11/04/2025
============Follow Rider Boy GT Rajon================
আপনাদের সবাইকে আমার YouTube Channel টি দেখার আমন্ত্রণ রইল
►YouTube : https://www.youtube.com/
আপনাদের সবাইকে আমাদের Instagram টি দেখার আমন্ত্রণ রইল
►Instagram : https://www.instagram.com/gtrajon8
আমার পার্সোনাল ফেসবুক আইডি
►Facebook ID :https://www.facebook.com/profile.php?id=100010814683962&mibextid=ZbWKwL
🛣️ ঢাকা থেকে বরিশাল বাইক রুট:
Route 1:
• ঢাকা → মুন্সিগঞ্জ (মাওয়া) → পদ্মা সেতু → জাজিরা → বরিশাল
এই রুটে আপনি পদ্মা সেতু দিয়ে সরাসরি যেতে পারবেন। পুরো পথটাই এখন অনেক উন্নত এবং সময়ও কম লাগে।
দূরত্ব: আনুমানিক 180 কিমি
সময় লাগতে পারে: 3-4 ঘণ্টা (স্টপসহ)
________________________________________
🛵 প্রস্তুতি ও টিপস:
1. বাইক রেডি করে নিন: ব্রেক, টায়ার, লাইট, হর্ণ সব ভালোভাবে চেক করুন।
2. ডকুমেন্টস সাথে রাখুন: ড্রাইভিং লাইসেন্স, বাইকের কাগজ, ইন্স্যুরেন্স।
3. হেলমেট ও প্রটেকশন গিয়ার: নিজ এবং পেছনের আরোহীর সেফটির জন্য মাস্ট!
4. গুগল ম্যাপ ডাউনলোড করে রাখুন: অফলাইনে ইউজ করার জন্য।
5. চোখে রাখবেন আবহাওয়া: বৃষ্টি হলে একটু সময় নিয়ে চলবেন।
________________________________________
🛑 বিশ্রামের জায়গা:
মাওয়া ঘাট, জাজিরা ও ভাঙ্গা—এই সব জায়গায় ছোটখাটো হোটেল বা চায়ের দোকান আছে।
পথে কোথাও বিরতি নিলে শরীরও ফ্রেশ থাকবে।
________________________________________
🎉 ঈদের গ্রামীণ আমেজ:
• খেজুরের রস দিয়ে বানানো পায়েস
• দুপুরের গরুর মাংস আর গরম ভাত
• বিকেলের গামছা পেতে পুকুরপাড়ে আড্ডা
• পুরোনো বন্ধুদের সাথে দেখা
📍যাত্রা শুরু
ঈদের ছুটিতে হৃদয়ের টানে, ফেলে আসা শৈশবের গন্ধে...
Bike নিয়ে Dhaka to Barisal – শুরু হলো পথে ফেরার গল্প।
পেছনে থাকলো শহরের কোলাহল, সামনে অপেক্ষায় গ্রাম, আপন মানুষ, আর ঈদের আনন্দ।
পথ যত দূরই হোক, মনে শান্তি—এটা যে নিজের গ্রামে ফেরার রাস্তা। 🛣️🌾
Thanks for watching Subscribe to my channel
LIKE | COMMENT | SHARE | SUBSCRIB