Fatema Bushra

Fatema Bushra Enjoy the photos and videos. Hope you will like them �

প্রাকৃতিক সম্পদ পানি, এটাও যদি আমাদের গরীব শ্রমজীবী মানুষদেরকে টাকার বিনিময়ে কিনে খেতে হয় তাহলে আমরা দেশ হিসেবে  কিভাব...
21/04/2025

প্রাকৃতিক সম্পদ পানি, এটাও যদি আমাদের গরীব শ্রমজীবী মানুষদেরকে টাকার বিনিময়ে কিনে খেতে হয় তাহলে আমরা দেশ হিসেবে কিভাবে স্বচ্ছল হবো আর কিভাবেই বা আমরা জাতি হিসেবে নিজেদের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো?
আপনারাও আমাদের সাথে যোগদান করুন, সহযোগী হিসেবে নয় অংশীদার হিসেবে। কেননা, প্রাকৃতিক সম্পদের অধিকারী আমরা সবাই।

দেশ যেমন কারো বাবার সম্পত্তি না, তেমন কারো স্বামীর সম্পত্তি ও না , না করো ধর্মীয় সম্পত্তি। এ দেশ জনগণের বাংলার মানুষ এর...
06/08/2024

দেশ যেমন কারো বাবার সম্পত্তি না, তেমন কারো স্বামীর সম্পত্তি ও না , না করো ধর্মীয় সম্পত্তি। এ দেশ জনগণের বাংলার মানুষ এর। এত শত শিক্ষার্থীদের জীবনের বিনিময় আমরা আবার দেশ কি স্বৈরাচারী সরকার এর হাত থেকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। আরো এক স্বৈরাচারী সরকার এর হাতে তুলে দেওয়ার জন্য না । রাস্তায় বের হলেই দেখি নানা রাজনৈতিক সমর্থন কারী দের মিছিল । নানা রাজনৈতিক নেতাদের জোর পূর্বক কাউন্সিলর অফিস দখল করা । ধর্মীয় স্থান ভাঙচুর করা । 😡😡😡 থানায় থানায় গিয়ে আক্রমণ করা । এটা সত্যি যে পুলিশ কর্মকর্তারা সাধারণ জনগণ এর উপর আক্রমণ করেছে , তার জন্য পুলিশ প্রশাসন এর উচ্চপদস্থ কর্মকর্তাদের যেমন ডিবি হারুন এবং হারুনের মতো সকল কর্মকর্তা দের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ ঠিক তেমনি ভাবে যারা নিম্ন পদস্থ কর্মচারী তাদের উপর অত্যাচার করা বন্ধ করা উচিৎ কারণ তারা দেশের সুরক্ষক, এবং তারা বাধ্য ছিল উচ্চপদস্থ কর্মকর্তাদের আদেশ পালন করার জন্য, পুলিশ প্রশাসন ছাড়া দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, প্রভাবশালীদের গরিবদের উপর অত্যাচার বৃদ্ধি পাবে, এই জন্য আমাদের আইন প্রশাসন এর দরকার, যেই প্রশাসন কোনো স্বৈরাচারের পক্ষপাতিত্ব করবে না, তারা কাজ করবে ন্যায় এর পক্ষে। যত সমস্যা সৃষ্টিকারী সব উচ্চপদস্থ কর্মী, তাদের শাস্তি বাধ্য করা হোক। যা হবে জনগণের সম্মতিতে হবে, এবং এখানে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার কার্যকর হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দেশে যে বিশৃংখলার সৃষ্টি করছেন
এ অধিকার আপনাদের কে দিয়েছে ?? আপনারা নির্বাচিত হন নি এখনো এতেই আপনাদের যে রূপ আমরা দেখতে পাচ্ছি তার দ্বারাই প্রকাশ পাচ্ছে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন বা কি কি করতে পারেন । সঠিক ভোট এর মাধ্যমে জনগণের মতামত এর মাধ্যমে সুষ্ঠ নির্বাচন এর পর সরকার নির্ধারণ করা হবে । এভাবেই তৈরি হবে গণতান্ত্রিক রাষ্ট্রের। আর ইনশাআল্লাহ তাই হবে । আপনারা ভুলে যাবেন না স্বৈরাচারী সরকার কে যদি ছাত্র সমাজ ১৫ দিনে দেশ ছাড়া করতে সক্ষম হয় । আপনাদের মত বিশৃঙ্খলা সৃষ্টি কারীকে দেশ ছাড়া করতে ১৫ মিনিট লাগবে না । সাবধান হয়ে যান। দেশের জনগণের অধিকার সরকার নির্বাচন করার গণতান্ত্রিক ভাবে। তাদের কাজ তাদের করতে দেন । 😒😒😒😒 আপনাদের জন্য আওয়ামীলীগ এর, ছাত্রলীগ এর লুকাইতো কর্মীরা দেশে অনিষ্ঠা সৃষ্টি করার সুযোগ পাচ্ছে। আজ জানলাম অনেক আওয়ামীলীগ এর হিন্দু কর্মীরাই তাদের মন্দির ভাঙচুর করে মুসলিম দের নাম দিয়ে , আমাদের একতা ভাঙার চেষ্টা করে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ কোনো ধর্মের বিপক্ষে ছিলাম না আমাদের আন্দোলন ছিল স্বৈরাচার এর বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমার সবার কাছে অনুরোধ কেও বিভ্রান্তিতে পরে ভুল কাজে লিপ্ত হবেন না , আর যারা এ জাতীয় অনিষ্ঠ করছে তাদের কঠোর শাস্তি প্রদান করা হোক। সকলের রুখে দাঁড়ানো উচিৎ নিজ নিজ এলাকায় নিজের পারা প্রতিবেশীদের বিপদে, এখন সে যেই ধর্মেরই হোক না কেনো, সকলের একে অপরের পাশে দাঁড়ানো উচিৎ।

স্বাধীনতা তো এনেছি, এবার আনা বাকি সভ্যতা । যখন ছাত্র সমাজ নির্ভীক ভাবে দেশের জন্য লড়াই করেছে , তখন যারা ঘরে বসে ছিল তার...
05/08/2024

স্বাধীনতা তো এনেছি, এবার আনা বাকি সভ্যতা ।
যখন ছাত্র সমাজ নির্ভীক ভাবে দেশের জন্য লড়াই করেছে , তখন যারা ঘরে বসে ছিল তারা আজ পথে নেমে এসেছে। কি দারুন কি দারুন।
দেশে ভাঙচুর করা শুরু । লুটপাট
চালু । না না রাজনৈতিক দলের লোকেরা পথে নেমে এ সকল অপকর্ম শুরু করে দিয়েছে। ইন্টারন্যাশাল খবরে নাম খারাপ হচ্ছে বাঙালিদের, ছাত্রসমাজের। এটা কি কেও ভেবে দেখেছি । আজ খুশির দিন আমরা স্বৈরাচারীর সরকার এর হাত থেকে মুক্তি লাভ করেছি । তবে আমাদের কালকের ভবিষ্যত কি, তার নিশ্চয়তা কি এখনো লাভ করতে পেরেছি আমরা?? কোথাও কোথাও শুনা যাচ্ছে হিন্দুদের উপর আক্রমণ চালানো হচ্ছে , কোথাও কোথাও সাধারণ জনগণের উপর অত্যাচার করা হচ্ছে । আমাদের স্বপ্ন একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ গড়ার। দেশের সম্পদ নষ্ট করাটা বোকামি , কারণ তা আমাদের টাকা দিয়েই তৈরি। আমাদের একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিৎ । যারা শহীদ হয়েছে , যারা নিজের জীবন ঝুঁকি নিয়ে পথে নেমেছিল তারা ধর্মের জন্য বা কোন রাজনৈতি দলের জন্য পথে নামে নাই , তারা নেমেছিল ন্যায্য বিচার এর দাবি তে , মানুষের উপর হওয়া নির্যাতন এর বিরুদ্ধে সুষ্ঠ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে । যেখানে ধর্মবাদ, জতিবাদ, রাষ্ট্রবাদ এ সব কিছু ছিল না ।
বাংলার মানুষদের কাছে অনুরোধ , এত শহীদের রক্তে পাওয়া আমাদের স্বাধীনতা , বাক স্বাধীনতা যাতে বৃথা না যায় । আমাদের বাংলার মাটি ও মাটির মানুষ এর প্রতি যে টান প্রকাশ পেয়েছে , তা যেন কোনো ভাবে ভেঙ্গে না যায় । এটা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ নাগরিক শক্তি কি তা আমাদের দেশের ছাত্রসমাজ সারা বিশ্ববাসী কে দেখিয়ে দিয়েছে । তাই আমাদের মাঝে একতা থাকা উচিৎ ।

22/06/2024

আত্মবিশ্বাস:-
মানুষের আত্মবিশ্বাস যেভাবে মানুষকে সাফল্যের চূড়ায় পৌছাতে সাহায্য করে , তেমনি তাদের অধঃপতন এর কারণ ও হয়ে দাঁড়ায়।
মানুষের সাফল্যের আসল চাবিকাঠি কোথায়?🤔
** আসলে আমরা মানুষেরা সামাজিক জীব, সমাজে থেকে কিছু করে নিজেকে গড়ে তুলতে হলে , সবার আগে আমাদের সমাজের মানুষদের নিয়ে ভাবতে হবে। তাদের সাহায্য করে , তাদের ভালো করার মাধ্যমে আমরা আমাদের সফলতা ফিরে পেতে পারি।
মানুষের প্রধান ধর্মই হচ্ছে নিজের মধ্যে মনুষত্ব গড়ে তোলা।
একজন মানুষ জেই পথ টাই বেছে নিকনা কেনো, তা অন্যের উপকারে না আসলে, তার কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব না।
যেমন ধরুন, একজন চিকিসকের সফলতা কোথায়?
** একজন রোগীর সঠিক চিকৎসা প্রদানে।
একজন শিক্ষকের সফলতা, তাঁর হাজারটা শিক্ষার্থীদের শিক্ষিত করে তোলার মাধ্যমে।
দেশের আইনজীবিদের সফলতা,দেশের অপরাধ দমনের মাধ্যমে।
একজন বিচারকের সফলতা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে, যাতে কারো প্রতি অবিচার না হয়।
একজন সরকারের সফলতা, দেশকে সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা করার মাধ্যমে।
এমনকি একজন বাবা-মার সফলতা তাদের সন্তানকে একজন সৎ ও ন্যায়বান মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে।

আমরা কি আসলেই শোভ্য জাতী হিসেবে নিজেদের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি ?? 🥺🥺নাকি মানুষ রুপী মুখোশ পরিধান করে শুধু নিজেদের স্বার্থের পিছনে ছুটে বেড়াচ্ছি। 😶😑😑

ধর্মবাদ, জাতিবাদ, রাষ্ট্রবাদ, গোষ্ঠিবাদ, রক্তবাদ এসবের নামে আমরা দাঙ্গা ফ্যাসাদ করতেই ব্যস্ত সবাই ।😢😞
আমরা এই সবকিছুর উপর ভিত্তি করে এটাই ভুলতে বসেছি যে সবার আগে আমরা মানুষজাতি। একই রক্ত, মাংস, হাড়ে গড়া আমরা সবাই। সামান্য ক্ষমতার লোভে আমরা আমাদের অস্থিত্ব ধ্বংস করতে ব্যস্ত। আমরা সবাই যে জেই ধর্মেরই হইনা কেন, এক আদম (আ:) থেকেই আমাদের জন্ম।
এইসব দাঙ্গা ফ্যাসাদ না করে , একে অন্যের ক্ষতি না করে, একজন মানুষ হিসেবে একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে বন্ধু হিসেবেও তো বেঁচে থাকা সম্ভব।🥹🥹❤️❤️❤️

20/05/2024

Obhijog song coverd by me and my brother aftab🥰🥰🥰

22/10/2023





আজ থিকে এই সব খাওয়া বাদ দিলাম। ❌❌❌❌❌

Rules for successful life 🥰❤️“However difficult life may seem, there is always something you can do and succeed at.” – S...
18/07/2023

Rules for successful life 🥰❤️

“However difficult life may seem, there is always something you can do and succeed at.”
– Stephen Hawking.....😊🥰🥰❤️

Friends forever 🥰❤️❤️😘😘
17/07/2023

Friends forever 🥰❤️❤️😘😘

28/06/2023

May Allah accept our sacrifices and let us not forget the needy ones during this Eid, Ameen! Eid Mubarak to all my lovely friends ❤️❤️❤️💕💕💕
Everyone

তুমি বরং আকাশ হওমেঘ ভাসানোর বেলা, আমি না হয় গধূলি হবো নিছক সন্ধ্যাবেলা❤️❤️❤️🥰🥰🌹🌹 (মনের মানুষ)
17/06/2023

তুমি বরং আকাশ হও
মেঘ ভাসানোর বেলা, আমি না হয় গধূলি হবো নিছক সন্ধ্যাবেলা❤️❤️❤️🥰🥰🌹🌹 (মনের মানুষ)

Yam yam yam 🥰🥰🥰🥰🥰🥰🥰ভালোবাসার আরেক নাম খাওয়া দাওয়া🍜🍜🍲 😍😍❤️❤️❤️
14/06/2023

Yam yam yam 🥰🥰🥰🥰🥰🥰🥰ভালোবাসার আরেক নাম খাওয়া দাওয়া🍜🍜🍲 😍😍❤️❤️❤️

Address

Dhaka

Telephone

+8801616004389

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Bushra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share