বাংলা টাইমস

বাংলা টাইমস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলা টাইমস, Digital creator, Dhaka Gulshan, Dhaka.
(10)

🌐 সব খবর একসাথে, সব সময় আপনাদের জন্য।
📰 দেশ-বিদেশের আপডেট, গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশ্লেষণ।
🔔 ফলো করুন এবং কোনো নিউজ মিস করবেন না।
📌 সত্য, নির্ভুল ও দ্রুত খবরের নিশ্চয়তা।

28/09/2025

আপনি কি জানেন, চীনের মরুভূমির বুকে শুরু হয়েছে সালমন মাছের আধুনিক চাষ? 🐟
চিলিনতাই জলাধারে তৈরি হচ্ছে এমন এক টেকসই প্রকল্প, যা বদলে দিচ্ছে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান আর সবুজ অর্থনীতির ভবিষ্যৎ।

👉 মরুভূমির নীরব প্রান্তরে চীন দেখিয়ে দিচ্ছে—প্রযুক্তি ও পরিশ্রম একসাথে হলে অসম্ভবও সম্ভব হয়।
এটাই আগামী দিনের সবুজ পৃথিবীর পথচলা। 💚✨

#চীন #সালমনচাষ #সবুজপৃথিবী #চিলিনতাই #সবুজভবিষ্যৎ

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Sumon
23/09/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Md Sumon

23/09/2025

জাতিসংঘ সাধারণ অধিবেশনে সবার সামনে গাজার অসহায় শিশু ও নারীদের ছবি তুলে ধরলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এর্দোয়ান।

তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন—👉 ‘২০২৫ সালে এসে কি আমরা এমন বর্বরতাকে নীরবে মেনে নিতে পারি?’

ক্ষুধা, চিকিৎসার অভাব আর ধ্বংসস্তূপে বসবাসরত গাজার মানুষের করুণ বাস্তবতা দেখিয়ে এর্দোয়ান বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান মানবতার পক্ষে দাঁড়াতে।

🌍 এই ঘটনাটি শুধু জাতিসংঘের নয়, বরং আমাদের বিবেকের সামনে এক বড় প্রশ্ন—আমরা কি এখনো নীরব থাকবো?

👉 আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
🔔 আন্তর্জাতিক খবর ও ভাইরাল আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ।

23/09/2025

বন্ধুরা, নিউ ইয়র্কে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা! 🚔
জাতিসংঘের অধিবেশন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যাচ্ছিলেন ফরাসি দূতাবাসে। হঠাৎ করেই নিউ ইয়র্ক পুলিশ তাকে রাস্তা পার হতে দিল না।

কারণ? তখনই যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল মোটরকেড। নিরাপত্তার কারণে পুরো এলাকা ফ্রিজ করে দেওয়া হয়। ম্যাক্রোঁ নিজেও হেসে বললেন—“সব কিছু ট্রাম্পের জন্য বন্ধ হয়ে গেছে!” 😂

এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 🌍✨।
👉 আপনারা কী মনে করেন—এটা কি কাকতাল, নাকি পাওয়ার শো?

📌 আন্তর্জাতিক খবর, ভাইরাল ভিডিও আর ট্রেন্ডিং আপডেট পেতে এখনই আমাদের পেজ Follow করুন 🔔

23/09/2025

যুক্তরাষ্ট্রের ভিসা ফি হঠাৎ বেড়ে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে ভারতীয়দের মধ্যে।
সবচেয়ে বেশি প্রভাব পড়েছে H1-B ভিসায়, যেটি মূলত চাকরি ও পড়াশোনার জন্য সবচেয়ে জনপ্রিয়।

অনেকে বলছেন— এই সিদ্ধান্ত শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্যও বড় ধাক্কা। অনেকেই হয়তো এখন বিকল্প দেশ খুঁজতে বাধ্য হবেন। 🌍

👉 আপনার কী মনে হয়— এই ভিসা ফি বৃদ্ধির ফলে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী-চাকরিপ্রার্থীরা কীভাবে প্রভাবিত হবে?
নিচে কমেন্টে আপনার মতামত জানান। 💬

📌 আরও আন্তর্জাতিক খবর ও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

23/09/2025

আজ জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত ✨।
ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এটি শুধু ফিলিস্তিনি জনগণের নয়, পুরো বিশ্বের জন্যই এক যুগান্তকারী সিদ্ধান্ত 🌍✊।
দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি শান্তি ও ন্যায়ের পথে নতুন আশা জাগালো।

👉 আপনার কী মনে হয়— এই সিদ্ধান্ত ফিলিস্তিনের মুক্তির স্বপ্নকে আরেক ধাপ এগিয়ে নিলো তো?
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। 💬

📌 আমাদের সঙ্গে থাকুন প্রতিদিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে।

Address

Dhaka Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share