Mirza Shakil

Mirza Shakil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirza Shakil, Digital creator, Dhaka.

22/01/2024

*স্মাট বাংলাদেশ বিনির্মানে সেন্ট্রাল প্লাটফর্মের গুরুত্ব এবং ভূমিকা*

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি তৈরি করার জন্য প্রথম পদক্ষেপ হলো ডাটা ইন্টিগ্রেশন। সকল ডাটাসেটগুলোকে একীভূত করা হলে নাগরিকদের সকল তথ্য এক জায়গায় পাওয়া সম্ভব হবে এবং সিটিজেন কেন্দ্রিক সেবাগুলো স্মার্টলি প্রদান করা সম্ভব হবে। ফলস্রুতিতে গর্ভার্নমেন্টের পরিচালনা স্মার্ট হবে এবং বর্তমান সোসাইটি স্মার্ট সোসাইটিতে রুপান্তরিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভার্নমেন্ট ও স্মার্ট সোসাইটির সমন্বয়ে স্মার্ট ইকোনমি তৈরি করা সম্ভব হবে যেখানে সকল ট্রানজেকশন, ব্যবসা, বানিজ্য, বিনিয়োগ স্মার্টলি হবে। এজন্য সকল গভার্নমেন্ট সংস্থা যারা সিটিজেনের বিভিন্ন সেবা নিয়ে কাজ করে তাদের নিজস্ব ডাটাবেজ থাকতে হবে। পাশাপাশি সরকার এবং ইকোনমির সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার নিজস্ব ডাটাবেজ থাকতে হবে। সেন্ট্রাল প্লাটফর্মে এসকল ডাটাবেজ কানেক্টেড থাকবে কিন্তু যার যার ডাটাবেজ এর মালিক থাবে সে নিজে। সেন্ট্রাল প্লাটফর্ম এর মাধ্যমে নাগরিকগন নিজস্ব ডাটা দেখা, ভেরিফাই করা, সংশোধনসহ যাবতীয় সেবা পাবে। পাশাপাশি আইন শৃঙ্খলা ও রাষ্টের নিরাপত্তার জন্য বিভিন্ন সংস্থা একই প্লাটফর্ম থেকে নাগরিকের তথ্য ভেরিফাই বা যাচাই করতে পারবে। এছাড়া নাগরিক সেবা প্রদানকারী সংস্থাও একইভাবে নাগরিকের তথ্য যাচাই করতে পারবে। কিন্তু কোন ক্ষেত্রেই কাউকে নাগরিকের তথ্য সংরক্ষণ করতে দেওয়া হবে না। কেননা তারা যদি তথ্য সংরক্ষন করে সে তথ্যের সঠিকতার দায়ভার সরবরাহকারী সংস্থা গ্রহন করবে না। উদাহরন স্বরুপ বলা যেতে পারে জাতীয় পরিচয়পত্র থেকে একজন নাগরিকের বিবাহিক অবস্থার নির্ভুল তথ্য পাওয়া সম্ভব নয় কারন এই তথ্যের উৎস এবং মালিক বিবাহ রেজিস্টার অফিস ঠিক তেমনি একজন নাগরিক পুরুষ না মহিলা এই তথ্যের উৎস এবং মালিক রেজিস্টার জেনারেলের কার্যালয়, যা কোনভাবেই নির্ভুলভাবে অন্য কারো কাছ থেকে পাওয়া সম্ভব নয়। এজন্য যে তথ্যের উৎস বা মালিক যে তার কাছ থেকেই সেন্ট্রাল প্লাটফর্মের মাধ্যমে নাগরিক এবং সরকারি সংস্থাকে প্রদান করা হবে। এটি বাস্তবায়ন করা হলেই সকল পর্যায়ে নির্ভূল তথ্য পাওয়া যাবে এবং নাগরিক সেবা যেমনঃ ডিজিএফ, টিসিবি কার্ডের কার্যক্রমগুলি সঠিক ও স্মার্টলি করা সম্ভব হবে। ঠিক একইভাবে সকল স্তরে এই ধরনের সমন্বয়ের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে আমরা একধাপ এগিয়ে যাবো।

#স্মার্টবাংলাদেশ #উন্নয়ন

19/12/2023

এক আঙ্গুলেরই কতো জোর,
দেখায় দাও নৌকায় দিয়া ভোট





#আওয়ামীলীগ


#দ্বাদশ_সংসদ_নির্বাচন #৭জানুয়ারি #বাংলাদেশী #নৌকা #নৌকা_মার্কায়_ভোট_দিন #শেখহাসিনাসরকারবারবারদরকার #স্মার্টবাংলাদেশ #আওয়ামীলীগ #নির্বাচন২০২৪

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mirza Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirza Shakil:

Share