23/10/2025
আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমি বর্তমানে DMTCL এ কর্মরত আছি। সেদিন আমি ছিলাম আগারগাঁও কন্ট্রোল রুমে। হঠাৎ করে হেড অফিস থেকে ফোন আসে একটা ট্রেনের প্রবলেম হয়েছে ট্রেনে উঠতে হবে। হেড অফিস থেকে ট্রেন নাম্বার শোনার পরে তাড়াহুড়া করে ট্রেনে উঠলাম।
কিন্তু মজার বিষয় হলো যে বগিতে প্রবলেম হয়েছে সেই বগিটা হল মহিলা বগি।।
সব মহিলারা তো আমার দিকে রাগে তাকিয়ে আছে বলতেছে আপনি মহিলা বগিতে কেন। যেই স্টেশনে গিয়েই ট্রেন দাঁড়ায় অন্য মহিলারা উঠে আবার বলে আপনি মহিলা বগিতে কেন।
আমি তো ভয়ে চুপচাপ এক সাইডে দাঁড়িয়ে থেকে হেড অফিসে জানালাম,বললাম আরো লোক পাঠান আমার পক্ষে একা কাজ কমপ্লিট করা সম্ভব না।।
পরে অন্যান্য স্টেশনে আমার আরো দুইটা তিনটা কলিগ ছিল তখন হেড অফিস থেকে ওদেরকে জানানো হয়,
ওরা আবার ওই ট্রেনে ওঠার পর আমি একটু হাফ ছেড়ে বেঁচে ছিলাম।।
সব মহিলা আমার দিকে এমন ভাবে তাকিয়ে ছিল মনে হচ্ছিল আমি কোনো চোর বা ডাকাত 😂।