Butterfly Bangladesh

Butterfly Bangladesh Butterfly Bangladesh is a online based platform. We have a brought audience and we are going to open a media consultation tools, very soon.

- Thank you

টার্মস এন্ড কন্ডিশন

১ | ডেলিভারীর সময়সীমা
আপনার কেনা কোর্সের ক্লাসরুম অ্যাক্সেস এনরোলমেন্টের সময় দেওয়া হবে। এনরোলমেন্টের পর অ্যাক্সেস না পেলে, অনুগ্রহ করে সাপোর্টের সাথে যোগাযোগ করুন।

২ | মূল্যফেরৎ
এনরোলমেন্টের ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে রিফান্ডের আবেদন করতে হবে। এই সময়ের পর করা আবেদন বিবেচনা করা হবে না।

৩ | পণ্যফেরৎ
অনলাইন কোর্সের মত ডিজিটাল পণ্যগুলি শারীরিকভাবে ফেরত দেওয়া যায় না। তবে, আপনার

কোর্স অ্যাক্সেস করতে অসুবিধা হলে, অনুগ্রহ করে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।

৪ | বিক্রয়ত্তোর সেবা
কোনো কেনাকাটার পরের উদ্বেগ বা আপনার কোর্স সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম আ্যাকটিভ রয়েছে। আপনার যদি আরও সহায়তা প্রয়োজন হয়, অনুগ্রহ করে যোগাযোগ করুন। ([email protected])

24/06/2025

সবাই ভালোবাসতে পারে, কিন্তু সবাই বোঝার ক্ষমতা রাখে না!

22/06/2025

চুপ থাকলে দুর্বল। আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই বর্তমান সমাজ

22/06/2025

আমাদের স্টুডেন্ট'রা প্রথমে ৫ হাজার টাকা বেতনে চাকরি শুরু করে...
কারণ- আমরা প্রথমে বেতন নিয়ে হাউ মাউ করা শিখাইনি, জাস্ট কাজ শুরু করা শিখিয়েছি।

আমরা অনেক বড় সপ্ন দেখাইনা, আমাদের চেস্টা একজন বাউন্ডুলে ছেলে যেন গেম, ফেসবুকিং বাদ দিয়ে জীবনের ট্রাকে ফিরতে পারে।

আরো শিখাই, কিভাবে শিখতে হয়। কারন আমাদের কাছে শিখলেই জীবনের সব শেখা হয়ে যায়না, জীবনের প্রতিটি মুহুর্তে শিখতে হয়।

-

21/06/2025

প্রকাশ করে ব্যর্থ হওয়ার চেয়ে.
নীরবতা'ই সঠিক সিদ্ধান্ত

19/06/2025

অসম্ভব কিছুই নেই, শুধু বিশ্বাস করতে হবে।

16/06/2025

জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না!
নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে।
হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে।

Welcome Dola, please be consistent.
02/06/2025

Welcome Dola, please be consistent.

27/05/2025

"সবচেয়ে বড় সফলতা ধনী হওয়া নয় ,প্রকৃত সাফল্য হলো একটুখানি শান্তি খুঁজে পাওয়া।যেখানে হৃদয় হাসে, মন থাকে হালকা, সেই জীবনই আসল অর্থে সমৃদ্ধ।

26/05/2025

অপেক্ষা অবশ্যই করা উচিত — কিন্তু মানুষের জন্য নয়, বরং সেই সময়ের জন্য যা সত্যিই আমাদের প্রাপ্য। কারণ মানুষ বদলে যায়, সময় আমাদের প্রাপ্তিটা এনে দেয়।

25/05/2025

আমরা যাদের জন্য মন খারাপ করি, তারা অনেক সময় আমাদের অনুপস্থিতিতেই সুখে থাকে। সম্পর্কের সত্যতা তখনই ধরা পড়ে, যখন একপাক্ষিক ভালোবাসা কেবল একপক্ষকেই পোড়ায়।

23/05/2025

আদতেই তাই, বাস্তবতার সামনে দাঁড়ালেই বোঝা যায় কে আপন আর কে পর। কারণ সামনের মানুষটার আচরন তা বুঝিয়ে দেয়।
অনেকাংশে নরম স্বভাবের মানুষ কষ্ট পেয়ে যায় আর যারা শক্ত মনোভাবের মানুষ তাঁরা শুধু মানুষ গুলোকে চিনে রাখে।

21/05/2025

পথ চেনাতেও এখন ভাবতে হয় কে কখন কোথায় আপনার ক্ষতির জন্য বসে থাকবে তা হয়তো আপনিও বুঝতে পারবেন না।
আসলে এমটা হওয়ার কথা ছিলোনা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, মানুষের উপকার করলেন আর সেই মানুষটিই আপনার ক্ষতি করলো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Butterfly Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Butterfly Bangladesh:

Share

About Us

Butterfly Bangladesh একটি ডিজিটাল নন প্রফিট প্রডাকশন হাউজ।

Subscribe Now- youtube.com/butterflybangladesh