26/12/2023
=জমির দলীলে ভুল হলে যা করণীয়=
জমির দলীলে ভুল হলে সংশোধনের ৩ টি উপায়
(১)=যদি দলীলে ছোট ভুল থাকে যেমন আকার,উকার,এরকম ছোট কোনো ভুল থাকে যা মালিকানা স্বত্বে কোনো সমস্যা করবেনা তাহলে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার বরাবর একটা আবেদন করবেন
তারপর তিনি এরকম ছোটখাটো ভুল সংশোধন করে দিবেন।
(২)=ভ্রম সংশোধন দলীল করতে হবে=যদি দলীলে বড়ো কোনো ভুল যেমন দাগ নম্বর ভুল,খতিয়ান নম্বর ভুল এরকম ভুল হলে দলীল দাতা ও গ্রহিতা উভয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে নতুন আরেকটি দলীলের মাধ্যমে আগের দলীলের রেফারেন্স উল্লেখ করে ভ্রম সংশোধন দলীলের মাধ্যমে পূর্বের দলীলের ভুল সংশোধন করবে।
(৩)=মামলা করার মাধ্যমে = যদি ভুলকৃত দলীল দাতা মারা যান যার কারনে ভ্রম সংশোধন দলীল করা যায়না বা তার উত্তরসুরীরাও ভুল সংশোধন করে দেয়না
অথবা দলীল দাতা জীবিত থাকা সত্ত্বেও ভুল সংশোধন করে দিতে রাজি না হয়
তাহলে...
দলীল সংশোধন করার জন্য "সুনির্দিষ্ট প্রতিকার আইন" ১৮৭৭ এর ৩১ দারা অনুযায়ী একটা মামলা করতে হবে
এটা বৃটিশদের প্রণিত আইন।
তারপর কোর্টের রায় পাওয়ার পর তা দিয়ে সাব রেজিস্ট্রারের মাধ্যমে দলীল সংশোধন করতে হবে। অথবা সাব রেজিস্ট্রারের অফিসের ভলিউমের মাধ্যমে সংশোধিত করতে হবে।
বিঃদ্রঃ = দলীলের ভুল জানার পর ৩ বছরের মধ্যে দলীলের ভুল সংশোধন করতে হবে।
এবং জমির সকল কাগজপত্র সংগ্রহে রাখতে হবে।