Muntasir - মুনতাসির

Muntasir - মুনতাসির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muntasir - মুনতাসির, Digital creator, University of Dhaka, Dhaka.
(2565)

কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
সমন্বয়ক, ঢাকা মহানগর উত্তর
প্রধান তত্ত্বাবধায়ক, বৃহত্তর নোয়াখালী অঞ্চল।
Central Organizer,
National Citizen Party (NCP)
Co-Ordinator, Dhaka City North.

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য তেজগাঁও এলাকায় পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের...
18/09/2025

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বরণে স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য তেজগাঁও এলাকায় পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। উপস্থিত ছিলেন শহীদ জাহিদের সম্মানিত বাবা জাহাঙ্গীর আংকেল, তুলি আপা এবং এনসিপির সহযোদ্ধারা।
শহীদদের স্বরণে মোড়ে মোড়ে স্মৃতি স্তম্ভ হবে।
জুলাইকে আমরা ভুলতে দিবো না, ইনশাআল্লাহ।

এনসিপি মোহাম্মদপুর থানা কমিটি প্রকাশিত হয়েছে আজ, আলহামদুলিল্লাহ। সবাইকে অভিনন্দন।।জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তর...
16/09/2025

এনসিপি মোহাম্মদপুর থানা কমিটি প্রকাশিত হয়েছে আজ, আলহামদুলিল্লাহ। সবাইকে অভিনন্দন।।
জাতীয় নাগরিক পার্টি, ঢাকা মহানগর উত্তরে আমাদের সাথে কাজ করতে চাইলে নাম, পরিচয় সহ ইনবক্সে যোগাযোগ করুন।
ইনকিলাব জিন্দাবাদ।

ভন্ড, চাদাবাজ, সন্ত্রাসীদের রাজনীতি আমরা নাই করে দিবো৷ গণঅভ্যুত্থানের পরে কোন পরিবর্তন হয়নি, এটা ভুল। সবচেয়ে বড় পরিবর্তন...
14/09/2025

ভন্ড, চাদাবাজ, সন্ত্রাসীদের রাজনীতি আমরা নাই করে দিবো৷ গণঅভ্যুত্থানের পরে কোন পরিবর্তন হয়নি, এটা ভুল। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে জনগণের চিন্তা-ভাবনা ও বিচার বিবেচনার। মানুষ এখন সচেতন, নোংরামির জবাব ভোটের মাধ্যমে দিয়ে দিবে৷

মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। রাজনৈতিক দলের কাছে জনমুখী কর্মসূচি এবং জনকল্যাণ মূলক কাজ চায়। অতিরিক্ত শো অফ, বিশাল বিশাল মিছিল আর গলাবাজি, এখন খুব একটা ম্যাটার করছে না!

খুব সম্ভবত বিএনপি সহ প্রত্যেকটা দলই এটা বুঝে গেছে।
ডাকসু হারার পরে ছাত্রদলের অনেকের পজিটিভ মন্তব্য দেখেছি, আত্মসমালোচনা দেখেছি, ভালো কাজ করার আগ্রহ দেখেছি৷ এনসিপি সহ অন্যান্য দলও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে। আবারো কেউ সারাদেশে এবং ক্যাম্পাস গুলাতে সন্ত্রাস আর চাদাবাজির রাজত্ব কায়েম করে ক্ষমতায় যাবে, অথবা ক্ষমতায় গিয়ে এসব করেও টিকে থাকবে, সেই যুগ সম্ভবত শেষ হয়েছে!

সামনে সুদিন আসছে,
বাংলাদেশের সুদিন৷
আমি চাই, আগামীর বাংলাদেশে বিএনপি, এনসিপি, জামাত সহ প্রত্যেকটা দল হবে বাংলাদেশপন্থী এবং জুলাইকে ধারণ করে তারা এগিয়ে যাবে৷।

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর দিন গুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিবো, ইনশাআল্লাহ।

~ মুনতাসির মাহমুদ
কেন্দ্রীয় সংগঠক এবং সমন্বয়ক, ঢাকা মহানগর উত্তর,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এনসিপির কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা। ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টির সা...
14/09/2025

তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এনসিপির কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা। ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টির সাথে কাজ করতে যোগাযোগ করুন আমাদের সাথে।
খুনী হাসিনাকে পরাজিত করেছি,
দেশের নষ্ট রাজনৈতিক সংস্কৃতিকেও পরিবর্তন করবো, ইনশা আল্লাহ।।

জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাজমুল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এনসিপির সহযোদ্ধাদের নিয়ে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্...
12/09/2025

জুলাই গণঅভ্যুত্থানের নেতা নাজমুল হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এনসিপির সহযোদ্ধাদের নিয়ে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের আক্রমণে সে আহত হয়েছিলো। মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করি।

নাজমুল আমার রাজপথের পুরাতন সহযোদ্ধা। ভিন্ন দলের হলেও আমি তাকে খুব পছন্দ করি, আন্তরিক ভাবে ভালোবাসি। খুনী হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা একসাথে বহু মিছিল করেছি। এবং এই কথা নিশ্চিত ভাবে বলা যায়, ফ্যাসিবাদী আমলে সবচেয়ে ত্যাগী ছাত্রনেতাদের মধ্যে নাজমুল প্রথম সারিতে থাকবে। ২০১৯ সালের ডিসেম্বরে ডাকসুতে ছাত্রলীগের কলংকিত হামলায় সে আর ফারাবী মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলো।

অসুস্থতা নিয়েও নাজমুল নেপালে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে গিয়েছিলো। এবং আল্লাহর কী ইচ্ছা, নেপালে গিয়ে আরেকটা গণঅভ্যুত্থানের সাক্ষী হয়ে দেশে ফিরে এসেছে। ওর জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা।

আমরা জুলাই গণঅভ্যুথানের নেতাদের দল-মতের উর্ধ্বে উঠে সম্মান জানাতে চাই। মতামতের ভিন্নতা থাকুক, বিভিন্ন দলের হোক কিন্ত দেশের স্বার্থে জুলাইয়ের মতই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই।

12/09/2025

আমজনতা দলের তারেক ভাই দেখলাম এবি পার্টির ফুয়াদ ভাইকে অপমান করে বিশাল বক্তব্য দিচ্ছে!
কেন ফুয়াদ ভাই বিএনপির সমালোচনা করে যেখানে এবি পার্টির পিছনে ২ জন লোক নাই! ফুয়াদ ভাইয়ের কোন গ্রাউন্ড নাই, লোক নাই, উনি কেন বিএনপির সমালোচনা করবে??

আমি বুঝি না, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এই তারেক ভাই কিভাবে এতটা একপাক্ষিক এবং অন্ধ হয়ে গেলো!
তারেক ভাই কি পাগল হয়ে গেলো??

ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনে মানুষ রাজপথে নেমে আসার অনুপ্রেরণা পেয়েছে। ফুয়াদ ভাই আমাদের এই প্রজন্মের অন্যতম ক্যারিশমাটিক নেতা, যিনি সত্যিকার অর্থে গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠেছেন। উনি বিএনপির অন্যায়ের সমালোচনা করার জন্য লাখ লাখ লোক নিয়ে করা লাগবে কেন?? আপনি যে বিএনপির অন্ধ দালালি করেন, আপনার পিছনে কত লোক আছে? যারা ছিলো, তারাও তো ছেড়ে চলে গেছে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই এই প্রজন্মের নেতা।
ফুয়াদ ভাইয়ের পিছনে লোক আছে কি না সেটা বুঝার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে একটা সুষ্ঠু ভোট আয়োজন করাই যথেষ্ট। আমি নিশ্চিত, বিএনপির যে কোন নেতাকে হারিয়ে ফুয়াদ ভাই বের হয়ে আসবে।

আপনারা এখনো জনগণের ভাষা বুঝতে পারেন নাই। বিএনপির এত জনসমর্থন থাকলে তাদেরকে নির্বাচনে জিতার জন্য ভোট ডাকাতি, চুরি বা অন্য কোন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিতে হবে না। ইলেকশন ফেয়ার হলে কি হতে পারে সেটা আপনারা ডাকসুতে দেখেছেন।

এই প্রজন্ম সত্যিকার পরিবর্তন চায়।
মিথ্যা আশা আর গলাবাজি না।
সবার শুভবুদ্ধির উদয় হোক।।

যারা যারা গুপ্ত বিএনপি'তে যোগ দিতে চান, যোগাযোগ করুন প্রিয় তারেক ভাইয়ের সাথে।
10/09/2025

যারা যারা গুপ্ত বিএনপি'তে যোগ দিতে চান,
যোগাযোগ করুন প্রিয় তারেক ভাইয়ের সাথে।

ডাকসুর কিছুদিন আগে সোহরাব ভাই নিয়ে গিয়েছিলো জহু হলে৷ বহুদিন পর একসাথে পুরাতন সহযোদ্ধা ৪ ভাই, বন্ধু, ব্যাচমেট। SSC-HSC ১১...
10/09/2025

ডাকসুর কিছুদিন আগে সোহরাব ভাই নিয়ে গিয়েছিলো জহু হলে৷ বহুদিন পর একসাথে পুরাতন সহযোদ্ধা ৪ ভাই, বন্ধু, ব্যাচমেট। SSC-HSC ১১-১৩ সেশন। শুধু আমিই ঢাবির না। কিন্ত একসাথে রাজপথে লড়াই করার দীর্ঘ ইতিহাস।

আজকে যে উৎসব মুখর পরিবেশে মারামারি ছাড়া ডাকসু নির্বাচন হলো, সেই প্রেক্ষাপট তৈরীর পিছনে আমাদের অনেক ত্যাগ ও অবদান আছে। নির্বাচিত এবং হেরে যাওয়া সবাইকেই অভিনন্দন, আপনারা সবাই জিতেছেন।

জহু হলের ভাত, ডাল আর ডিম মজা ছিলো।
পেট অর্ধেক ভরে খাইছি, আলহামদুলিল্লাহ।।

10/09/2025

আর কাউকে রাজাকার বইলেন না।
রাজাকার বইলা শেখ হাসিনা পালাইছে। যারে পাকিস্থানী রাজাকার গালি দিছেন, তারে শিক্ষার্থীরা ভোট দিয়ে ভিপি বানাইছে। এটা ২০২৫ সাল। মুক্তিযুদ্ধ নিয়ে চেতনাবাজির দিন শেষ৷ দেশের মানুষকে বিভক্ত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা ছিলো আওয়ামী বয়ান। বাংলাদেশের জনগণ এটাকে ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।
অবশ্যই আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি, এর ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
কিন্ত একাত্তরের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধ ব্যবসা আর প্রতিপক্ষকে রাজাকার বানানোর শাহবাগী বয়ান চলবে না। লাউড এন্ড ক্লিয়ার।।

~ মুনতাসির মাহমুদ
কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ডাকসু হারের পর শুরু হবে আসল রাজনীতি। খেলা  মাত্র শুরু। আমরা আছি, থাকবো।। আগামীর বাংলাদেশ আমাদের।
09/09/2025

ডাকসু হারের পর শুরু হবে আসল রাজনীতি।
খেলা মাত্র শুরু। আমরা আছি, থাকবো।।
আগামীর বাংলাদেশ আমাদের।

09/09/2025

ছাত্রদল তো নতুন করে ছাত্রলীগ হওয়ার চেষ্টা করতেছে। সেই একই পুরাতন স্টাইল, ভয়ের সংস্কৃতি, হুমকি, হামলা!

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir - মুনতাসির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muntasir - মুনতাসির:

Share