My Sports Tv

My Sports Tv বিশ্বের যে কোন খেলার সংবাদ দেখুন এখান?

এমন ঠোট কামড়ানোর কারন কি ?? পুরাই ক্রাশ খেয়ে গেলাম !!
16/10/2025

এমন ঠোট কামড়ানোর কারন কি ?? পুরাই ক্রাশ খেয়ে গেলাম !!

আম্পায়ার্স কলে আউট হয়েছেন নুরুল হাসান সোহান । কিন্ত আম্পায়ারের মুখ দেখে এতো খুশি খুশি লাগছে কেন ??
14/10/2025

আম্পায়ার্স কলে আউট হয়েছেন নুরুল হাসান সোহান । কিন্ত আম্পায়ারের মুখ দেখে এতো খুশি খুশি লাগছে কেন ??

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনিংসের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১১ বলে ১১ রান...
11/10/2025

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনিংসের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১১ বলে ১১ রান করে আউট হন।

দলীয় ১৮ রানে ৪.৫ ওভারে গুরবাজকে তানজিম হাসান সাকিবের বলে জাকার আলি অনিকের ক্যাচে ফেরান টাইগাররা।

❌ জাকের আলি আউট , ✅ নুরুল হাসান সোহান ইন । ওয়ানডেতে বাংলাদেশের উইকেট কিপিং এ পরিবর্তন ।
08/10/2025

❌ জাকের আলি আউট , ✅ নুরুল হাসান সোহান ইন ।

ওয়ানডেতে বাংলাদেশের উইকেট কিপিং এ পরিবর্তন ।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের শুরুতেই দ...
08/10/2025

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের শুরুতেই দলীয় ১৮ রানের মাথায় আউট হন তানজিদ হাসান তামিম। এরপর ৫৩ রানেই সাজঘরে ফেরেন আরও দুই টপ অর্ডার ব্যাটার, ফলে চাপে পড়ে টাইগাররা।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে দলকে বিপদমুক্ত করতে এগিয়ে আসেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েন মূল্যবান ১০১ রানের জুটি, যা দলকে ঘুরে দাঁড়ানোর ভরসা দেয়। তবে সেই জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেননি ক্রিজে। লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত ফিরলে নির্ধারিত ওভার পূর্ণ হওয়ার আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের ৭ বল বাকি থাকতে ২২১ রানে থামে টাইগারদের সংগ্রহ।

১ ছক্কা ১ চারে ৮৭ বলে ৬০ রান করে রশিদ খানের বলে LBW হয়ে ফিরলেন মেহেদি হাসান মিরাজ । তার এই ইনিংস ১০ এর মধ্যে কত দিবেন ??
08/10/2025

১ ছক্কা ১ চারে ৮৭ বলে ৬০ রান করে রশিদ খানের বলে LBW হয়ে ফিরলেন মেহেদি হাসান মিরাজ । তার এই ইনিংস ১০ এর মধ্যে কত দিবেন ??

৮৫ বলে ৫৬ রানে আউট হয়ে ফিরলেন তাওহিদ হৃদয় । এখানে আপনি কার দোষ দেখছেন ?? মিরাজ নাকি হৃদয়ের ???
08/10/2025

৮৫ বলে ৫৬ রানে আউট হয়ে ফিরলেন তাওহিদ হৃদয় । এখানে আপনি কার দোষ দেখছেন ?? মিরাজ নাকি হৃদয়ের ???

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনিংসের সূচনা করতে নামেন সাইফ হাসান। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ...
08/10/2025

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনিংসের সূচনা করতে নামেন সাইফ হাসান। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। আফগান স্পিনার নঙ্গেয়ালিয়া খারোটের বলে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় তাকে।

তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ২৬ রান, ইনিংসে ছিল ৫টি চার। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৭০.২৭।

ওমরযাইয়ের বলে হাসমতউল্লাহ শাহীদিকে ক্যাচ দিয়ে ৫ বলে ২ রান করে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ।
08/10/2025

ওমরযাইয়ের বলে হাসমতউল্লাহ শাহীদিকে ক্যাচ দিয়ে ৫ বলে ২ রান করে ফিরলেন নাজমুল হোসেন শান্ত ।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের নতুন পদক্ষেপ — শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট!স্কুল ক্রিকেটের মতো এবার দেশের মাদ্...
07/10/2025

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের নতুন পদক্ষেপ — শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট!

স্কুল ক্রিকেটের মতো এবার দেশের মাদ্রাসাগুলো থেকেও প্রতিভাবান তরুণদের তুলে আনতে উদ্যোগ নিয়েছে বিসিবি।
১০ ওভারের এই বিশেষ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আছরের নামাজের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত, মাদ্রাসার মাঠেই গড়াবে ক্রিকেটের নতুন দিগন্ত।

মানুষ যত বড় হয়, ততই নাকি বিনয়ী হয়ে ওঠে — শরিফুল ইসলাম যেন সেই কথার জীবন্ত উদাহরণ। মাঠে আগ্রাসী এই পেসার মাঠের বাইরে ঠিক ...
04/10/2025

মানুষ যত বড় হয়, ততই নাকি বিনয়ী হয়ে ওঠে — শরিফুল ইসলাম যেন সেই কথার জীবন্ত উদাহরণ। মাঠে আগ্রাসী এই পেসার মাঠের বাইরে ঠিক ততটাই নম্র ও মানবিক। সতীর্থ জুনিয়র ক্রিকেটার হোক বা সাপোর্ট স্টাফ, বিপদে সবসময় পাশে দাঁড়ান তিনি। নিজের জন্মভূমি পঞ্চগড়ের মানুষদের প্রতিও তাঁর ভালোবাসা ঠিক ততটাই গভীর।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শরিফুল। তবে ব্যক্তিগত অর্জন নয়, এই পুরস্কারের অর্থও তিনি উৎসর্গ করেছেন মানবসেবায়। জানিয়েছেন, পুরো টাকাই ব্যয় করবেন পঞ্চগড়ের অসহায় মানুষের সহায়তায়। এখানেই শেষ নয়— ভবিষ্যতেও যতবার ম্যাচসেরা হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ দান করবেন নিজের এলাকার অসহায় মানুষদের জন্য।

মাঠে পারফরম্যান্সে জয় করেন ভক্তদের মন, আর মাঠের বাইরে মানবিকতায় ছুঁয়ে যান হৃদয় — এমনই অনন্য শরিফুল ইসলাম। ❤️

শরিফুলের ৬ বলে ১১ রানের হার না মানা ইনিংস !! শরিফুলকে Hats Off সম্মান জানালো সোহান । যদিও সোহান ২১ বলে ৩১ রান করে অপরাজি...
03/10/2025

শরিফুলের ৬ বলে ১১ রানের হার না মানা ইনিংস !!

শরিফুলকে Hats Off সম্মান জানালো সোহান । যদিও সোহান ২১ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ।

Address

Mirpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when My Sports Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share