22/06/2024
আত্মবিশ্বাস:-
মানুষের আত্মবিশ্বাস যেভাবে মানুষকে সাফল্যের চূড়ায় পৌছাতে সাহায্য করে , তেমনি তাদের অধঃপতন এর কারণ ও হয়ে দাঁড়ায়।
মানুষের সাফল্যের আসল চাবিকাঠি কোথায়?🤔
** আসলে আমরা মানুষেরা সামাজিক জীব, সমাজে থেকে কিছু করে নিজেকে গড়ে তুলতে হলে , সবার আগে আমাদের সমাজের মানুষদের নিয়ে ভাবতে হবে। তাদের সাহায্য করে , তাদের ভালো করার মাধ্যমে আমরা আমাদের সফলতা ফিরে পেতে পারি।
মানুষের প্রধান ধর্মই হচ্ছে নিজের মধ্যে মনুষত্ব গড়ে তোলা।
একজন মানুষ জেই পথ টাই বেছে নিকনা কেনো, তা অন্যের উপকারে না আসলে, তার কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব না।
যেমন ধরুন, একজন চিকিসকের সফলতা কোথায়?
** একজন রোগীর সঠিক চিকৎসা প্রদানে।
একজন শিক্ষকের সফলতা, তাঁর হাজারটা শিক্ষার্থীদের শিক্ষিত করে তোলার মাধ্যমে।
দেশের আইনজীবিদের সফলতা,দেশের অপরাধ দমনের মাধ্যমে।
একজন বিচারকের সফলতা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমে, যাতে কারো প্রতি অবিচার না হয়।
একজন সরকারের সফলতা, দেশকে সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা করার মাধ্যমে।
এমনকি একজন বাবা-মার সফলতা তাদের সন্তানকে একজন সৎ ও ন্যায়বান মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে।
আমরা কি আসলেই শোভ্য জাতী হিসেবে নিজেদের সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি ?? 🥺🥺নাকি মানুষ রুপী মুখোশ পরিধান করে শুধু নিজেদের স্বার্থের পিছনে ছুটে বেড়াচ্ছি। 😶😑😑
ধর্মবাদ, জাতিবাদ, রাষ্ট্রবাদ, গোষ্ঠিবাদ, রক্তবাদ এসবের নামে আমরা দাঙ্গা ফ্যাসাদ করতেই ব্যস্ত সবাই ।😢😞
আমরা এই সবকিছুর উপর ভিত্তি করে এটাই ভুলতে বসেছি যে সবার আগে আমরা মানুষজাতি। একই রক্ত, মাংস, হাড়ে গড়া আমরা সবাই। সামান্য ক্ষমতার লোভে আমরা আমাদের অস্থিত্ব ধ্বংস করতে ব্যস্ত। আমরা সবাই যে জেই ধর্মেরই হইনা কেন, এক আদম (আ:) থেকেই আমাদের জন্ম।
এইসব দাঙ্গা ফ্যাসাদ না করে , একে অন্যের ক্ষতি না করে, একজন মানুষ হিসেবে একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে বন্ধু হিসেবেও তো বেঁচে থাকা সম্ভব।🥹🥹❤️❤️❤️