Muntasir - মুনতাসির

Muntasir - মুনতাসির কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি - NCP
প্রধান সমন্বয়ক, ঢাকা মহানগর উত্তর - বৃহত্তর তেজগাঁও অঞ্চল
প্রধান তত্ত্বাবধায়ক, বৃহত্তর নোয়াখালী অঞ্চল
(2571)

ফার্মগেট-তেজগাঁও এলাকার সহযোদ্ধাদের সাথে.. জুলাইকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা জাগ্রত।
22/08/2025

ফার্মগেট-তেজগাঁও এলাকার সহযোদ্ধাদের সাথে..
জুলাইকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সদা জাগ্রত।

15/08/2025

শেখ মুজিব আমাদের জাতির পিতা নন।
মুজিববাদ মুর্দাবাদ।

আহারে রাজনীতি! বিরোধিতার জন্য বিরোধিতা না করে সত্যের পক্ষে থাকুন। ইশরাকের বাসায় জানে আলম অপু কেন?? বাকিদের গ্রেফতার করে ...
14/08/2025

আহারে রাজনীতি!
বিরোধিতার জন্য বিরোধিতা না করে সত্যের পক্ষে থাকুন। ইশরাকের বাসায় জানে আলম অপু কেন??
বাকিদের গ্রেফতার করে ১ দিন পর অপুকে কেন ধরা হলো, ১ দিন সে কোথায় ছিলো??

জাতীয় নাগরিক পার্টি - এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সভা চলছে.. ভালো কিছু সিদ্ধান্ত আসছে, ইনশাআল্লাহ।
13/08/2025

জাতীয় নাগরিক পার্টি - এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সভা চলছে..
ভালো কিছু সিদ্ধান্ত আসছে, ইনশাআল্লাহ।

09/08/2025

রাজাকার কে??
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে আমরা মনে প্রাণে ধারণ করি, ৪৭ এবং তারপর ৭১ থেকেই বাংলাদেশের জন্ম। নিঃসন্দেহে পাকিস্থান ৭১ এ বাংলাদেশের মানুষের সাথে মহা অন্যায় করেছিলো এবং পরাজিত হয়েছিলো। এগুলা ঐতিহাসিক সত্য।

কিন্ত সময় থেমে থাকে নাই। এটা ২০২৫ সাল। দীর্ঘ ১৭ বছরের ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। এই ২৫ সালে এসে আওয়ামী আর শাহবাগী বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বা রাজাকার ট্যাগ দিয়ে বাংলাদেশের মানুষকে আর বিভাজিত করা যাবে না।

আগেই বলেছি, কোন যদি কিন্ত ছাড়া শাহবাগের বিচারিক হত্যাকাণ্ড এবং শাপলার গণহত্যার বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান। সবার আগে বাংলাদেশ। নো পাকিস্থান, নো ইন্ডিয়া, সবার আগে আমার প্রিয় জন্মভূমি, বাংলাদেশ।

এই দেশের স্বার্থে পাকিস্থানে যাওয়া লাগলে যাবো, চীনে যাওয়া লাগলেও যাবো, কোন চেতনাবাজি চলবে না।
সবার আগে জাতীয় স্বার্থ, সবার আগে বাংলাদেশ।

~ মুনতাসির মাহমুদ
কেন্দ্রীয় সংগঠক ও সমন্বয়কারী, ঢাকা মহানগর উত্তর
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি

09/08/2025

মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী নই, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অন্যায় প্রতিষ্ঠা করার যে-ই শাহবাগ, তার বিরোধী।

সবার আগে বাংলাদেশ 🇧🇩💚
08/08/2025

সবার আগে বাংলাদেশ 🇧🇩💚

07/08/2025

তেজগাঁও কলেজের সহযোদ্ধা সুমন এবং রাফসানের উপর ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী স্লোগান।
আশা করি, ছাত্রদলও এসব সন্ত্রাসীদের প্রশ্রয় দিবে না।
সন্ত্রাসীদের ঠিকানা, তেজগাঁও কলেজে হবে না!
চাদাবাজদের ঠিকানা, তেজগাঁওতে হবে না।।

07/08/2025

সরাসরি তেজগাঁও কলেজ থেকে সংবাদ সম্মেলন..

07/08/2025

তেজগাও কলেজে আমাদের সহযোদ্ধা সুমন ও রাফসানের উপর হামলা করেছে ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীরা। তাদেরকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।।

05/08/2025

কোনো যদি ও কিন্ত ছাড়া শাহবাগের বিচারিক হত্যাকাণ্ড এবং শাপলার গণহত্যার বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান। পুনঃতদন্ত ও ন্যায়বিচার চাই।।

৩৬ জুলাই উদযাপন ❤️🇧🇩 খুনী হাসিনা মুক্ত স্বাধীন বাংলাদেশের ১ম বর্ষপূর্তিতে সহযোদ্ধাদের সাথে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
05/08/2025

৩৬ জুলাই উদযাপন ❤️🇧🇩
খুনী হাসিনা মুক্ত স্বাধীন বাংলাদেশের ১ম বর্ষপূর্তিতে সহযোদ্ধাদের সাথে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

Address

University Of Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntasir - মুনতাসির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muntasir - মুনতাসির:

Share