14/09/2025
ভন্ড, চাদাবাজ, সন্ত্রাসীদের রাজনীতি আমরা নাই করে দিবো৷ গণঅভ্যুত্থানের পরে কোন পরিবর্তন হয়নি, এটা ভুল। সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে জনগণের চিন্তা-ভাবনা ও বিচার বিবেচনার। মানুষ এখন সচেতন, নোংরামির জবাব ভোটের মাধ্যমে দিয়ে দিবে৷
মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়। রাজনৈতিক দলের কাছে জনমুখী কর্মসূচি এবং জনকল্যাণ মূলক কাজ চায়। অতিরিক্ত শো অফ, বিশাল বিশাল মিছিল আর গলাবাজি, এখন খুব একটা ম্যাটার করছে না!
খুব সম্ভবত বিএনপি সহ প্রত্যেকটা দলই এটা বুঝে গেছে।
ডাকসু হারার পরে ছাত্রদলের অনেকের পজিটিভ মন্তব্য দেখেছি, আত্মসমালোচনা দেখেছি, ভালো কাজ করার আগ্রহ দেখেছি৷ এনসিপি সহ অন্যান্য দলও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে। আবারো কেউ সারাদেশে এবং ক্যাম্পাস গুলাতে সন্ত্রাস আর চাদাবাজির রাজত্ব কায়েম করে ক্ষমতায় যাবে, অথবা ক্ষমতায় গিয়ে এসব করেও টিকে থাকবে, সেই যুগ সম্ভবত শেষ হয়েছে!
সামনে সুদিন আসছে,
বাংলাদেশের সুদিন৷
আমি চাই, আগামীর বাংলাদেশে বিএনপি, এনসিপি, জামাত সহ প্রত্যেকটা দল হবে বাংলাদেশপন্থী এবং জুলাইকে ধারণ করে তারা এগিয়ে যাবে৷।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর দিন গুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিবো, ইনশাআল্লাহ।
~ মুনতাসির মাহমুদ
কেন্দ্রীয় সংগঠক এবং সমন্বয়ক, ঢাকা মহানগর উত্তর,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)