মেডিসিন মিডিয়া

মেডিসিন মিডিয়া মেডেসিন বিষয় সকল ধরনের আপডেট তথ্য ও নিউজ সবার আগে পেতে এই পেইজের সাথে থাকুন ধন্যবাদ।।
এ পেইজে ভাইরাল Funni vidio দেওয়া হয় মন খুলে হাসার জন্য....
(5)

একজন যোগ্য নেতা শুধু নিজের সময়ের জন্য কাজ করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুদৃঢ় ভিত্তি রেখে যান।”সত্যি কথা বল...
27/07/2025

একজন যোগ্য নেতা শুধু নিজের সময়ের জন্য কাজ করেন না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুদৃঢ় ভিত্তি রেখে যান।”
সত্যি কথা বলতেই নুরুল হক নূরে জন্ম না হলে ২৪ গণঅভ্যুত্থানের জন্মই হতো না।
নির্যাতিত নিপীড়িত একজন সাহসী নেতার নাম নুরুল হক নুর।।।

যে ভাবে চাদাবাজি আর দুর্নীতি শুরু হইছে..এই লোকটাকে বাংলাদেশে আবারও দরকার....স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীর...
27/07/2025

যে ভাবে চাদাবাজি আর দুর্নীতি শুরু হইছে..
এই লোকটাকে বাংলাদেশে আবারও দরকার....
স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীরপুরুষ ছিলেন জনাব ফখরুদ্দীন আহমেদ।যিনি ২ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের যত চোর,বাটপার,দুর্নীতিবাজ,ঘুষখোর,বদমাশ,চাঁদাবাজ ছিলো সবকয়টাকে তারের মতো সোজা করে ফেলেছিলেন।কাউকে ছাড় দেননি,

তিনিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাক্তি যিনি সরকারের চেয়ারে বসার পর সারা বাংলাদেশ বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিলো এবং দুর্নীতি মুক্ত হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশে আবার সে ফখরুদ্দীনের সরকার দরকার কারণ "কুকুরের জন্য মুগুর দরকার"
বর্তমনে আবার যে ভাবে চাঁদা বাজি হত্যা শুরু হয়েছে দেশে আবার ফখরুদ্দিন সাহেবকে প্রয়োজন.....

কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়??
26/07/2025

কোন ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে হয়??

আমরা অশ্লীল কে না বলি  ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।  কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যা...
23/07/2025

আমরা অশ্লীল কে না বলি ভালো কনটেন্ট যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট করি।


কৃষি ও পরিবেশ উন্নয়নের জন্য নীরলস পরিশ্রম করে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উম্মে কুলসুম পপি! উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রিমিয়াম ফ্রুটস লিমিটেড।
নিজের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউবে কৃষি, পরিবেশ সংরক্ষণ, পশু পালন নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও জ্ঞানমূলক আলোচনা করে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন পপি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। এছাড়াও নিজস্ব প্রতিষ্ঠান প্রিমিয়াম ফ্রুটস এর মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য। কন্টেন্ট ক্রিয়েশন যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে পপির কৃষি নিয়ে অভিনব কন্টেন্ট বানিয়ে চলেছেন।
কৃষি প্রধান বাংলাদেশে কৃষি নিয়ে যে অনেক কিছু করার সুযোগ আছে বাংলাদেশের মানুষের কাছে যেন সেই সম্ভাবনার আশা জাগিয়ে চলেছেন পপি।
উম্মে কুলসুম পপির মত আমাদের বাংলাদেশী অনেক কন্টেন ক্রিয়েটর দরকার বাংলাদেশে অনেক কন্টেন ক্রিয়েটর আছে যারা মেধা শূন্য সকালে কি করে বিকালে কি করে শুধু এইসব ভিডিও গুলো আপলোড করে বর্তমান সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে আমার অশ্লীলতাকে সাপোর্ট করে থাকি অশ্লীল কন্টেন এভোয়েড করে আমরা ভালো কন্টেন যারা ভালো তৈরি করে তাদেরকে সাপোর্ট করবো!!
#সংগৃহীত #চাষবাস #চাষবাস
কারো পেজ এ রিচ কমে গেলে প্রষ্টটি আপলোড দিলে আশাকরি রিচ বারবে।প্রয়োজন এ পরে ডিলেট করতে পারেন।ধন্যবাদ।
এরকম আরো পোস্ট পেতে আমার
আইডি ফলো করুন, আসক্ত মায়া

23/07/2025

কুমিল্লা ফরমানু চিকিৎসা কেন্দ্র

স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীরপুরুষ ছিলেন জনাব ফখরুদ্দীন আহমেদ।যিনি ২ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের যত ...
17/07/2025

স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীরপুরুষ ছিলেন জনাব ফখরুদ্দীন আহমেদ।যিনি ২ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের যত চোর,বাটপার,দুর্নীতিবাজ,ঘুষখোর,বদমাশ,চাঁদাবাজ ছিলো সবকয়টাকে তারের মতো সোজা করে ফেলেছিলেন।কাউকে ছাড় দেননি,

তিনিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ব্যাক্তি যিনি সরকারের চেয়ারে বসার পর সারা বাংলাদেশ বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিলো এবং দুর্নীতি মুক্ত হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশে আবার সে ফখরুদ্দীনের সরকার দরকার কারণ "কুকুরের জন্য মুগুর দরকার"
বর্তমনে আবার যে ভাবে চাঁদা বাজি হত্যা শুরু হয়েছে দেশে আবার ফখরুদ্দিন সাহেবকে প্রয়োজন.....

15/07/2025

চাদাবাজ এর
ইংরেজি শব্দ কি?
জানা থাকা ভালো!

চমৎকার ক্যালসিয়াম কম্বিনেশন যাদের হাত পা চাবায় ব্যথা করে।  রাতের বেলা ঘুমোতে গেলে পা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেন না...
04/07/2025

চমৎকার ক্যালসিয়াম কম্বিনেশন
যাদের হাত পা চাবায় ব্যথা করে। রাতের বেলা ঘুমোতে গেলে পা ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারেন না।
এই ধরনের ক্যালসিয়াম গুলো খাওয়ার মাধ্যমে উপকার পেতে পারেন।
খেতে খুবই সুস্বাদু শিশু থেকে বড় সকলেই সহজে গ্রহণ করতে পারবেন।
এক গ্লাস পানিতে ভিতরে থাকা একটি ট্যাবলেট দিয়ে দিলে অল্প সময়ের মধ্যেই গলে সুন্দর আকর্ষণীয় এবং খেতেও খুব চমৎকার পানীয় তৈরি হয়ে যাবে।
খাওয়ার নিয়ম প্রতিদিন একবার।
এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাতে পারেন।

আপনার প্রিয় মানুষের Reply কিস্তির মতো হলে বুঝে নিবেন সে অন্য ব্যাংক থেকেলোন নিচ্ছে......
03/07/2025

আপনার প্রিয় মানুষের Reply কিস্তির মতো
হলে বুঝে নিবেন সে অন্য ব্যাংক থেকে
লোন নিচ্ছে......

জীবনটা বড্ড অদ্ভুত। কখন যে কই নিয়ে যায়, বলা মুশকিল!
03/07/2025

জীবনটা বড্ড অদ্ভুত। কখন যে কই নিয়ে যায়, বলা মুশকিল!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিসিন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share