13/10/2023
ইউসুফ জুলেখা বাংলা ডাবিং পর্ব০৩- Yousuf Zulekha Bangla Dubbing part 3
“ইউজারসিফ”একটি অসাধারণ ইসলামী ইতিহাস ভিত্তিক ইরানী নাটক। এক কথায়, অসাধারণ একটা ইতিহাসকে খুবই সুন্দর উপস্থাপনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
#ইউসুফ-জোলেখা
ইসলামের পয়গম্বর জোসেফ: ইউসুফ-এ-পয়ম্বর বিশ্বজুড়ে দর্শকনন্দিত টিভি সিরিয়াল 'ইউসুফ-জুলেখা' বাংলাদেশে প্রথমবারের মতো প্রচারিত হয়, জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল– এসএটিভিতে। বাংলায় ডাবিং করা সিরিয়ালটি পবিত্র কুরআনে উল্লেখিত মুসলমানদের নবী হযরত ইয়াকুব (আঃ) এবং তার পুত্র ইউসুফ (আঃ) এর ঘটনাবলীকে কেন্দ্র করে নির্মিত। জনপ্রিয় এই সিরিয়ালটির বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ। যিনি বর্তমানে ইরানে ডক্টরেট ডিগ্রি করছেন।
হযরত ইউসুফ (ইংরেজি: Joseph অথবা Yosef, হিব্রু: ৭০i', আধুনিক Yosef তিবেরিয়ান Yósep; আরবি: ..., Yusuf) ইহুদি, খ্রিস্ট, এবং ইসলাম ধর্মে স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে, তিনি হযরত ইয়াকুব এর বারো ছেলের ১১তম ছেলে। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যর মধ্যে সাধারণ নামগুলোর একটি।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত এবং ইরানে নির্মিত হযরত ইউসুফ (আ) এর অসাধারণ কাহিনী নিয়ে বাংলাদেশের এসএ টিভিতে বাংলায় সম্প্রচার হচ্ছে ইউসুফ পয়গম্বর নামের এই ধারাবাহিকটি। সিরিয়ালটি তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, আফগানিস্তান, মিশরে প্রচারকালিন সময়ে রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত।
- ধারাবাহিকটিতে দর্শক যা পাবেনঃ
- প্রাচীন শহর বাবেল, কেনান, শাম ও মিশর ও সর্বোপরি আরব দেশের প্রাচীন ব্যবস্থা সম্পর্কে ধারণা; যা ইতিহাসের আনাচে-কানাচে নিয়ে যাবে আপনাকে।
- প্রাচীন দাস প্রথা, বানিজ্যিক ভ্রমণ, খাবার-দাবার সম্পর্কে ধারণা।
- - হযরত ইয়াকুব (আ) থেকে শুরু করে তাঁর ১১ সন্তান, প্রাচীন ধর্মব্যবস্থা, জোলায়খার প্রেম, ছোট্ট ইউসুফের জন্ম ও সহোদর কর্তৃক কূপে নিক্ষেপ পরবর্তী রোমাঞ্চকর আবহ
সৃষ্টি। - পোশাক-পরিচ্ছদে কোনরূপ অশ্লীলতা ও বেহায়াপনার বিন্দুমাত্র লেশ নেই।
- সিরিয়ালটিতে বর্তমান বাংলাদেশে প্রচলিত সিরিয়ালগুলো থেকে সম্পূর্ণ ভিন্নমাত্রা পাবেন ।
• কোন ধর্মের প্রতি কোনরূপ বিরূপ ধারণা পোষণ বা আঘাত - করা হয় নি।
• সব ধরণের দর্শককে মন্ত্রমুগ্ধ করবে।
- সরাসরি ইরান থেকে হাই রেজুলেশন ভলিউম নিয়ে যাওয়া
হয়েছে।
- স্রষ্টার অশেষ কৃপায় মূল স্ক্রিপ্ট ফারসি থেকে বাংলায় রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছি, সহজ-সরল বাংলায় অনুবাদের চেষ্টা করা হলেও আশা করছি আরব ও পারস্যের রূপ-রস-গন্ধ এতে পাওয়া যাবে। কেননা মূল ফারসি থেকে অনুবাদ করা হয়েছে।
আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন। ভালো লাগলে শেয়ার করুন ও লাইক দিন।
ধন্যবাদ
তারা কি করে সে সম্পর্কে
গাফিলতি
আর তোমার প্রভু কি?
তার উপর
বোমেল নাসাদ আর তুমি
আপনি এটা বৃত্তাকার হবে না
দয়াময় ঈশ্বর
এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, আমরা এটাকে আমাদের কর্তৃত্বে কুরআন হিসেবে নাযিল করেছি, সম্ভবতঃ তোমরা তোমাদের সম্পর্কে অধিক বিভ্রান্তিকর গল্প সম্পর্কে গাফিলতি করবে।