রাধা রানী

রাধা রানী ভালোবাসি না বলেও ভালোবাসা যায় ❤️🫰
আমার পেইজে আপনাকে স্বাগতম🥀

13/09/2025

Good night

❤️
13/09/2025

❤️

হাসপাতালে বিয়ে প্রথম দেখলাম
07/09/2025

হাসপাতালে বিয়ে প্রথম দেখলাম

23/08/2025

মানবিক সেবায় এগিয়ে আসুন!👏
নামঃ 'প্রদ্যুত দাস' (একজন হতদরিদ্র মানুষ)।
বাড়িঃ নিশ্চিন্তপুর, থানাঃ জুড়ী।
তিনি দুই সন্তানের জনক।
বর্তমানে উনি মারাত্মক জটিল রোগে আক্রান্ত।🥺 দৈনিক অনেক টাকার ঔষধ কিনতে হয়। যা উনার পক্ষে একা কিনে চালানো সম্বব নয়। বর্তমানে ডাক্তারের পরামর্শ হলো, উন্নত চিকিৎসার দরকার। যা অনেক ব্যয়-বহুল।😥 কিন্তু অর্থনৈতিক সমস্যার কারনে এখন উনার পক্ষে একা চালানো সম্বব নয়। তাই সমাজের মানবিক মানুষের কাছে আকুল আবেদন আপনারা এই হতদরিদ্র মানুষকে কিছু সাহায্য করুন।👏 আপনার সামান্য সহযোগিতার কারণে বেঁছে যাবে একজন নিরীহ গরীব মানুষের প্রাণ।
আসুন সবাই সাধ্যমত সাহায্য করি।👏
সাহায্য পাঠানোর মাধ্যমঃ
নামঃ প্রদ্যুত দাস।
01736899268 (পার্সোনাল বিকাশ)...

02/08/2025

পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে..😭💔, এমন মৃত্যু ক্যান দেও ইশ্বর 💔😭😞🙏
মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।
সারাদিনের আনন্দময় বিয়ের অনুষ্ঠান শেষে, বিয়ের পিড়িতে বসা হলো না অমিত কুমারের। বর অমিত কুমার সরকার তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে আবেগভরে বিদায় নিচ্ছিলেন কনের বাড়িতে। সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেন তিনি। পাশে ছিল আরও কয়েকটি গাড়ির বহর, সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত।
কিন্তু কে জানতো, জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটিই হবে অমিতের জীবনের শেষ যাত্রা?
যাত্রা পথেই হঠাৎ অমিতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। কি এৃন ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার।
এই হৃদয়বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যানভাস। সদ্য বিয়ের সিঁদুর পরা কনের জন্য এ যেন এক অন্ধকার পৃথিবীর দ্বার।
মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে।
৩১শে জুলাইয় ২০২৫ এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে, জীবনের অনিশ্চয়তা কতটা নিষ্ঠুর হতে পারে।
কুমিল্লা, চান্দিনা।

Cp

25/07/2025

মানবিক আবেদন 🙏
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউটের একজন মেধাবী নার্সিং শিক্ষার্থী আমাদের প্রিয় স্নেহাশিস শিপু লাল দাস (২০২৩-২০২৪ ব্যাচ) সম্প্রতি Guillain-Barré Syndrome (GBS) নামক একটি দুরারোগ্য নিউরোলজিক্যাল রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে শরীরের স্নায়ুগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে সে প্যারালাইসড হয়ে যায়। বর্তমানে সে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন এবং তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ডক্টর বলেছেন IVIG (Intravenous Immunoglobulin) ৫ দিনের কোর্স দেওয়া লাগবে যা অনেক ব্যায় বহুল এবং প্রতিদিন আইসিইউ আনুষাঙ্গিক খরচ , ওষুধ , অন্যান্য চিকিৎসা ব্যয়ের জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন হচ্ছে যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। আমাদের ছোট্ট সাহায্য হতে পারে তার বাঁচার বড় আশার আলো।

আমরা সবাই যদি একটু করে এগিয়ে আসি, তাহলেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে।🙏

(বি.দ্র: তার সকল মেডিকেল ডকুমেন্টস কমেন্টসে দেওয়া হলো)

📌 তথ্যাবলী:

➡️ শিক্ষার্থীর নাম: শিপু লাল দাস।

➡️ শিক্ষা প্রতিষ্ঠান: সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইন্সটিটিউট, সিলেট।

➡️হাসপাতালের নাম: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। (ICU - Bed 2)

➡️যোগাযোগ: 01733916635

➡️ সাহায্যের জন্য:

⭕ বিকাশ/নগদ (Personal): 01733916635

17/06/2025

লাল শাড়িতে নয় বিয়ের ২০ দিন আগেই পড়তে হলো সাদা শাড়ি! বিয়ের কার্ডও ছাপা শেষ, নিমন্ত্রণ দেওয়াও শেষ। দীর্ঘ ৩ বছরের অপেক্ষা, পূর্ণতা পাওয়ার পূর্বেই স্বপ্ন গুলো নিমিষেই শেষ। নিয়তি বড় শক্তিমান, সুখ দুঃখ ডালের পাখি বিধির এই বিধান। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক যেনো মরণফাঁদ, যেখানে প্রতিদিনই জীবনের সঙ্গে চলে এক অনিশ্চয়তার লড়াই, রিমঝিম বড়ুয়া দিদি তোমার মৃত্যু দেখে আমার চোখে জল এসে গেল, পরপারে ভালো থাকবেন।

ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু🙏🥹

13/06/2025

শুভ বিকাল বন্ধুরা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাধা রানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share