22/09/2025
🌙 শুভরাত্রি 🌙
দিনের শেষে একটু নিঃশ্বাস,
হয়তো কিছু ক্লান্তি, হয়তো কিছু আশা।
তবুও রাত বলে —
"চোখ বন্ধ করো, স্বপ্ন দেখো নতুন ভোরের।"
আজকের সব কষ্টকে পেছনে ফেলে
একটি শান্ত ঘুম আসুক তোমার চোখে।
শুভরাত্রি প্রিয়জন 💫 #বাংলাপোস্ট