
01/07/2025
অস্ট্রেলিয়ার ডারউইনে আবারও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গতবারের মতো এবারও তিন জাতির এই টুর্নামেন্টে খেলবে পাকিস্তান শাহিন্স ও নেপাল জাতীয় দল। উদ্বোধনী ম্যাচেই ১৪ আগস্ট রাত ৭টায় টিআইও স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান 'এ' দল।
নর্দার্ন টেরিটরি ক্রিকেট নিশ্চিত করেছে বাংলাদেশের অংশগ্রহণ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, অল্প সময়েই টুর্নামেন্টটি বিসিবির ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা উদীয়মানদের জন্য বড় এক সুযোগ।
গত বছর প্রথমবারের মতো অংশ নিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেটারদের প্রস্তুত করতেই সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। আগের আসরে থাকা রিপন মন্ডল, রাকিবুল হাসান এবং পারভেজ ইমন ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন।