জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা

জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা طلب العلم فريضة على كل مسلم

আলহামদুলিল্লাহ! আজ ১৭ রমজান। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও সম্মানিত ...
18/03/2025

আলহামদুলিল্লাহ! আজ ১৭ রমজান। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও সম্মানিত বদরী সদস্য, হিতাকাঙ্ক্ষী ও অভিভাবকদের সম্মানে একটি আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যেখানে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস দা. বা.। শাইখুল হাদিস, জমিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ ও সভাপতি, অত্র মাদরাসা। এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সকলের নিকট দোয়ার মোহতাজ, আল্লাহ তায়া’লা যেন এই মাদরাসার সমস্ত প্রয়োজন পূরণ করে দেন।

আলহামদুলিল্লাহ গত ২৯ নভেম্বর জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা এর তাফসীরুল কুরআন মাহফিল সুন্দর ভাবে সম্...
01/12/2024

আলহামদুলিল্লাহ গত ২৯ নভেম্বর জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা এর তাফসীরুল কুরআন মাহফিল সুন্দর ভাবে সম্পন্ন হয়। বৃহত্তম এই মাহফিলে উপস্থিত ছিলেন 'আওলাদে রাসুল সাঃ' সহ বিশেষ বিশেষ সুনামধন্য আলেম উলামা। আপনাদের দোয়ার বরকতে আমাদের প্রতিষ্ঠান এভাবেই সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে বছরের পর বছর । আমরা শুধু আপনাদের দোয়া প্রত্যাশা করি সবসময়।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।

15/09/2024
31/03/2024

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ ، وَشُكْرِكَ ، وَحُسْنِ عِبَادَتِكَ،

উচ্চারণ:

'আল্লাহুম্মা আ'ঈন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।'

অর্থ :

'হে আল্লাহ! আমাকে তোমার জিকির ও শোকর আদায় করার তাওফিক দাও এবং উত্তমরূপে তোমার ইবাদত করার তাওফিক দান কর।'

24/01/2024

দিলে যার প্রেমের হয় আবাদ মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ।

সুবহানাল্লাহ!
15/01/2024

সুবহানাল্লাহ!

13/01/2024

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার দোয়া।
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা অনুবাদঃ
আর যদি আল্লাহ তোমাকে কোন কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
(সূরাঃ আল আনআম, আয়াতঃ ১৭)

এভাবে কখনো ভেবেছেন?
11/01/2024

এভাবে কখনো ভেবেছেন?

শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।(সূরাঃ ইয়াসীন)এবং এ কারণে যে, কেয়ামত অবশ্যম্ভাব...
10/01/2024

শিংগায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে।
(সূরাঃ ইয়াসীন)

এবং এ কারণে যে, কেয়ামত অবশ্যম্ভাবী, এতে সন্দেহ নেই এবং এ কারণে যে, কবরে যারা আছে, আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন।
(সূরাঃ হাজ্জ্ব, আয়াতঃ ৭)

05/01/2024

মাদরাসার ছোট বাচ্চাদের কণ্ঠে মিষ্টি গজল।

রাতের উহুদ পাহাড় ❤️
05/01/2024

রাতের উহুদ পাহাড় ❤️

Address

Uttor Bishil, Shah Ali, Mirpur/1
Dhaka

Telephone

+8801701301583

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসা:

Share

Category