Boi Bazar - বুক শপ

Boi Bazar - বুক শপ আমি মারা গেলে 01751600397 নাম্বারে ফোন দিয়ে পাওনা টাকা চেয়ে নিবেন ইনশাআল্লাহ।

ব্যবসা মাধ্যমে দুনিয়ায়ে রিজিক এবং আখিরাতে জান্নাত লাভ করতে চাই 🌸

 #বিখ্যাত ১০ জনের জীবনী, সাথে ১১টি বই ফ্রি! 🎁মোট ২০ টি বই ৮৯০ টাকায়!🔥 (অফার টি ৭২ ঘণ্টা চলবে ) 🔥 #বিখ্যাত ১০ জীবনী - ৯টি...
23/11/2025

#বিখ্যাত ১০ জনের জীবনী, সাথে ১১টি বই ফ্রি! 🎁
মোট ২০ টি বই ৮৯০ টাকায়!🔥 (অফার টি ৭২ ঘণ্টা চলবে ) 🔥
#বিখ্যাত ১০ জীবনী - ৯টি বইয়ে সাথে ১১টি বই #ফ্রি সহ মোট ২০ টি বই🔥
-
#বিশ্বনবী(সা)এর জীবনী
#হযরত আবু বকর(রা) এর জীবনী
#হযরত উমর (রা) এর জীবনী
#হযরত উসমান(রা) এর জীবনী
#হযরত আলী(রা) এর জীবনী
#হযরত আয়েশা সিদ্দিকা(রা) এর জীবনী
#হযরত মা ফাতিমা(রা) এর জীবনী
#হযরত খাদিজাতুল কোবরা(রা) এর জীবনী
#হযরত মরিয়ম (আ) ও ঈসা (আ) এর জীবনী ⚠️(২ জনের জীবনী এক বইয়ে)⚠️
-
10--২৪ ঘন্টার আমল 🎁
12--হিসনুল মুসলিম 🎁
13--সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকি🎁
14--মহিলাদের ওয়াজ🎁
15--আমলে নাজাত🎁
16--জান্নাত পাওয়ার সহজ উপায় 🎁
17--প্রিয় নবীর প্রিয় সুন্নাত🎁
18--মরনের আগে ও পরে🎁
19--আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল 🎁
20--পাঞ্জেগানা অজিফা শরীফ 🎁
-
🔹রেফারেন্স সহ সহি কিতাব!
🔹প্রতি বইতে ৩২০+পেইজ করে রয়েছে
🔹 উন্নতমানের সাদা কাগজে ছাপানো!
🔹হার্ড কভার মজবুত বাধাই!
🔹প্রতিটি বইয়ের সাথে বক্স কভার এর মধ্যে থাকবে সহজে নষ্ট হবে না!
-
⚠️সারাদেশে হোম ডেলিভারি চার্জ!⚠️
🚛 ঢাকার ভিতরে - ৬০ টাকা!
🚚 ঢাকার বাইরে - ১০০ টাকা!
-
🔰 অফারটি সীমিত সময়ের জন্য‼️
তাই, এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন‼️
---------------------------------
🛒 অর্ডার করতেঃ- 🔰
☑️ নাম :
☑️ ঠিকানা:
জেলা:
থানা/উপজেলা :
ইউনিয়ন :
☑️ মোবাইল নাম্বার :
✅ লিখে অর্ডার কর্নফরম করুন ম্যাসেজ এ ক্লিক করুন 👇👇
--------------------------------------
☎️ কল করুন: 01751-600397
-
⚠️ #সাবধান: ⚠️
এই দামের পরেও ইনবক্সে এসে কেও দামাদামি করবেন না। প্রাইস ফিক্সড। বাজারে এর চাইতেও তুলনামূলক খারাপ মানের, নিউজ প্রিন্ট বই বেশি দামে বিক্রি করে।

আল্লামা তাকী উসমানী (দা.বা.) এর প্রিমিয়াম কোয়ালিটি ১০টি বই ৮৫০ টাকায়🔥 সাথে ১০টি বই ফ্রি🎁 অফারটি সীমিত সময়ের জন্য!💥-জীবন ...
13/11/2025

আল্লামা তাকী উসমানী (দা.বা.) এর প্রিমিয়াম কোয়ালিটি ১০টি বই ৮৫০ টাকায়🔥 সাথে ১০টি বই ফ্রি🎁 অফারটি সীমিত সময়ের জন্য!💥
-
জীবন মানে শুধু দুনিয়ার পথচলা নয়, বরং দীন ও আখিরাতের প্রস্তুতির যাত্রা।
-
এই বইগুলো সেই যাত্রাকে করে তুলবে অর্থবহ, প্রশান্ত ও আল্লাহমুখী। 🌿
✨ এই বইগুলো পড়লে তুমি যা অর্জন করবে:
1️⃣ আত্মশুদ্ধি ও গুনাহ থেকে মুক্তির পথ শিখবে — কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে অন্তরকে শান্ত করা যায়।
2️⃣ কুরআনের আলোয় জীবনযাপন শিখবে — প্রতিটি সমস্যায় কুরআনের সমাধান খুঁজে পাবে।
3️⃣ দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ভারসাম্য বুঝবে — ভালোবাসা, দায়িত্ব ও ন্যায়বোধের সুন্দর মিশ্রণ।
4️⃣ মৃত্যু ও আখিরাতের বাস্তবতা উপলব্ধি করবে — যা জীবনকে করবে সচেতন ও আল্লাহভীত।
5️⃣ আত্মার পরিশুদ্ধি ও তাসাউফের সৌন্দর্য অনুধাবন করবে — অন্তর হবে নরম, বিনয়ী ও আল্লাহপ্রেমে পূর্ণ।
6️⃣ একজন পরিপূর্ণ মুমিন হওয়ার অনুপ্রেরণা পাবে — আমল, আখলাক ও চিন্তায় আসবে নববী রূপ।
7️⃣ ইসলামী দৃষ্টিতে জীবন ও রাষ্ট্রব্যবস্থা বোঝবে — সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার শিক্ষা পাবে।
8️⃣ প্রকৃত সুখ কোথায় তা জানতে পারবে — আল্লাহভীতি, সন্তুষ্টি ও কৃতজ্ঞতার মাধ্যমে প্রশান্তি অর্জন করবে।
9️⃣ জীবনের উদ্দেশ্য ও জগতের রহস্য সম্পর্কে চিন্তা করবে — যা তোমার ঈমান ও বোধকে করবে আরও দৃঢ়।
🔟 নববী আদর্শে সমাজ গঠনের দিশা পাবে — পরিবর্তনের শুরু হবে নিজের ভেতর থেকেই।
🌙 এই ১০টি বই শুধু পড়ার জন্য নয়,
এগুলো তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে — চিন্তায়, চরিত্রে, আত্মায় ও কর্মে।
📦 সীমিত সময়ে বিশেষ অফারে সংগ্রহ করুন এই অনন্য ইসলামী প্যাকেজ
-
⚠️সারাদেশে হোম ডেলিভারি চার্জ!⚠️
🚛 ঢাকার ভিতরে - ৫০ টাকা!
🚚 ঢাকার বাইরে - ১০০ টাকা!
-
🔰 অফারটি সীমিত সময়ের জন্য‼️
তাই, এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন‼️
---------------------------------
🛒 অর্ডার করতেঃ- 🔰
☑️ নাম :
☑️ ঠিকানা:
জেলা:
থানা/উপজেলা :
ইউনিয়ন :
☑️ মোবাইল নাম্বার :
✅ লিখে অর্ডার কর্নফরম করুন বাটনে ক্লিক করুন 👇👇
---------------------------
📩ম্যাসেজ করুন:
☎️কল করুন: +8801751600397
🌐ওয়েবসাইট: 👇👇

শুধু বিরবির করে উচ্চারণ নয় — একেকটি দুআ অনুভব করুন। বুকের ভেতরে প্রশান্তি অনুভব করুন অর্থ বুঝে দুআ করে।‘হিসনুল মুসলিম’ ন...
09/11/2025

শুধু বিরবির করে উচ্চারণ নয় — একেকটি দুআ অনুভব করুন। বুকের ভেতরে প্রশান্তি অনুভব করুন অর্থ বুঝে দুআ করে।
‘হিসনুল মুসলিম’ নামের ছোট বইটি পড়েননি এমন পাঠক খুঁজে পাওয়া কঠিন। প্রতিদিনের দু'আ ও আমল জানতে আমরা এই বইটির সহযোগিতা নিই।

কিন্তু আপনি কি জানেন, এ বইটির মূল লেখক শায়খ ড. সাঈদ ইবনু আলি কাহতানি। তাঁর বিশাল গ্রন্থ “আয-যিকর ওয়াদ দু'আ ওয়াল ইলাজ বির রুকইয়া মিনাল কিতাবি ওয়াস-সুন্নাহ”-এর মাত্র এক-তৃতীয়াংশ হলো ‘হিসনুল মুসলিম’।
কিন্তু দুআর জন্য ছটফট করা অন্তর খুঁজে ফেরে পূর্ণাঙ্গ বইটার বাংলা অনুবাদ। অনেক অপেক্ষার পরে ‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’ নামে বইটি প্রকাশ পায়। প্রকাশের পর থেকেই বাংলাভাষীদের মধ্যে এটি পায় তুমুল জনপ্রিয়তা।

পূর্ণাঙ্গ গ্রন্থটিতে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন, যা ‘হিসনুল মুসলিম’ বইতে বাদ পড়ে গেছে — যেমন:
🔹 দু'আ কবুলের শর্ত, সময় ও স্থান
🔹 দু'আ কবুল না হওয়ার কারণ
🔹 কুরআনি চিকিৎসা ও রুকইয়া সম্পর্কিত বিস্তর অধ্যায়

‘বান্দার ডাকে আল্লাহর সাড়া’ বইতে আপনি খুঁজে পাবেন—
🔹 নবিজি (সা.)-এর শেখানো প্রতিটি দু'আর পটভূমি
🔹 কখন, কেন ও কোন উপলক্ষে আপনি কোন দু'আ পড়বেন — তার বিস্তারিত
🔹 এবং প্রতিটি দু'আর শব্দে-শব্দে বাংলা অনুবাদ

এই বইটি আপনাকে শেখাবে — কখন, কোথায়, কীভাবে আপনার রবকে ডাকবেন!

বইটির বৈশিষ্ট্য সংক্ষেপে:
🔹 প্রতিটি দু'আর প্রেক্ষাপট-সহ অনুবাদ ও পূর্ণ হাদীস
🔹 লাইন-বাই-লাইন অনুবাদ — যাতে সহজে মুখস্থ ও বুঝে পড়া যায়
🔹 দু'আ কবুলের নিয়ম, সময় ও শর্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা
🔹 যিকির-ওযীফা ও রুকইয়া/কুরআনি চিকিৎসা বিষয়ক বিস্তারিত বর্ণনা

দু'আ ও আমলের এই বিশাল ভাণ্ডার আপনার সংগ্রহে রাখুন। বইটি পড়ে ও ভালোভাবে জেনে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে আরও গভীর করুন।

08/11/2025

আত্ম-উন্নয়নের সেরা ২৩টি বই মাত্র ৯৯৯ টাকায়!🔥
মূল্য ছিল ৫,২০০ টাকা — এখন পাচ্ছেন পানির দামে!🔥
-
💥 অফার সীমিত সময়ের জন্য!
-
🔖 বইয়ের বৈশিষ্ট্য:
✅ সাদা কাগজে প্রিন্ট!
✅ পেপারব্যাক বান্ডিং!
✅ ক্যাশ অন হোম ডেলিভারি সারাদেশে!
_
📘 যে ২১টি সেরা বই থাকছে:
১) জিরো টু ওয়ান – পিটার থিয়েল
২) দ্য পাওয়ার অব ইওর সাবকনশাস মাইন্ড – জোসেফ মারফি
৩) রিচ ড্যাড পুওর ড্যাড – রবার্ট টি কিয়োসাকি
৪) ইকিগাই – হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালস
৫) দ্য মিরাকল মর্নিং – হল এলরড
৬) দ্য সাইকোলজি অব মানি – মর্গান হাউজেল
৭) ইট দ্যাট ফ্রগ – ব্রায়ান ট্রেসি
৮) রোড টু সাকসেস – নেপোলিয়ন হিল
৯) স্ট্র্যাটেজিক মাইন্ডসেট – থিবাউট মিউরিস
১০) অ্যাটমিক হ্যাবিটস – জেমস ক্লিয়ার
১১) টাইম ম্যানেজমেন্ট – ব্রায়ান ট্রেসি
১২) থিংক অ্যান্ড গ্রো রিচ – নেপোলিয়ন হিল
১৩) কাইজেন – সারাহ হার্ভে
১৪) হাউ টু টক টু এনি ওয়ান – লেইল লোউন্ডেস
১৫) ১০০ ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ – স্টিভ চ্যান্ডলার
১৬) দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং – নরম্যান ভিনসেন্ট পিল
১৭) পাওয়ারফুল ফোকাস – থিবাউট মিউরিস
১৮) লিডারশিপ – ব্রায়ান ট্রেসি
১৯) ডোপামিন ডিটক্স – থিবাউট মিউরিস
২০) হাউ সাকসেসফুল পিপল থিংক
২১) দ্য আলকেমিস্ট – পাওলো কোয়েলহো
২২) ইমিডিয়েট একশন
২৩) সাকসেস মাইন্ডসেট
-
🛒 মাত্র ৯৯৯ টাকায় পুরো সেট সংগ্রহ করুন আজই!
⚠️সারাদেশে হোম ডেলিভারি চার্জ!⚠️
🚛 ঢাকার ভিতরে - ৫০ টাকা!
🚚 ঢাকার বাইরে - ১০০ টাকা!
---------------------------------
🛒 অর্ডার করতেঃ- 🔰
☑️ নাম :
☑️ ঠিকানা:
জেলা:
থানা/উপজেলা :
ইউনিয়ন :
☑️ মোবাইল নাম্বার :
✅ লিখে অর্ডার কর্নফরম করুন বাটনে ক্লিক করুন 👇👇
---------------------------------------
-
⚠️ #সাবধান: ⚠️
এই দামের পরেও ইনবক্সে এসে কেও দামাদামি করবেন না। প্রাইস ফিক্সড। বাজারে এর চাইতেও তুলনামূলক খারাপ মানের, বই বেশি দামে বিক্রি করে। ⚠️

07/11/2025

🔥 স্পেশাল অফার মাত্রঃ ৯০০ টাকায়।
🔴 সবথেকে সহজ নিয়মে কালার কোডের পাশাপাশি বাংলা নিয়মে এই প্রথম কোরআন।

🔴সহিহ তিলাওয়াতের সকল সমস্যার সমাধান করবে। ইনশাআল্লাহ্‌।

✅"আপনার সহিহ কোরআন তিলাওয়াত শেখার সকল সমস্যা সমাধানে, কাবা কোরআন মাজিদ।

🔹ওজন: ১কেজি ৫০০ gram ( প্রায় )
🔹 গ্লোসি আর্ট পেপার।
🔹 আরবী ফন্ট: কালিয়ানা ফন্ট
🔹বাংলা উচ্চারণ, অনুবাদসহ কালার কোডেড।
🔹 তাজভিদ কালার কোডেড।

👉কেন কাবা কোরআন বেস্ট?👈

🔴 কালার কোডের পাশাপাশি বাংলা নিয়ম আছে যেমন - যেখানে ১আলিফ টানেতে হবে সেইখানে "১" লেখা থাকবে, যেখানে ৩ আলিফ টানতে হবে সেখানে "৩" লেখা থাকবে , যেখানে কল কলা করতে হবে সেখানে "ক" লেখা থাকবে, যেখানে গুন্নাহ করতে হবে সেখানে "গ" লেখা থাকবে।

🔴 উন্নতমানের পেপার— যাতে লাইট রিফ্লেক্ট করে না, আর চোখে সমস্যা হয় না।
🔴 বড় ফন্ট— যাতে তিলাওয়াত করতে আরও সহজ হয়।
প্রতিদিনের তিলাওয়াতের জন্য আদর্শ, বিশেষ করে যারা দীর্ঘসময় ধরে পড়েন তাদের জন্য।
🔴 সাংকেতিক চিহ্ন— সহজে তাজবীদসহ তিলাওয়াত করতে পারবে।
🔴 পরিপূর্ণ ১৩ তাজবিদ— ভিন্ন কালার কোডে সহজ তাজবিদ ব্যাখ্যা
🔴 আরবিতে বাংলা উচ্চারণ ও বিশুদ্ধ অনুবাদ

কাবা কোরআন তিলাওয়াত করুন আর আপনার প্রতিদিনের জীবনে নিয়ে আসুন প্রশান্তি।

১০ ইঞ্চি বাংলা উচ্চারণ ও অর্থসহ সহজ কোরআন❤️
07/11/2025

১০ ইঞ্চি বাংলা উচ্চারণ ও অর্থসহ সহজ কোরআন❤️

আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের সাজেস্টকৃত বেস্টসেলিং ৪টি বই পাচ্ছেন মাত্র ৮৪৯ টাকায়! ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারাদেশ...
05/11/2025

আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের সাজেস্টকৃত বেস্টসেলিং ৪টি বই পাচ্ছেন মাত্র ৮৪৯ টাকায়! ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারাদেশে!!

অর্ডার করতে ১টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না, বই হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ.

🌟প্যাকেজের ৪টি বই হল:
১. শামায়েলে তিরমিজি ৮০০পৃষ্ঠা।
২. আত তিব্বুন নববী ৬২৪পৃষ্ঠা।
৩. আর রাহীকুল মাখতুম ৮০০পৃষ্ঠা।
৪. আত্নশুদ্ধি ও তাসাওউফ ৩৪৪পৃষ্ঠা।

৪টি বই সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হল 👇

✅১। বই: #আত তিব্বুন নববী।
নবীজি {ﷺ} -এর ডাক্তারি বই।
হোমিওপ্যাথি,এলোপ্যাথি, আয়ুর্বেদীসহ অসংখ্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা অবগত থাকলেও অত্যন্ত দুঃখ ও আফসোসের সাথে বলতে হয় মুসলমান হয়ে নবিজী (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা বেখবর।এর বেশ কিছু কারণও অবশ্যই রয়েছে তার মধ্যে অন্যতম হল আরবী জানা না থাকা।যার ফলে আরবীতে লিখিত নবিজী (️ﷺ) এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিখিত বইগুলো থেকে মণিমুক্তা আহরণ করা আমাদের জন্য একপ্রকার অসম্ভব বলা চলে।
অথচ আমাদের ছিল ইবনে সিনার মত চিকিৎসা বিজ্ঞানীরা।যাঁদের বই আজকের আধুনিক যুগেও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়।ইউরোপের হাজারো খারাপ দিক থাকলেও তাদের অল্প ভাল দিকের মধ্যে অন্যতম হল তারা গুণীর কদর করতে জানে।মুসলিমরা তাদের ঘরের গুণীর কদর না করলেও ইউরোপ ঠিকই করেছে।যাহোক নবিজী (️ﷺ) চিকিৎসা পদ্ধতির প্রতি আমাদের আস্হা ও বিশ্বাস কোনকালেই কম ছিল না।এজন্যই এদেশের মানুষ এখনও হুজুরদের কাছে ঝাঁড়ফুক নেয়ার জন্য ধরণা দেয়।
তবে এটা অত্যন্ত খুশির বিষয় যে, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ কতৃক নবীজি (ﷺ) এর চিকিৎসা পদ্ধতি ও সালাফগণের চিকিৎসা সম্পর্কে রচিত "আত-তিব্বুন নববী" বইটি অনুবাদ হয়ে বাংলাভাষাভাষীদের নিকট হাজির হয়েছে।বর্তমানে রোগশোক যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ চিকিৎসা করতে গিয়ে অর্থ-সম্পদ হারিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে এমন সময়ে এই বইটির গুরুত্ব যে কতখানি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।এখানে মোটেও বর্তমান চিকিৎসাবিজ্ঞানের উপকারীতা ও কার্যকারিতাকে খাঁটো করে দেখানো হয়নি।তাছাড়া প্রায় হাজার বছর আগে রচিত একটি বইয়ে বর্তমানের সকল রোগশোকের সমাধান পেয়ে যাওয়া কিংবা এই বই পড়েই যেকারো ডাক্তার বনে যাওয়া অবাস্তব কল্পনা ছাড়া কিছুই নয়।তবে আর যাইহোক নবিজী (ﷺ)️ এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কিত জ্ঞান ও একে কাজে লাগিয়ে নিজের শারীরিক ও আত্নিক উন্নতি ঘটাতে বইটি অত্যন্ত সহায়ক হবে তা বলাই বাহুল্য।তাই প্রতিটা মুসলিমেরই উচিত আজই বইটা সংগ্রহ করা।
✅২। বই: #শামায়েলে তিরমিযী:
শামায়েলে তিরমিজি - নবীজি {ﷺ} কে চেনার শ্রেষ্ঠ কিতাব।
শামায়েলে তিরমিজি। প্রিয় নবী (সা.)-এর দৈহিক বিবরণ, উঠাবসা,চলাফেরা, খাওয়া দাওয়া সহ রাসুলের সামগ্রিক জীবন নিয়ে রচিত সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ। নবীজি (সা.)-কে নিয়ে লেখা যত সীরাতগ্রন্থ আছে, প্রায় সব গ্রন্থের পাদটীকায় শামায়েলে তিরমিজির নাম রয়েছে। আসলে নবীজিকে জানার জন্য হাদীসের এই বইটি কোন তুলনা হয় না।
কিন্তু যে কোনো হাদীসই ব্যাখ্যা সহ পড়লে হাদীসের শিক্ষা আরও গভীর থেকে উপলব্ধি করা যায়। এই লক্ষে শামায়েলে তিরমিজির প্রতিটি হাদীসের ব্যাখ্যা করেছেন পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন শাইখ সাঈদ আহমদ পালনপূরী (রহ.)। যা মাকতাবাতুল আকবার দুই খণ্ডে প্রকাশ করেছে। এই বইটির বিশেষত্ব হচ্ছে:
* ভাষা অত্যন্ত সহজ সাবলীল রাখা হয়েছে, এবং অত্যন্ত চমৎকার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
* প্রয়োজনীয় রেফারেন্স যুক্ত করা হয়েছে।
* ব্যাখ্যার ক্ষেত্রে ইমামগণের অভিমত উল্লেখ করা হয়েছে।
* পরস্পর বিপরীতমুখী বর্ণনাগুলোর নিরসনে ইমামগণের অভিমত ব্যক্ত করা হয়েছে এবং পরস্পর বৈপরীত্যের চমৎকার সমন্বয় ও সমাধান দেওয়া হয়েছে।
* হাদীসের শিক্ষা, সূক্ষ্মদর্শন ও আহকাম বর্ণনা করা হয়েছে।
* প্রয়োজন অনুসারে হাদিসের শাস্ত্রীয় বিষয়ে আলোচনা করাডেএনিবই

* ক্ষেত্রবিশেষে হাদীসের তাখরিজ বা মানও উল্লেখ করা হয়েছে।

✅ ৩) রাসূলুল্লাহ ﷺ এর পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ ❤
বই: আর রাহিকুল মাখতুম
লেখক: আল্লামা শফিউর রহমান মোবারক পুরী (রহ.)
📕 কভারঃ হার্ডকভার
📑 পেইজঃ ৮০০ পৃষ্ঠা
📖 আর রাহিকুল মাখতুমঃ রাসূল (সা:) এর জীবনীর উপর আন্তর্জাতিক সীরাত প্রতিযোগীতায় ১১৮২টি পান্ডুলিপির মধ্যে ১ম স্থান অধিকারী স্মারক গ্রন্থ(জীবনী গ্রন্থ)

✅ ৪) বইটির প্রতিটি লাইন একদম আপনার জন্যেই লিখা"
--আবু ত্বহা আদনান ❤
বই: তাসাওউফ ও আত্মশুদ্ধি
লেখক: শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি
📕 কভারঃ হার্ডকভার
📑 পেইজঃ ৩৪৪ পৃষ্ঠা
📖 তাসাওউফ ও আত্মশুদ্ধিঃ আল্লাহকে সন্তুষ্ট করতে চান? তাহলে বইটি আপনার জন্যই। বইটা পড়লে মনে হবে প্রতিটা কথা একদম আপনার জন্যই লেখা হয়েছে।

✅ অর্ডার করতে- প্রয়োজন:
✍️আপনার নাম:
✍️জেলা:
✍️থানা/উপজেলা:
✍️ইউনিয়ন:
✍️মোবাইল নাম্বার: (ইংরেজি)
ইত্যাদি লিখে ইনবক্সে মেসেজ করুন

হোয়াটসঅ্যাপ https://wa.me/8801946572545

#শামায়েলে_তিরমিজি িব্বুন_নববী াহীকুল_মাখতুম #আত্নশুদ্ধি_ও_তাসাওউফ

ইউসুফ বানুরী লিখেছেন—‘সমস্ত উলামায়ে কেরাম এ-বিষয়ে একমত যে, কোনো এলাকা দারুল ইসলাম হওয়ার মাপকাঠি এর মুসলিম জনসংখ্যার পরিম...
05/11/2025

ইউসুফ বানুরী লিখেছেন—‘সমস্ত উলামায়ে কেরাম এ-বিষয়ে একমত যে, কোনো এলাকা দারুল ইসলাম হওয়ার মাপকাঠি এর মুসলিম জনসংখ্যার পরিমাণের ওপর নির্ভর করে না। দারুল ইসলাম হওয়ার মূল ভিত্তি হলো, আইন প্রয়োগ ও বাস্তবায়নের সাথে। যেখানে কুফরি ও জাহিলি আইন প্রতিষ্ঠিত এবং শাসকগোষ্ঠী আল্লাহপ্রদত্ত আইনের পরিবর্তে তাগুতি আইন দ্বারা নিজেদের মামলা-মোকদ্দমা ফায়সালা করায়, সেটিকে হাজারবার মুসলিমদের রাষ্ট্র বলা হলেও বাস্তবিক অর্থে তাকে ইসলামী রাষ্ট্র ও দারুল ইসলাম বলতে লজ্জা লাগে। ইসলামের ঘরেও যদি ইসলামের পা রাখার অধিকার না থাকে, তাহলে সেটি হয়তো মুসলিমদের ঘর বলা যায়, কিন্তু কোনো বিবেকবান মানুষ কি একে ইসলামের ঘর হিসেবে বিবেচনা করবে?’

বই - খিলাফাহ : ইসলামী শাসনব্যবস্থা

আলহামদুলিল্লাহ❤️
05/11/2025

আলহামদুলিল্লাহ❤️

✅ 𝐁𝐨𝐨𝐤 : ইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান) লেখক: ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকিপ্রকাশনী: মাকতাবাতুল আসলাফ 🟥 𝐎𝐟𝐟𝐞𝐫 𝐏...
05/11/2025

✅ 𝐁𝐨𝐨𝐤 : ইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান)
লেখক: ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকি
প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
🟥 𝐎𝐟𝐟𝐞𝐫 𝐏𝐫𝐢𝐜𝐞: 395 Taka
পৃষ্ঠা : 356
ইসলামের ইতিহাসের কোনাে যুগই ফেলে দেবার মতাে নয়। নবীজি (সাঃ) -এর ইন্তিকালের পর থেকে বর্তমান পর্যন্ত, উম্মাহর প্রতিটি উত্থান পতন সবকিছুই যেন এক সুতােয় গাঁথা। আল্লাহ তাআলা ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছেন।রেখে দিয়েছেন সােনালী যুগে ফিরে যাবার পাথেয়।
কেমন হয়, যদি নববী যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত ইসলামি ইতিহাসের সারনির্যাসটুকু এক মলাটে মেলে? বাংলায় এরকম বই মেলা ভার। আবার খণ্ডের পর খণ্ড পড়ে যাবার মতাে ধৈর্য আর ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ বােঝার মতাে সময় আমাদের অনেকেরই নেই। সর্বোপরি ইতিহাসের বিশাল একটা অংশ আমাদের ধরা ছোঁয়ার বাহিরে থেকে যায়।
এ ক্ষেত্রে চমৎকার কাজ করেছেন ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকি। ইসলামের পুরাে ইতিহাস ধাপেধাপে এক মলাটে লিখে ফেলেছেন। সারা বিশ্বে এটি বিখ্যাত একটি বই। একদম শেষের দিকে ৪ কালারের রঙিন ম্যাপ যােগ করা হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের বিস্তৃতিকে কেন্দ্র করে। তাদের উত্থান-পতন নিয়ে একাধিক ম্যাপ। ফলে বইটি ইসলামি ইতিহাস জানার জন্য সেরা বইগুলাের স্থান দখল করে নিয়েছে।
➡️ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস বা Redex এর মাধ্যমে দেওয়া হয়... তো প্রিয় শুভাকাঙ্ক্ষীরা অর্ডার কনফার্ম করতে আমাদের Sunnah corner bd এ ইনবক্স করুন ইনশাআল্লাহ্‌ 💛

➡️ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতেঃ 01751600397

🟥 WhatsApp number : 01751-600397

জাজাকাল্লাহু খাইরান’💖

#ইতিহাস

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!💞✨
05/11/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!💞✨

04/08/2025

আপনি নিজেকে জিজ্ঞাসা করুন,

আসলেই আপনি দ্বী*ন নিলেন,না দুনিয়া!

Address

ইসলামী টাওয়ার ৩য় তলা, বাংলাবাজার
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi Bazar - বুক শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share