Dulal Molla

Dulal Molla "Freelancer - DULAL" আপনার পরিশ্রম এবং স্বপ্ন আপনাকে বহুদূর নিয়ে যাবে!
(1)

(WordPress Website Design and Development & Digital marketing expert) | Empowering People & Branding with Digital Solution & Mentorship

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছো...
03/08/2025

বাচ্চার দুষ্টুমিতে এলোমেলো হয়ে যাওয়া ঘর দেখে আজ কি বিরক্ত হচ্ছেন? খেলনা ছড়িয়ে আছে, দেওয়ালে রঙের দাগ, প্রতিটি কোণজুড়ে ছোট্ট পায়ের দৌড়ঝাঁপ… সব যেন অগোছালো!

কিন্তু জানেন কি? এই এলোমেলো ঘর একদিন ঠিকই সাজানো-গোছানো, পরিপাটি হয়ে যাবে।
তবে সেই ঘরে থাকবে না খিলখিল করে হেসে ওঠা শিশুর কণ্ঠস্বর, থাকবে না ছোট্ট পায়ের টুপটাপ শব্দ, খেলনার টুংটাং আওয়াজ কিংবা ঠোঁট ফুলিয়ে কান্নার সুর।

হয়তো তখন আপনার ঘর থাকবে, কিন্তু আপনার সোনামণি তার শৈশব পেরিয়ে বড় হয়ে গেছে। তার একটি নিজস্ব জগৎ তৈরি হয়েছে, যেখানে "আম্মু", "আব্বু" বলে আপনাকে বারবার ডাক দেয়ার সময় নেই।
সে এখন আপনাকে আর বিরক্ত করে না, খাবার নিয়ে পেছনে ছুটতে হয় না, অসুখে আর রাত জাগতে হয় না।
শুধু পড়ে থাকে কিছু মধুর স্মৃতি, শৈশবের কোমলতায় গড়া কিছু মুহূর্ত।

সন্তান—আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত।
বিশ্বাস না হলে, একবার তাকান সেই মানুষটির দিকে যার কোল খালি। বুঝে যাবেন, আজ আপনার কাছে যা বিরক্তিকর মনে হচ্ছে, তা কারো কাছে অপ্রাপ্তির যন্ত্রণা।

তাই বলছি, আপনার শিশু সন্তানের দুষ্টুমিগুলোকে বিরক্তির নয়, বরং আনন্দের চোখে দেখুন। পারলে তার সঙ্গে খেলায় যোগ দিন, একসাথে মজা করুন। কারণ সময় একদিন পেরিয়ে যাবে—থেকে যাবে শুধু স্মৃতি।

আরেকটা কথা মনে রাখবেন—
শিশুদের সান্নিধ্য পৃথিবীর সবচেয়ে প্রশান্তিদায়ক অনুভূতি।
আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, সন্তানকে কাছে পেলে অন্তর নরম হয়ে যায়, একটা স্বস্তি কাজ করে—যা আপনি দূর থেকে কখনোই পাবেন না।

আজ রিজিকের খোঁজে অনেকে সন্তানদের থেকে দূরে চলে যাচ্ছেন। মনে রাখুন, রিজিক তো আল্লাহই দেন। কাছ থেকে পরিশ্রম করলেও বরকত পাওয়া যায়। আর সন্তানরাও তখন ভালোভাবে মানুষ হয়ে ওঠে। তাদের মূল্যবোধ, আদব-কায়দা, চরিত্র—সবকিছু গড়ে ওঠে আপনার সান্নিধ্যে।

অন্যথায়, যদি আপনি দায়িত্ব ফেলে দূরে থাকেন, সন্তান মানুষ না হলে একদিন তার জন্য আপনাকেই সারাজীবন ভুগতে হবে।

তাই বলছি, কষ্ট হলেও সন্তানের পাশে থাকুন। সময় দিন, শিক্ষা দিন, ভালোবাসা দিন। এই সময় আর কখনো ফিরে আসবে না।

01/08/2025
🔰 আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং সার্ভিস থেকে শুরু করে সেলস গ্রোথ আর বিজনেস ডেভেলপমেন্ট এর সকল সার্ভিস পেয়ে যাবেন ...
31/07/2025

🔰 আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল মার্কেটিং সার্ভিস থেকে শুরু করে সেলস গ্রোথ আর বিজনেস ডেভেলপমেন্ট এর সকল সার্ভিস পেয়ে যাবেন একটি ক্লিকে।

📌আমাদের সার্ভিস সমূহঃ

✅ প্রফেশনাল পেইজ সেটআপ।
✅ ফেসবুক মার্কেটিং ও বিজনেস কনসালটেন্সি।ন
✅ ফেসবুক এড ক্যাম্পেইন।
✅ ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট।
✅ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন।
✅ লগো ডিজাইন।
✅ কাভার ডিজাইন।
✅ ভিডিও এডিটিং।
✅ কন্টেন্ট রাইটিং।
✅ প্রফেশনাল ভয়েজ ওভার (মেইল/ফিফেইল)

🔰 বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বরে সরাসরি কল করুন অথবা আমাদের পেইজে ইনবক্স করুন !

📞 01829-525426 (Phone & WhatsApp)

📌 বিস্তারিত জানতে কিংবা সার্ভিস নিতে Send Message এ ক্লিক করুন।

😡Freelancer Subodh😡 নামের এই বাটপার আমার ভিডিও ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে, দয়া করে কেউ কোন প্রকার লেনদেন ও কাজ করব...
31/07/2025

😡Freelancer Subodh😡 নামের এই বাটপার আমার ভিডিও ব্যবহার করে প্রতারণা করে যাচ্ছে, দয়া করে কেউ কোন প্রকার লেনদেন ও কাজ করবেন না!

✅ Main Topics of Digital Marketing1. Search Engine Optimization (SEO)On-page SEO (keywords, meta tags, headings)Off-page...
19/07/2025

✅ Main Topics of Digital Marketing

1. Search Engine Optimization (SEO)

On-page SEO (keywords, meta tags, headings)

Off-page SEO (backlinks, guest posting)

Technical SEO (site speed, mobile-friendly, indexing)

Local SEO (Google Business Profile, maps)

2. Search Engine Marketing (SEM) / PPC

Google Ads (Search, Display, Shopping)

Bing Ads

Keyword research and bidding

Ad copywriting

Campaign tracking & optimization

3. Social Media Marketing (SMM)

Organic marketing (posts, reels, stories)

Paid social ads (Facebook, Instagram, TikTok, LinkedIn)

Content strategy and calendar

Influencer marketing

4. Content Marketing

Blog writing

Video content

Infographics, eBooks, case studies

Storytelling and value-driven content

5. Email Marketing

List building

Email automation & funnels

Newsletters

Cold email campaigns

6. Affiliate Marketing

Partnering with affiliates/influencers

Commission-based sales

Affiliate networks (ClickBank, ShareASale, Amazon)

7. Mobile Marketing

SMS marketing

App-based ads

Push notifications

8. Web Analytics & Data

Google Analytics

Facebook Pixel & Meta Business Suite

Conversion tracking

KPI measurement and reporting

9. Ecommerce Marketing

Shopify, WooCommerce store marketing

Conversion Rate Optimization (CRO)

Product SEO

Cart abandonment recovery

10. Marketing Automation

Email automation (Mailchimp, ActiveCampaign)

CRM integrations (HubSpot, Zoho)

Chatbots & auto-responders (ManyChat)

11. Online Reputation Management (ORM)

Review monitoring (Google, Facebook)

Handling negative feedback

Building positive brand image

12. Influencer & Personal Branding

কিছু স্বপ্নবাজ - Digital Marketing Live Class
19/07/2025

কিছু স্বপ্নবাজ - Digital Marketing Live Class

Address

Rupgonj, Narayanganj
Dhaka
1720

Alerts

Be the first to know and let us send you an email when Dulal Molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dulal Molla:

Share