
10/08/2025
৭নাম্বার সেকশন এর সম্মানিত বাসিন্দারা ঢাকা ১৬ আসনের গণমানুষের নেতা জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের কাছে জানিয়েছিলেন যে তাদের রোড নাম্বার, বাসার নাম্বার খুজে বের করা খুবই কষ্টকর।এমনকি বাহির থেকে কেউ আসলে বাসা খুজে বের করতে পারে না।
তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহবায়ক জননেতা জনাব আমিনুল হক ভাইয়ের নির্দেশে অত্র এলাকার কৃতি সন্তান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহবায়ক জননেতা জনাব মাহবুব আলম মন্টু কাকার উদ্দোগে এবং সার্বিক তত্বাবধানে ৭নাম্বার এর সকল রোডের বাসার নাম্বার খুজে বের করার সহজ সমাধান বের করা হয়েছে।
ইনশাআল্লাহ খুব শিগ্রই তা বাস্তবায়ন করা হবে।