CM TV BD

CM TV BD Bangla News

 #একটি হারানো সংবাদ,,,,,দয়া করে কেউ এড়িয়ে যাবেন না....  #তার সাথে একটি বাইসাইকেল ও স্কুল ব্যাগ ছিল। সকলের চেষ্টায় ফির...
15/06/2025

#একটি হারানো সংবাদ,,,,,
দয়া করে কেউ এড়িয়ে যাবেন না....
#তার সাথে একটি বাইসাইকেল ও স্কুল ব্যাগ ছিল।
সকলের চেষ্টায় ফিরে পেতে পারে ছেলেটিকে তার পরিবার।
ছেলেটির নামঃ শফিকুজ্জামান শফি
পিতাঃ এনামুল হক (বিএসসি)
বয়সঃ ১৩ বছর। ষষ্ঠ শ্রেণীতে পড়ে।
বাসাঃ তিস্তা বাজার ও হাবলুর মোড়ের মাঝামাঝি।
যোগাযোগঃ ০১৭৭৩৪০৬১৭০ অথবা ০১৭১৩৭২৮৭৫৯

06/06/2025

সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
❤️ঈদ মোবারক❤️

28/05/2025

মুফতি আমির হামজা কে জামায়াতে ইসলামের প্রার্থী ঘোষনা,,,

01/05/2025

আলহামদুলিল্লাহ,,,
মৃত্যুর আতঙ্ক কতটা ভয়াবহ, ইসরাইলের দাবানল থেকে বুঝেছে ইসরাইল বাসি।
যারা মুসলমানদের উপর অত্যাচার করবে, তারাই এভাবেই ধ্বংস হবে। #এরপর কোন দেশ হতে পারে???

অস্থির,,,,,,,,,,, #বাংলার এই  #বাঘ গুলোকে এতদিন বিড়াল বানিয়ে রাখা হয়েছিল..... ১৯৭১ সালে স্বাধীনতার পরেও বাংলাদেশের বি...
29/04/2025

অস্থির,,,,,,,,,,,
#বাংলার এই #বাঘ গুলোকে এতদিন বিড়াল বানিয়ে রাখা হয়েছিল.....
১৯৭১ সালে স্বাধীনতার পরেও বাংলাদেশের বিডিআর বা বিজিবি এই সাহস কখনো পায়নি।
যেটা ২৪ এর স্বাধীনতার পর পেয়েছে।

27/04/2025

#সুন্দরগঞ্জে #শ্রমিক নেতার ওপর হামলা, #প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের তারাপুর ইউনিয়ন সভাপতি ইউনুস আলীর ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত ২৩ এপ্রিল দুপুর আড়াইটার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ হাট অটোস্ট্যান্ডে ইউনুস আলীর ওপর একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ইউনুস আলীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।

এ ঘটনায় শনিবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিন সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান মো. নয়া মিয়া, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর আমীর একরামুল হক প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে শ্রমিক সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আর এ দায় প্রশাসন কে নিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় তারা সবাইকে আরও শক্ত হাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

25/04/2025

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে মোটের কুড়ায় বৈশাখী মেলার নামে #জুয়া, #হাউজি ও #অশ্লীল #যাত্রাপালার আয়োজন করে একটি কুচক্রী মহল। এতে ক্ষুব্ধ হয়ে যুবসমাজ ও এলাকাবাসী যাত্রাপালা ও জুয়ার মঞ্চ ভেঙে আগুন ধরিয়ে দেয়।
#অবস্থার বেগতিক দেখে পালিয়ে যায় আয়োজকরা.....

25/04/2025

#গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার #রামজীবন ইউনিয়নে মোটের কুড়া নামক স্থানে বৈশাখী মেলার নামে #জুয়া, #হাউজি ও #অশ্লীল যাত্রাপালা মঞ্চ ভেঙ্গে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ যুবসমাজ।
#অবস্থা #বেগতিক দেখে পালিয়ে যায় মেলার আয়োজকরা...

এই বৃদ্ধা মহিলা বলতেছে তার বাসা জিনিয়া বাজার। ঝিনিয়া বাজারের কেউ চিনে থাকলে তার পরিবারের লোকজনকে একটু জানাবেন। রাস্তায...
25/04/2025

এই বৃদ্ধা মহিলা বলতেছে তার বাসা জিনিয়া বাজার। ঝিনিয়া বাজারের কেউ চিনে থাকলে তার পরিবারের লোকজনকে একটু জানাবেন। রাস্তায় এভাবে থাকাটা নিরাপদ নয়।
মনে হচ্ছে বাড়ি থেকে অভিমান করে চলে এসেছে।
#অটোতে করে বাড়িতে পাঠাতে চাইলেও যাচ্ছে না।
#জিনিয়া বাজারের সকলের আকর্ষণ করছি.....

25/04/2025

এই বৃদ্ধা মহিলা বলতেছে তার বাসা জিনিয়া বাজার। ঝিনিয়া বাজারের কেউ চিনে থাকলে তার পরিবারের লোকজনকে একটু জানাবেন। রাস্তায় এভাবে থাকাটা নিরাপদ নয়।
মনে হচ্ছে বাড়ি থেকে অভিমান করে চলে এসেছে।
#অটোতে করে বাড়িতে পাঠাতে চাইলেও যাচ্ছে না।
#জিনিয়া বাজারের সকলের আকর্ষণ করছি...

 #গণমাধ্যম কর্মী ও তার পরিবারের হত্যাকারী ইসরাইলের অবিলম্বে ধ্বংস করা হোক এই কামনা করি।  #বাংলাদেশর সকল গণমাধ্যম কর্মীর ...
21/04/2025

#গণমাধ্যম কর্মী ও তার পরিবারের হত্যাকারী ইসরাইলের অবিলম্বে ধ্বংস করা হোক এই কামনা করি।
#বাংলাদেশর সকল গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই....
#নির্বিচারে মুসলমানদের হত্যা করতেছে, সেই সাথে ছাড় দিচ্ছে না গণমাধ্যম কর্মী কেও।
#মুসলিম বিশ্ব এক কাতারে আসলেই , ইসরাইল ধ্বংস.......

Address

Dhaka

Telephone

+8801846392126

Website

Alerts

Be the first to know and let us send you an email when CM TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CM TV BD:

Share