল

17/02/2025

একজন আফসোসী বললেন, হায়! হায়! আমেরিকা তো বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলার সাহায্য বন্ধ করে দিলো! এখন কী হবে?
আমি তাকে বললাম, আপনারা মিলিয়ন আর ডলার শুনলেই ভয় পেয়ে যান কেন বলেন তো? ২৯ মিলিয়ন ডলার মানে কত টাকা, একটু হিসেব করে বলেন দেখি।
উনি বেশ কিছুক্ষণ ক্যালকুলেটর টেপেটেপি করে বললো, সাড়ে তিনশ' কোটি টাকার মতো।
আমি বললাম, এইটা কোন টাকা হইলো? আপার এক পিয়নই তো এর চেয়ে বেশি ৩৪ মিলিয়ন ডলার (৪০০ কোটি টাকা) চুরি করেছিলো বলে আপা মৃদু ভর্ৎসনা করে বাড়ি থেকে বের করে দিয়েছিলো।
উনি হতাশ হয়ে বললেন, ওহ, টাকা তো তাইলে বেশি না।
তারপর প্রসঙ্গ পালটে তিনি অন্য আলাপে চলে গেলেন।

09/02/2025

গাজীপুর সহ সারা দেশে 'অপারেশন ডেভিল হান্ট'
শুরু আপনার এলাকার কোন সন্ত্রাসী-চাঁদাবাজ থাকলে তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহযোগিতা করুন।

06/02/2025

"কোনো ধর্ষিতাকে যদি তাঁর পরিবার পরিত্যাগ করে তবে তাকে বলে দাও তাঁর ঠিকানা যেন হয় ধানমন্ডি ৩২ নম্বর আর পিতার নাম হবে শেখ মুজিবুর রহমান।"।
এই ডায়লগ শুনে বিহগলিত হয়ে উঠেছিল এক সদ্য স্বাধীন জাতি। তবে বিধিবাম স্বাধীন বাংলাদেশে পাক হানাদার ও ভারতীয় হানাদার বাহিনী চলে যাওয়ার পর যখন বাংলাদেশী সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল।
তখন গাজিপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলে মোজাম্মেল এক কিশোরী মেয়েকে খুবলে খুবলে ধর্ষণ করে মৃত্যু পথযাত্রী করে‌। তরুণ স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কাছে এর বিচার নিয়ে যায় ধর্ষিতা কিশোরী মেয়েটির বাবা। এর আগে সেই আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এই খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছালো তাঁরা জিপ নিয়ে গিয়ে ছিচকে বাটপার মোজাম্মেইল্লাকে এক পতিতা এলাকা থেকে ধরে এনে সেনা ক্যাম্পে আটক করে বিচারের উদ্যোগ নেয়।
সেই সময় সেনা কমান্ডারের কাছে ফোন আসে সেই কথিত ধানমন্ডি ৩২ নম্বরের ধর্ষিতাদের স্বঘোষিত পিতা শেখ মুজিবুর রহমানের ফোন। বলল, " এই তোরা নাকি হকের ছেলেকে নাকি ধরে এনেছিস?" সেনা অফিসার উত্তর দিল -
" জ্বি স্যার একটা কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ করেছে আওয়ামী লীগ নেতার ছেলে। তারপর শ্বাসরোধ করে হত্যা করেছে। "
-" আচ্ছা ও কিছু না এখন মোজ্জাম্মেলকে ছেড়ে দে। রক্ত গরম বয়স কম মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। আর ওর বাপ দলের জন্য অনেক করেছে। ছেড়ে দে।"
-কিন্তু স্যার!
-"আরে বললাম তো ছেড়ে দে। আমি কোনো বাড়াবাড়ি চাই না"!
অগত্যা ছাড়া পেল স্বাধীন বাংলাদেশের প্রথম ধর্ষক মোজাম্মেইল্লা ওরফে আ ক ম মোজাম্মেল হক। যাকে হাসিনা সরকার এই বীরত্বের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানিয়ে সম্মানিত করেছিল।

05/02/2025
05/02/2025
05/02/2025
05/02/2025
কুষ্টিয়ায় ব্লাড ডোনার্স ক্লাব ২.০ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত, # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #...
25/01/2025

কুষ্টিয়ায় ব্লাড ডোনার্স ক্লাব ২.০ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

প্রতিনিধি কুষ্টিয়াঃ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর পক্ষ থেকে ছিলো ব্যাতিক্রম কিছু আয়োজন, গত ২৪ তারিখ শুক্রবার এটি অনুষ্ঠিত হয়। নানা আয়োজনের অংশ হিসেবে দেশ ও পরিবেশ কে সুন্দর করতে তারা ১০০ টি বৃক্ষরোপন ও ৪০০ জন মানুষ এর মধ্যে ফ্রী ব্লাড গ্রুপিং করা হয়েছে, সেই সাথে সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় শীতার্ত মানুষ কে ১০০ টি শীতবস্ত্র ও প্রায় ২০০ জন অসহায় মানুষের মাঝে রাতের খাবার ও পানি বিতরণ করা হয়,
সেই সাথে কুষ্টিয়া সদর হাসপাতাল ব্লাড ব্যাংক এ আসা রক্তদানকারী ও সেবাগ্রহীতা মানুষের জন্য বেঞ্চ দিয়েছেন এবং সংগঠন এর সবাই মিলে কেক কেটে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। এসসয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্লাড ক্লাব ২.০ এর প্রতিষ্ঠা মোঃ রাকিব হোসাইন, পরিচালক রিফাত হোসাইন
সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হিরোক খান।
উল্লেখ্য যে, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ দীর্ঘদিন যাবত রক্তদান কর্মসূচি সহ কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।

21/01/2025

দুইজন মিলে নখ কেটে দিচ্ছে। আরেকজন পায়ের তলা পরিষ্কার করছে। কার? একজন কাস্টমারের।

এই হল তথাকথিত নারী স্বাধীনতার বাস্তবতা। নিজের স্বামীর জন্য রান্না-বান্না করা, নিজের ঘর পরিষ্কার- পরিচ্ছন্ন করা ও নিজ সন্তানের লালন- পালন করাকে পরাধীনতা মনে করে। অথচ পর পুরুষের পায়ের তলা পরিষ্কার করা আর ময়লা, দুর্গন্ধময় নখ কেটে দেয়াকে নিজেদের স্বাধীনতা মনে করে।
বাস্তবতা হল- পশ্চিমাদের বানানো নারী স্বাধীনতা নিছক্ ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক মরীচিকার মতো; দূর থেকে দেখতে পানি জ্বলমল করছে মনে হলেও কাছে গেলে বিভীষিকাময় শুষ্ক মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না।
অথবা বলতে পারো- ঠিক মরুভূমির চোরা বালির মত। ভরসার মনে করে পা' দিবে তো অতল গহ্বরে হারিয়ে যাবে।
হ্যাঁ, তথাকথিত নারী স্বাধীনতার এটাই বাস্তবতা।

20/01/2025

মাশাল্লাহ

ঊমি উর্মিলা!  নিয়মিত টিকটকার।লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য ...
16/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

Collected

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান ও সদস্য সচিব শেখ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরি...
09/01/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান ও সদস্য সচিব শেখ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত প‍্যাডে কুষ্টিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে

কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এবং বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘের যৌথ আয়োজনে ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত
07/01/2025

কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এবং বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘের যৌথ আয়োজনে ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত

কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ ও বারুইপাড়া ইউনিয়ন ছাত্রছাত্রী চেতনা সংঘের যৌথ আয়োজনে ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্.....

Address

Dhaka Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Doinik24 - Online News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doinik24 - Online News Portal:

Share