Md Aminol Islam

Md Aminol Islam √ নাগরিক বচন।
√ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি।
√ Dhaka Press (Online News- নির্বাহী সম্পাদক)।

24/10/2025

বক্তব্য রাখছে আমজনতার তারেক!

**মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা: মৃত্যুর পরও ধর্ষণের শিকার তরুণী — সুইসাইড নোটে হৃদয়বিদারক বার্তা**ময়মনসিংহে ঘটে গেছে এক বে...
24/10/2025

**মর্মান্তিক ও লজ্জাজনক ঘটনা: মৃত্যুর পরও ধর্ষণের শিকার তরুণী — সুইসাইড নোটে হৃদয়বিদারক বার্তা**

ময়মনসিংহে ঘটে গেছে এক বেদনাবিধুর ও অকল্পনীয় ঘটনা। জীবনের অবসান ঘটিয়ে আত্মহত্যা করা এক তরুণী মৃত্যুর পরও রেহাই পাননি নৃশংসতার হাত থেকে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার পর তার মরদেহেও ঘটে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা।

আত্মহত্যার আগে তরুণী রেখে গেছেন একটি সুইসাইড নোট—যার প্রতিটি শব্দ যেন হৃদয় ছুঁয়ে যায়, সমাজের প্রতি এক নীরব আর্তনাদ হয়ে ধ্বনিত হয়।

তিনি লিখেছিলেন—

> “আমায় তোমরা ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য।
> ছোট ভাইবোনদের পড়াশোনা চালিয়ে নিও। আমার জন্য যে খরচ দিতে, তা দিয়ে তাদের শিক্ষা সম্পূর্ণ করিও।
> আমার ছাগলগুলো বিক্রি কোরো না। উপযুক্ত বয়স হলে আমার নামে কোরবানি দিও।
>
> আমার লাশটা পোস্টমর্টেম কোরো না, কারণ আমার মৃত্যুর কোনো রহস্য নেই।
> এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে, তাই চলে যাচ্ছি।
> কবর দেওয়ার পর চারপাশে বেড়া দিও, যেন কোনো কুকুরও না ঢুকতে পারে।
> আমার ফুলগাছগুলো যত্ন নিও—যেদিন ফুল ফুটবে, বুঝবে আমি হাসছি।
> কবরের পাশে একটি স্থলপদ্ম গাছ লাগিও, আমি তখন শান্তিতে থাকব।”

চিঠির প্রতিটি লাইন যেন সমাজের অবহেলা, দারিদ্র্য, নিঃসঙ্গতা ও অপমানের ভারে নুয়ে পড়া এক তরুণীর অন্তর্দহনকে প্রকাশ করে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—মৃত্যুর পরও শেষ হয়নি তার দুর্ভাগ্য। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহের ওপর ঘটে অমানবিক নির্যাতন।

এই ঘটনার পর স্থানীয় জনতা ও মানবাধিকার সংগঠনগুলো ক্ষোভে ফেটে পড়েছে।
তাদের বক্তব্য—
“এটি শুধু এক নারীর নয়, গোটা সমাজের লজ্জা। একজন মৃত নারীও যদি নিরাপদ না হন, তবে আমাদের মানবতা কোথায়?”

প্রশ্ন এখন একটাই—
**এ কেমন সমাজে বাস করছি আমরা, যেখানে মৃত্যুর পরও নারীর মর্যাদা সুরক্ষিত নয়?**

24/10/2025

বগুড়ার সন্দারপট্টিতে ঘটে যাওয়া সাম্প্রতিক সংঘাতের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে!

21/10/2025

Follow

মানবিক পোস্ট! কোম্পানীগঞ্জের নিখোঁজ মেয়েটি চট্টগ্রামে পাওয়া গেছেকোম্পানীগঞ্জ এলাকা থেকে আসা এক কিশোরীকে পাওয়া গেছে।নাম: ...
19/10/2025

মানবিক পোস্ট!
কোম্পানীগঞ্জের নিখোঁজ মেয়েটি চট্টগ্রামে পাওয়া গেছে

কোম্পানীগঞ্জ এলাকা থেকে আসা এক কিশোরীকে পাওয়া গেছে।
নাম: মুক্তা আক্তার
বয়স: ১৩ বছর
পিতা: মালন মিয়া
মাতা: শেফালী আক্তার

মুক্তা আক্তার বর্তমানে নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না।
নানার নাম: আমীর মিয়া
নানার বাড়ি: ধমতকলা
মামার নাম: সুমন

প্রায় ১৪ দিন আগে এক ব্যক্তি মুক্তাকে চট্টগ্রামে এনে ফেলে রেখে যায়। পরে এক হৃদয়বান ব্যক্তি মানবিক কারণে তাকে নিজের বাড়িতে ১৪ দিন আশ্রয় দেন। আজ সেই আশ্রয়দাতা মুক্তাকে বাইরে পাঠিয়ে দেন। বর্তমানে মেয়েটি বি.আর.টি.সি গাড়ির ড্রাইভার জাহাঙ্গীরের বাড়িতে রয়েছে।

যদি কেউ মেয়েটিকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে—
📞 জাহাঙ্গীর ড্রাইভার: 01780-413489

দয়া করে মানবিক কারণে সবাই একটি করে শেয়ার দিন, যাতে মেয়েটির পরিবার দ্রুত তার সন্ধান পেতে পারে।

19/10/2025

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এল এম স্কুলের পেছনে গোলাম রহমান সরদার বাড়ির মো. মানিক মিয়ার মেজো ছেলে আরিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে বাড়ির পাশের এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়। তবে তার মৃত্যু কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

Address

Muradnagar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Aminol Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Aminol Islam:

Share