08/10/2025
---- হাদীস শরীফের ভবিষ্যত বাণী বাস্তবে দেখা যাচ্ছে---
সতর্ক হউন, এই সকল ধর্মজীবীদের প্রত্যাক্ষান করুন।
------------------------- হজরত গাউছুজ্জামান রহমানপুরী
আল্লাহ ও তাঁর হাবিব রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লা আলেহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে সম্পর্কমুক্ত
ان الله بريئ من المشركين ورسوله
---- কুরানুল মজিদ, সূরাহ তাওবাহ, আয়াত -৩
-- ইবনে মাজাহ শরিফে এসেছে -وان مما اتخوف علي امتي
ائمة مضلين و ستعبد قبائل من امتي الاوثان و ستلحق
قبائل من امتي بالمشركين
হজরত রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লা আলেহি ওয়াসাল্লাম বলেছেন, -
" আমি আশংকা করছি, আমার উম্মতের একদল পথভ্রষ্ট নেতার আশংকা করছি। আমার উম্মতের কতিপয় গোষ্ঠী মুশরিকদের সাথে মিশে যাবে "
আকাঈদে নাসাফীর ব্যাখ্যা গ্রন্থ নিবরাসে এসেছে -ان الرضا
بالكفر كفر
নিশ্চয়ই কুফর এর প্রতি সন্তুষ্টি সমর্থন কুফর।
এ কিতাবে আরো বলা হয়েছে
ومن صدر عنه ما يوجب الكفر حبطت حسناته ووجب
اعادة الحج وتجديد النكاح بعد تجديد الايمان ولا يكفيه
الاتيان لكلمة الشهادة علي حسب العادة ما لم يقصد
تجديد الايمان
যার কাছ থেকে কুফর প্রকাশ পাবে তার সব নেক কাজ বরবাদ হয়ে যাবে।পূনরায় তাকে ঈমান আনার পর হজ আদায় করতে হবে, বিবাহ তাজদীদ করতে হবে। কেবল কালিমা শাহাদাত পড়লে হবে না, কলেমাতে মওলাইয়াত তথা তওহিদ রিসালাত ইমামতের সাক্ষী ও আনুগত্য মহব্বত প্রকাশ করতে হবে সে হিসেবে ঈমান তাজদীদ করার খেয়ালে কালিমা শাহাদাত পড়তে হবে।
এ কিতাবে আরো বলা হয়েছে -
من باشر شيئا من امارات التكذيب فليس من اهل
القبلة
যে ব্যক্তি ঈমান ইসলামকে মিথ্যা প্রতিপন্ন করার কোন কাজে জড়িয়ে পড়ে, সে আর আহলে কিবলা হিসেবে থাকে না। (নিবরাস পৃষ্ঠা নং ৩৪২)
ইবন হাযম বলেন, ان تهنئة الكفار بشعائرهم كفر صريح
কাফিরদের কোন ধর্মীয় প্রতিক বা অনুষ্ঠানকে অভিনন্দন জানানো সুস্পষ্ট কুফরী। (আল মুহাল্লা ষষ্ঠ খন্ড)
কেউ যদি বলে, আমার নিয়তের মধ্যে মূর্তির প্রতি কিংবা কুফর এর প্রতি শ্রদ্ধা বা সম্মানের বিষয় ছিলো না, এমনিতে অভিনন্দন জানিয়েছি, রাজনৈতিক কারণে অভিনন্দন জানিয়েছি, তথাপি কুফর হবে। কারণ কুফর এর জন্য নিয়তের প্রয়োজন হয় না। তালাকের জন্য নিয়তের প্রয়োজন হয় না, তালাক উচ্চারণ করলে হয়ে যাবে,
গোলাম আজাদের জন্য নিয়তের প্রয়োজন হয় না,শব্দ পাওয়া গেলে হবে। সুতরাং প্রত্য ক্ষ কিংবা পরোক্ষভাবে কুফর এর প্রতি সমর্থন, সন্তুষ্টি, সহযোগিতা, অভিনন্দন সবগুলো কুফর।
কুফর শিরকের প্রতি সমর্থনে অভিনন্দন জানানো কুফরী।
কতো গুলো পথভ্রষ্ট ধোঁকাবাজ লোভে মোহে নিজেদের কায়েনী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ধর্মভীরু মুসলমানদের ধর্ম ব্যবহার করছে, কুরানমুখী না হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার বদলে নিজেকে এবং নিজেদের মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামের অপব্যাখ্যা অপব্যবহার করছে, আম মুসলিম জনতা এদের ধোকায় পরে ফেতনা ফসাদে জড়িয়ে মুসলিম সমাজকে উশৃংখল বিচ্ছিন্ন বিভক্ত করে মাজার মসজিদ মন্দির অবমাননায় খুন খারাবি সহিংসতা বর্বরতা লুঠতরাজ ভাঙচুর অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞে লিপ্ত করছে উগ্রবাদী বর্বর জঙ্গি ইজরায়েলী কায়দায় , যা খুবই জঘন্য নিন্দনীয় বেদনাদায়ক অমানবিক ..
কুরানমুখী হয়ে সকল অন্যায় অবিচার মব ভায়োলেন্স থেকে মুসলিম উম্মাহকে ফিরিয়ে আনা ফরজ, হাদিস শরীফের বার্তা দিয়ে সতর্ক করা ফরজ, যে কোনো অন্যায় প্রতিরোধ করা ফরজ, হকের পক্ষে থাকা হক্কপন্থীর সঙ্গী হওয়া ফরজ, নিজে হক্ব আঁকড়ে থাকা ফরজ।
আসুন সকল উগ্রতা জিঘাংসা সহিংসতা বর্বরতা মিথ্যা অন্যায় অবিচার পরিহার করে, অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মানে আল্লাহর ও তাঁর হাবিবেপাক সল্লাল্লাহু আলাইহি ওয়া আ'লা আলেহি ওয়াসাল্লাম এঁর সুশীতল নির্দেশ পালন করা ও প্রচার করা ফরজ।
#ক্যাপসনে হাদীস শরীফের ভবিষ্যত বাণী বাস্তবে দেখা যাচ্ছে! সতর্ক হউন, এই সকল ধর্মজীবীদের প্রত্যাক্ষান করুন, নিজেদের ঈমাণ আমল হেফাজত করুন, আমিন।
---------------- সম্পাদনায় ও হক্ব প্রচারে ----------------
---------- হজরত রহমানপুরী আলীয়া শরীফ ----------