আইটি ভাই

আইটি ভাই Tech Support || Recover Zone

* মনিটাইজেশন পলিসি নিয়ে যাদের ঝামেলা হচ্ছে তাদের জন্য টিপস,অন্যের ভিডিও বা নিজের ভিডিওতে অন্যে কারো মিউজিক(রিলসে যেগুলো ...
05/07/2024

* মনিটাইজেশন পলিসি নিয়ে যাদের ঝামেলা হচ্ছে তাদের জন্য টিপস,

অন্যের ভিডিও বা নিজের ভিডিওতে অন্যে কারো মিউজিক(রিলসে যেগুলো থাকে) এসব জাতীয় ভিডিও আপলোড বন্ধ করেন বাকি যেগুলো আপলোড করেছেন সেগুলো ডিলেট করেন।

নিজের করা ভিডিও আপলোড করেন। অন্যের সাউন্ড মিউজিক ব্যবহার করবেন না। নিজের মুখটা ক্যামেরার সামনে রেখে সপ্তাহে দুই তিনটা নিয়মিত লাইভ করেন।

আরো সমাধান পেতে চাইলে ইনবক্স যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ্। হেল্প করার চেষ্টা করবো।

- মুহাম্মদ (সোস্যাল মিডিয়া এক্সপার্ট)

23/05/2024

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।
সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে ও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এর আগেও আমরা অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, বুবলি, মিশু, সিমরিন লুবাবাসহ অনেকেরই ইস্যু নিয়ে সাইবার বুলিং না করার জন্য বলেছি।
একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভূবন গড়তে সহায়তা করবে।

সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে।
সংস্কৃতি কর্মী বা সাধারন ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

CTTC,DMP

23/12/2023

ফেসবুক আইডিগুলো সিকিউর রাখতে নিজের জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ফেসবুকে হাইড করে রাখুন।

আইটি ভাই - It Bhai

06/12/2023

যাদের ফেইসবুক এবং ইন্সটাগ্রাম এড করা আছে তারা আনলিংকড করে দিন। ফেইসবুকের ত্রুটি এর কারনে ইন্সটাগ্রাম এর ভাইওলেন্স(সম্ভবত ফ|ল|স্তিন ইস্যুর জন্য) দেখিয়ে ফেইসবুক একাউন্ড ডিসেবল হয়ে যাচ্ছে।

28/11/2023

ফিশিং লিংকগুলোর কারণে এখনো আইডি হ্যাকড হচ্ছে।
সাবধান হোন।

⛔আপনার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে এরকম স্প্যাম মেসেজ আসতে পারে।প্রলোভন দেখিয়ে হ্যাক করে নিতে পারে আপনার সোসাল মিডিয়াসহ ব্য...
26/11/2023

⛔আপনার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপে এরকম স্প্যাম মেসেজ আসতে পারে।
প্রলোভন দেখিয়ে হ্যাক করে নিতে পারে আপনার সোসাল মিডিয়াসহ ব্যক্তিগত গুরত্বপূর্ণ তথ্য। তাই অনাকাঙ্ক্ষিত মেসেজগুলোকে এড়িয়ে চলুন।
সাবধান এবং নিরাপদ থাকুন।

আলহামদুলিল্লাহ! হুজুর বিদ্বেষীদের একটি কনটেন্ট ফেসবুক থেকে অপসারণ করা হলো।লিংক কমেন্টে...ধন্যবাদIT BHAI
20/11/2023

আলহামদুলিল্লাহ! হুজুর বিদ্বেষীদের একটি কনটেন্ট ফেসবুক থেকে অপসারণ করা হলো।
লিংক কমেন্টে...

ধন্যবাদ
IT BHAI

19/11/2023

Congratulations Team Australia🎉

🎯ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচতে⬇️🚫সকল প্রকার লিংকে প্রবেশ থেকে বিরত থাকুন✅ টু ফ্যাক্টর চালু করুন✅ জিমেইল যুক্ত করুনধন্যবা...
18/11/2023

🎯ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচতে⬇️

🚫সকল প্রকার লিংকে প্রবেশ থেকে বিরত থাকুন
✅ টু ফ্যাক্টর চালু করুন
✅ জিমেইল যুক্ত করুন

ধন্যবাদ
আইটি ভাই - It Bhai

ইদানিং অনেকেরই  #ফেসবুক  #হ্যাক হওয়ার ঘটনা হচ্ছে। তাই মেসেঞ্জারে পাওয়া কোনো প্রকার লিংকে ক্লিক করবেন না এবং ফেসবুক একাউন...
18/11/2023

ইদানিং অনেকেরই #ফেসবুক #হ্যাক হওয়ার ঘটনা হচ্ছে। তাই মেসেঞ্জারে পাওয়া কোনো প্রকার লিংকে ক্লিক করবেন না এবং ফেসবুক একাউন্টে জিমেইল যুক্ত করে রাখুন।

ধন্যবাদ
আইটি ভাই - It Bhai

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when আইটি ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share