Md Ibrahim Mia

Md Ibrahim Mia Welcome to my official page Welcome to our page.This page is control by a admin and some co-admin

মানুষ অভিমান করে কেন, জানেন?কারণ সে চায়-তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে উঠুক।ছোটবেলা থেকেই আমরা অভিমান শিখি।মা এ...
20/10/2025

মানুষ অভিমান করে কেন, জানেন?

কারণ সে চায়-তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে উঠুক।

ছোটবেলা থেকেই আমরা অভিমান শিখি।

মা একটু দেরি করলে, খেলনা না কিনে দিলে, কিংবা মন খারাপ করে দরজা বন্ধ করে বসা-এসবই তো ছিল আমাদের প্রথম অভিমান। আর বড় হয়ে সেই একই অভিমান জমা হয় প্রিয় মানুষটার কাছে-যার কাছে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি গুরুত্ব চাই।

প্রচণ্ড অভিমানে মানুষ নিজেকে গুটিয়ে ফেলে, আড়ালে রাখে। কিন্তু সে ভেতরে ভেতরে চায়—কেউ যেন খুঁজে বের করে, দরজা খুলে তার মনের কাছে পৌঁছায়। অভিমান সবসময় হয় শুধু প্রিয় মানুষটার ওপর। যাকে ভালোবাসা নেই, তাকে নিয়ে কখনোই অভিমান জন্মায় না।

অভিমান আসলে ভালোবাসার আরেক রূপ।

শরতের আকাশে জমে ওঠা হঠাৎ মেঘের মতো-কিছুক্ষণের জন্য আড়াল করে দেয় আলোকে, কিন্তু বৃষ্টির ফোঁটার পরেই আবার আকাশ ভরে ওঠে নির্মল স্বচ্ছতায়।
একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, সেই অভিমান ভাঙাতে পারে কেবল সেই মানুষটিই, যার প্রতি ভালোবাসা আছে। অভিমান করা মানে আসলে প্রিয়জনের কাছে গুরুত্ব খোঁজা, একটু আদরের দাবি তোলা, তার পাশে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করা।

তাই দেখবেন, অভিমানে মানুষ প্রিয়জনকে ব্লক করলেও কোথাও না কোথাও ঠিক একটা পথ খোলা রাখে-যাতে প্রিয়জন সেই পথ খুঁজে নিয়ে তাকে ছুঁতে পারে।

মনে অভিমান জমিয়ে রাখা আসলে এক নিদারুণ কষ্ট-যা একমাত্র অভিমানীরাই বোঝে। কিন্তু যদি সেই অভিমান ভেঙে যায়, তখন বোঝা যায় কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল সে।

সমস্ত ইগো সরিয়ে একবার চেষ্টা করে দেখুন না-প্রিয় মানুষটার অভিমান ভাঙিয়ে দিন। দেখবেন, অভিমানের পর যে ভালোবাসা ফিরে আসে, তা হাজারো কথার চেয়েও শক্তিশালী, হাজারো প্রতিশ্রুতির চেয়েও স্থায়ী।

21/09/2025

দম ফালাইলেই শুক্রবার, দম ফালাইলেই নতুন মাস। সময়রে ধরা যাইতাছে না, সময় দোড়াইতাছে। বয়স কমতাছে, মৃত্যু কড়া নাড়তাছে, পাপ বাড়তাছে। সময় দোড়াইতাছে..

05/09/2025

মোবাইলে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় photo delete করতেছিলাম, ফোনও বার বার জিজ্ঞাসা করছিলো are you sure ..? আমি তখন সত্যি অবাক হয়ে ভাবছিলাম, একটা মেশিনও তাঁর storage এ থাকা photo এর সাথে সম্পর্ক শেষ করার আগে confirmation চাইছে.

আর আমরা মেশিন চালানো মানুষগুলো, কোনো সম্পর্ক শেষ করার আগে confirmation তো দূরের কথা, একটা information পর্যন্ত দেওয়ার সৌজন্য দেখাতে পারি না...

04/09/2025

কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না।

21/08/2025

মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে। সুখে নাকি অসুখে ঠিক জানি না! হাঁপিয়ে উঠি খুব। ইচ্ছে করে কোন সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি। তা আর হয় না। মধ্যবিত্তের বিষণ্ণতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায়। এতোসবের ভীড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয়। কেমন যেনো কোনো কিছুতেই টান নেই, সবকিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় ঠিকই চলে যাচ্ছে। তবুও মনে হয় আমি যেনো আটকে আছি জীবনের কোনো এক অচেনা কানাগলিতে। জীবনের এমন একটা নড়বড়ে সিচুয়েশনে আছি যেখানে এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়...!

15/07/2025

Campus💖


13/07/2025

Every bad moment gives a pain,
Every pain gives a lesson-
Every lesson change a person 😮‍💨!

11/07/2025

মানুষের পছন্দের তালিকায় থাকতে হলে অর্থনৈতিক যোগ্যতা থাকা প্রয়োজন, অর্থনৈতিক যোগ্যতা যত বেশি, তাকে পছন্দ করা মানুষের তালিকা তত বড়😅

27/06/2025

মজা করা আর কাউকে ছোটো করার পার্থক্যটা বুঝতে শেখো, বন্ধুদের মাঝে আড্ডা - ইয়ার্কি করা যায়, কিন্তু অপমান নয়।

24/06/2025

আপনার পরিস্থিতি খুবই নড়বড়ে অবস্থা। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা সাথে নিয়েই দিন কাটাচ্ছেন। কখনো পারিবারিক চাপে; কখনো মানসিক চাপে, কখনো বা ভিন্ন কোনো চাপে আপনার মস্তিষ্ক ক্ষতবিক্ষত হয়ে আছে।

তবুও কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে "কি অবস্থা?"

উত্তরে আপনি বলেন "আলহামদুলিল্লাহ সবসময় ভালো।" এর কারণ আপনি এতটুকু বুঝতে শিখেছেন-আপনার খারাপ পরিস্থিতিতে এই দুনিয়ার কারো কিছু যায় আসেনা। কিচ্ছু না।

একটা সময়ের পর মানুষ নিজের সমস্যা গুলো গোপন করে বাঁচতে শিখে যায়। এই মানুষ গুলো বয়সের সাথে সাথে পরিপক্ক হয়নি। পরিস্থিতি তাদের কে পরিপক্ক করে তুলেছে। পরিশেষে নিজেকে এই বলে শান্ত রাখি-ধৈর্যের ফল উপর ওয়ালা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন..!!

23/06/2025

আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো "শব্দ"

কারও সুন্দর একটি লাইন আমার পুরো দিনটাকে ভালো করে দিতে পারে।

আমি মনে করি সুন্দর শব্দ দ্বারা কাওকে অনায়াসেই খুশি করানো যায়, স্পেশাল ফিল করানো যায়, সম্মান দেওয়া যায়, প্রজাতির মতো ভালোবাসা যায়।

Address

Dhaka
3402

Alerts

Be the first to know and let us send you an email when Md Ibrahim Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ibrahim Mia:

Share

Category