Md Ibrahim Mia

Md Ibrahim Mia Welcome to my official page Welcome to our page.This page is control by a admin and some co-admin

27/06/2025

মজা করা আর কাউকে ছোটো করার পার্থক্যটা বুঝতে শেখো, বন্ধুদের মাঝে আড্ডা - ইয়ার্কি করা যায়, কিন্তু অপমান নয়।

24/06/2025

আপনার পরিস্থিতি খুবই নড়বড়ে অবস্থা। ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা সাথে নিয়েই দিন কাটাচ্ছেন। কখনো পারিবারিক চাপে; কখনো মানসিক চাপে, কখনো বা ভিন্ন কোনো চাপে আপনার মস্তিষ্ক ক্ষতবিক্ষত হয়ে আছে।

তবুও কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে "কি অবস্থা?"

উত্তরে আপনি বলেন "আলহামদুলিল্লাহ সবসময় ভালো।" এর কারণ আপনি এতটুকু বুঝতে শিখেছেন-আপনার খারাপ পরিস্থিতিতে এই দুনিয়ার কারো কিছু যায় আসেনা। কিচ্ছু না।

একটা সময়ের পর মানুষ নিজের সমস্যা গুলো গোপন করে বাঁচতে শিখে যায়। এই মানুষ গুলো বয়সের সাথে সাথে পরিপক্ক হয়নি। পরিস্থিতি তাদের কে পরিপক্ক করে তুলেছে। পরিশেষে নিজেকে এই বলে শান্ত রাখি-ধৈর্যের ফল উপর ওয়ালা অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন..!!

23/06/2025

আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হলো "শব্দ"

কারও সুন্দর একটি লাইন আমার পুরো দিনটাকে ভালো করে দিতে পারে।

আমি মনে করি সুন্দর শব্দ দ্বারা কাওকে অনায়াসেই খুশি করানো যায়, স্পেশাল ফিল করানো যায়, সম্মান দেওয়া যায়, প্রজাতির মতো ভালোবাসা যায়।

😊
10/06/2025

😊

02/06/2025

যারা বলেছিল ছেড়ে যাবে না কখনো, তারা বহু আগেই ছেড়ে চলে গেছে।

যারা বলেছে আমার মতো ভালো মানুষ পায়নি কখনো, তারা যাওয়ার আগে ভয়ংকর ক"ল"ঙ্ক আর অপবাদ দিয়ে গেছে।

যত যাই যতজন বলেছে, কারো কথার শেষ পর্যন্ত মিল ছিলো না, এবং থাকবেও না।

মুগ্ধতা অথবা দায়বদ্ধতা কেটে গেলে মানুষের প্রতি মানুষের আর কোনো মায়া ভালবাসা থাকে না। আগে যা ছিলো সব মিথ্যে এবং প্রতারণা প্রমানিত করেই মানুষ একে অপরকে ছেড়ে যায়।

30/05/2025

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কের শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই, যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, উত্তরহীন প্রশ্নগুলো-সবকিছুই রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে। আমি শুয়ে থাকি, ভাবতে থাকি, প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি ছুঁয়ে যাওয়া স্মৃতি যেন একটার পর একটা এসে ভিড় করে মনে। আমি খুঁজে ফিরি সেই একটা কারণ, যা সবকিছু বদলে দিল।

কিন্তু কোনো উত্তর আসে না!!!

29/05/2025

একদিন সব ব্যথা কমে যাবে, তবুও আপনার মনে থাকবে-কোনো কাঁধ ছিল না মাথা রাখার জন্য, কেউ হাত বাড়িয়ে দেয়নি খারাপ সময়ে।

একদিন সব ব্যথা সয়ে গেলেও, আপনার মনে থাকবে কত কথা গিলে ফেলেছিলেন, কত কান্না গোপনে চেপে রেখেছিলেন

একদিন জীবন বদলে যাবে, কিন্তু কিছু অভিমান, কিছু শূন্যতা, কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে। মুছতে চাইলেও মুছবে না-কখনোই না।

Address

Dhaka
3402

Alerts

Be the first to know and let us send you an email when Md Ibrahim Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category