Tales of my work

Tales of my work শুকরিয়া মহান রাব্বুল আলামীনের যিনি আমাকে সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন।

আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন,, যারা নিজে থেকে গিয়ে কারো সাথে কথা বলে না । এমন কি ফেসবুকে ও কখনো নিজ থেকে ম্য...
16/10/2025

আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন,, যারা নিজে থেকে গিয়ে কারো সাথে কথা বলে না । এমন কি ফেসবুকে ও কখনো নিজ থেকে ম্যাসেজ দিবে না, এরা আসলে ভাব নেয় না।

তারা চুপচাপ থাকতে ভালোবাসে, সারাদিন একা থাকলে ও কাউকে ম্যাসেজ দিয়ে বিরক্ত করে না।
কারন তারা একা বেঁচে থাকা শিখে গেছে.❤❤️❤️

“সকালের মৃদু শীতল হাওয়ায় শীতের আগমনের কোমল বার্তা ভেসে আসছে।” শুভ সকাল।।
16/10/2025

“সকালের মৃদু শীতল হাওয়ায় শীতের আগমনের কোমল বার্তা ভেসে আসছে।” শুভ সকাল।।




গুড নাইট সবাইকে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
15/10/2025

গুড নাইট সবাইকে ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

শুভ সকাল সবাইকে 🤩🤩🤩🤩
15/10/2025

শুভ সকাল সবাইকে 🤩🤩🤩🤩

With Mousumi Vlog – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
14/10/2025

With Mousumi Vlog – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, অথচ আমরা মনে করি তারা আমাদের ভালবাসে!
14/10/2025

মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, অথচ আমরা মনে করি তারা আমাদের ভালবাসে!

শুভ সকাল সবাইকে 🤩 🤩 🤩 🤩 দিন শুরু করুন স্বাস্থ্যকর উপায়ে। খালি পেটে লেবু-পানি পানে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে সহায়ক।  #...
14/10/2025

শুভ সকাল সবাইকে 🤩 🤩 🤩 🤩

দিন শুরু করুন স্বাস্থ্যকর উপায়ে। খালি পেটে লেবু-পানি পানে মেটাবলিজম বাড়ে, যা ওজন কমাতে সহায়ক।

#স্বাস্থ্য #পুষ্টি #হেলথটিপস #সুস্থজীবন #লেবুপানি

13/10/2025

সন্ধ্যা বাতি 🕯️🕯️🕯️

゚viralfbreelsfypシ゚viral

বাসার বারান্দায় নিজের হাতে লাগানো পুঁইশাক।।সেই শাক দিয়ে দুপুরের রান্না। খুশি,আবেগ, অনুভূতি সব একাকার ,,,।😋😋😋          ...
13/10/2025

বাসার বারান্দায় নিজের হাতে লাগানো পুঁইশাক।।সেই শাক দিয়ে দুপুরের রান্না। খুশি,আবেগ, অনুভূতি সব একাকার ,,,।😋😋😋

পেঁপে ভাজি, মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক,সালাদ 🥗 লেবু 🍋 সাদা ভাত আলহামদুলিল্লাহ দুপুরের খাবার।।।         ゚viral...
13/10/2025

পেঁপে ভাজি, মুরগির মাংস, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক,সালাদ 🥗 লেবু 🍋 সাদা ভাত আলহামদুলিল্লাহ দুপুরের খাবার।।।

゚viralfbreelsfypシ゚viral

যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেইসব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গায়তেও প্রায়োরিটি পায় অপরদিকে যেসব মা বাবা সন...
28/02/2025

যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেইসব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গায়তেও প্রায়োরিটি পায় অপরদিকে যেসব মা বাবা সন্তানকে অপদস্ত ও লাঞ্চিত করে সেইসব সন্তান মানুষের কাছেও লাঞ্চিত হয়।উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার।মা বাবার মধ্যে উভয়কেই উত্তম হতে হয় নয়ত যেকোনো একজনের জুলুম ই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্যে।

সত্যিই মা বাবা হওয়া যতটা সহজ সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন।সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয়(ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসেবে ধরা হয় না)। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অব্ধি চলমান থাকবে অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে এবং সন্তান জন্ম দেয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছে করার ক্ষমতা রাখে! তারা জুলুম তো করেই সেটা আবার অহংকারের সাথে বলেও বেড়ায় তার পেট থেকে বের হয়েছে তাই যা ইচ্ছে করবে ! পিতামাতা দায়িত্বশীল আল্লাহ তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন।আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি!

মা বাবা যাই করে তাই সঠিক এবং মা বাবার কোনো দোষ নেই এইসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়।মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না এটা আল্লাহর দেয়া সীমারেখা।মা বাবা জুলুম করেনা কিংবা জালিম হয় না এই কথা সত্য নয়

মেক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশের মানুষজন ও আত্মীয়স্বজন।মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায় সেইসব পরিবারেই শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়।মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায় তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারেনা। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুলস্টপ করে দিতে হয়।তাক্বদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষকে যেকোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং তাওয়াক্কুলের অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হা হুতাশ করে।

©

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদি...
27/02/2025

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোটভাইবোন জামাকাপড়, বইখাতা নিয়ে টানাটানি করবে। যতদিন পুরোনো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন; জীবন ততোদিনই সুন্দর।

অতঃপর একদিন আপনি আসতেই সিরামিকের ডিনারসেট নামানো হবে, হরেক পদের রান্না হবে। কোনো বাটিতে পোলাও, কোনোটাতে রোস্ট। ছোটভাইবোন হাত ধোঁয়ার জন্য পানি এগিয়ে দিবে। খাওয়া শেষে চিরচেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। এতো সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে লোনাপানি।

নতুন থ্রিপিসটা খুলে সেদিন আর পুরোনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে, একবুক কষ্ট আর দুইচোখ পানি নিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে ইচ্ছে হবে,

-" মা, এবার এলে পুরোনো থালাবাসনেই খেতে দিও। তোমার নতুন ডিনারসেট তো মেহমানদের জন্য।"

কথাটা আপনার গলা পর্যন্ত এসেই আটকে যাবে। কারণ যতোই অস্বীকার করুন না কেন, জগতের নিয়মানুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা-বাবার ঘরের মেহমান হয়ে যায়❗

- কালেক্টেড

Address

Shah Kobir Mazar, Road , Uttara
Dhaka

Telephone

+8801635645699

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales of my work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share