Haha-হাহা

Haha-হাহা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haha-হাহা, Digital creator, Naougan, Dhaka.

27/01/2024

.চোখ ফেটে কান্না
আসবে.......
plz........plzz.............plzz........
গল্প টা একবার পরেন
চোখের পানি
ধরে রাখতে পারবেন
না!!!!
*********
আমি একদিন
নিকোপার্ক এ বসে
আছি
হঠাত এক টা বাচ্চা
মেয়ে এসে
বলে
-ভাইয়া এগুলো নেবেন?
নিন না,
মেডাম কে গিফট দিলে
খুশি হবে।
দেখলাম একটা আধা
ময়লা ফ্রক পরে,
ফুটপাতের ভিখারিদের
মত দেখতে
বাচ্চা মেয়ে আমার
চোখের দিকে
করুণ দৃষ্টিতে তাকিয়ে
আছে।
হাতে একগোছা গোলাপ।
এরা খুব একটা বোকা
হয়না।
না হলে, এতো ছোট
বয়সে
গার্লফ্রেন্ডকে
রপ্ত করার কৌশল,
জানত না।
কিন্তু গোলাপ কি শুধু
গার্লফ্রেন্ডকে দিতে
হয়?
মাকে দেওয়া যায়না?
পকেট থেকে
একশো টাকা বের করে
বললাম,
-এই নাও। কতো দাম
এগুলোর ?
ও দাম হিসেব করতে
যাবে, ঠিক
এমন সময় আকাশ
ভেঙে বৃষ্টি এল।
কাছাকাছি একটা
ঝুপড়ি মতো
জায়গায়
দৌড়ে আশ্রয় নিলাম।
দেখি ঐ
মেয়েটাও,
আমার পিছু পিছু এসে
পাশে
বসেছে।
এদিকে মুশলধারে
বৃষ্টি। এক কাপ
চা হলে
বেশ হতো। রাস্তার
ওপাশে চায়ের
দোকান।
কিন্তু আনবে কে?
,
-নাম কি তোমার?
আরহি ।
-আচ্ছা আরোহী ,
তোমাকে একটা
কাজ দেবো পারবে?
-বলুন দাদা ।
পকেট থেকে ২০ টাকা
বের
করে বললাম,
-ঐ দোকান থেকে
এককাপ চা
আনতে পারবে?
আর যদি তুমি কিছু
খাও খেতে
পারো ।
অবশ্য ওখানে যেতে
যদি তোমার
কোন
আপত্তি না থাকে।
দেখলাম নিঃশব্দে
মেয়েটি আমার
হাত থেকে
টাকাটা নিয়ে, এক
দৌড়ে চা নিয়ে
এলো।
আরোহী তুমি কিছু
খেলেনা কেন?
-এমনি ভাইয়া। এই নিন
বাকি টাকা।
-তুমি স্কুলে যাও?
-না। তবে খালার
মেয়েরা পুরোনো
বই
ফেলে দিলে, সেগুলো
নিয়ে মাঝে
মাঝে পড়ি।
-ও! তুমি স্কুলে যাওনা,
তোমার বাবা-মা বকেনা
বুঝি?
-বাবা মা নেই ভাইয়া ।
-নেই মানে?
-আগে একটা মা ছিল।
কিন্তু এখন তাকে
দেখিনা।
-মানে? এখন দেখনা
কেন?
তোমার মা মারা
গেছেন?
-না। আমার আসল
বাবা-মা ঐ যে
ঐখানে
যে ময়লা গুলো আছে,
সেখানে
ফেলে
রেখে গিয়েছিল
ছোটবেলায়।তারপর
একটা মা এসে আমায়
বড় করেছে।
তার নিজেরও তিনটে
ছেলেমেয়ে।
বাবা আমায় নিয়ে
ঝগড়া করতো
মায়ের সাথে। তাই ঐ মা
টা আবার
আমাকে ঠিক ঐখানেই
রেখে
কোথায়
যেন চলে গেছে? আর
দেখিনা।
-তাই তুমি ফুলগুলো
বিক্রি
করে বেঁচে থাক?
-না ভাইয়া। এই ফুলগুলো
ঐ সামনে
একটা ফুলের দোকান
আছে তার
সব ফুল বিক্রি করলে
তিনি আমাকে
দুপুরে খেতে দেন।
-দুপুরে খেতে দেন মানে?
আর রাতে, সকালে কি
খাও?
-খাইনা ভাইয়া। পানি
খেয়ে থাকি।
কখনো কখনো
ডাস্টবিনে ভালো
শুকনো খাবার খুঁজে
পেলে, তাই
খাই।
চোখ ফেটে কান্না এল।

29/10/2023

বাসার ৪ তালায় একটা ভাইয়া থাকে দেখতে মাশাআল্লাহ। ওনার উপর সেই লেভেল ক্রাশ খেয়ে ফেলছিলাম। উনি সবসময় ১১ টা আর বিকাল ৪/৫ টার দিকে ছাদে যায় সি'গারেট খাইতে। আমিও সকালে জামা কাপড় ধুয়ে নিয়ে যাই ছাদে মেলে দিতে।আবার বিকালে উনি গেলে আমিও যাই জামাকাপড় নিয়ে আসতে। এগুলা শুধু বাহানা ওনারে দেখার জন্য। মাঝেমধ্যে ধোয়া জামাকাপড় ও আবার ধুই ছাদে দেওয়ার জন্য। তো উনি আজকে সকালে যথারিতি সিগারেট খাইতেছে আর আমি জামা কাপড় মেলে দিতেছি। হুট করে আমার সামনে এসে বলে "নাম কি?" ভয়ে ভয়ে উত্তর দিলাম। আর কিছু জিজ্ঞেস না করে হুট করে বলে ফেলছে আমি আগামি সাপ্তাহ জবে জয়েন্ট করবো, ছাদে আসা হবেনা শুক্রবার ছাড়া। তো আপনি জামাকাপড় নিয়ে কষ্ট করে ছাদে না এসে বারান্দায় মেলে দিয়েন।
লে আমিঃ 🤦‍♀️

📨Puja roy

28/10/2023

mb'র দাম বাড়াতে Wi-Fi ইউজাররা খুশি ছিলো আর আজকে Wi-Fi ডাউন হওয়াতে mb ইউজাররা খুশি🙂

সময় বদলাতে বেশি সময় লাগে না🙂

28/10/2023

সত্যি বলতে আমার Life থেকে যাওয়ার জন্য কাউকে আমি Force করি না, সে তুমি বন্ধুই হও বা অন্য কেও, কখনো যদি তোমার মনে হয়৷ আমি তোমার জন্য Parfect নই কিংবা, তুমি আমার চেয়ে Better কাউকে Deserve করো.

So good byyy......!!

Digital creator

28/10/2023

"!

-- মানলাম আমি একটু বেশি কিউট'☺️
তাই বলে এভাবে কিস দিয়ে দৌড় দিবা'🙈😙
°
দুষ্ট মশা'🙄
🤨

28/10/2023

🥀___••• সম্মানツ ___•••🥀
🥰___•• ভালোবাসাツ ___••💚
❤️___•••• বিশ্বাসツ ___••••🧡

||__🦋 এগুলো সহজে কাউকে দেওয়া ঠিক নয়ツ_....!!😅
🙃 সবাই এগুলোর মূল্য দিতে পারে নাツ..!!🙂💔

Address

Naougan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haha-হাহা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share