Creation by Sumu

Creation by Sumu Assalamu alakum
(1)

জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ফুলদানি, আমার খোঁপার মতন এত সুন্দর ফুলদানি আর নাই...🥀
02/08/2025

জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ফুলদানি, আমার খোঁপার মতন এত সুন্দর ফুলদানি আর নাই...🥀

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে...
22/07/2025

বন্ধুত্ব হওয়া উচিত এমন নয়তো তা বন্ধুই না!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা'রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ"তদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা'রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: “ না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

“আমি জানতাম তুমি আসবে!”

Mahreen Chowdhury, a 42-year-old teacher at Milestone School in Uttara, tragically died after suffering critical burns w...
22/07/2025

Mahreen Chowdhury, a 42-year-old teacher at Milestone School in Uttara, tragically died after suffering critical burns while rescuing children during the Uttara plane crash. Witnesses reported that she guided at least 20 students to safety near the school gate before the aircraft burst into flames.

Despite sustaining burns to 80% of her body, she managed to tell her husband she had been leading children to safety before collapsing. Admitted to Dhaka Medical College Hospital’s burn unit, she later succumbed to her injuries. Her bravery and selfless sacrifice have deeply moved the nation, with students, colleagues, & the wider community mourning the loss of a dedicated educator & hero who prioritized her students lives above her own

21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৬৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

⚫️সকালে ছিল বাবা-মায়ের সোনা-মানিক,বিকেলে হয়ে গেল বেওয়ারিশ লাশ।⚫️৬টি অচেনা লাশ পড়ে আছে মর্গে। ⚫️সাথে এখনো অনেকে নিখোঁ...
21/07/2025

⚫️সকালে ছিল বাবা-মায়ের সোনা-মানিক,
বিকেলে হয়ে গেল বেওয়ারিশ লাশ।

⚫️৬টি অচেনা লাশ পড়ে আছে মর্গে।
⚫️সাথে এখনো অনেকে নিখোঁজ রয়েছে,

যদি কেউ নিজের সন্তান বা আত্মীয়কে খুঁজে না পান—
যোগাযোগ করুন: ০১৭১১-১২৭০০৫

বিশেষ ঘোষণা!উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত সকল শিক্ষার্থীদের আইসিইউ সুবিধাসহ সকল চিকিৎসা বিনামূল্যে করা হবে।যোগা...
21/07/2025

বিশেষ ঘোষণা!
উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহত সকল শিক্ষার্থীদের আইসিইউ সুবিধাসহ সকল চিকিৎসা বিনামূল্যে করা হবে।
যোগাযোগ: গণস্বাস্থ্য নগর হাসপাতাল,
বাড়ী নং-১৪/ই, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫।
মোবাইল: ০১৪০১১৭১৭৪২

আমার বাসায় ওয়াই-ফাই আছে 😏
18/07/2025

আমার বাসায় ওয়াই-ফাই আছে 😏

কি বুঝাতে চাইলো 🙄
18/07/2025

কি বুঝাতে চাইলো 🙄

18/07/2025

Good morning everyone

জামায় হাতের কাজ চলছে 💚
17/07/2025

জামায় হাতের কাজ চলছে 💚

26/02/2025
happy customer 🥰🥰 masha allah onek cute ❤️New patel joypuri.. 😍😍Free size bodyLong - 47++Price- 800 tk
26/02/2025

happy customer 🥰🥰 masha allah onek cute ❤️

New patel joypuri.. 😍😍
Free size body
Long - 47++
Price- 800 tk

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Creation by Sumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share