Md Abid Hossain

Md Abid Hossain I Love cricket
I Love Bangladesh

With Saiful Sarker – I just got recognized as one of their top fans! 🎉
19/06/2025

With Saiful Sarker – I just got recognized as one of their top fans! 🎉

বিপদ এক অদ্ভুত আয়না, যা মানুষের আসল চেহারা চিনিয়ে দেয়। যখন জীবন মসৃণ গতিতে চলে, চারদিকে বন্ধু আর শুভাকাঙ্ক্ষীর অভাব হ...
29/05/2025

বিপদ এক অদ্ভুত আয়না, যা মানুষের আসল চেহারা চিনিয়ে দেয়। যখন জীবন মসৃণ গতিতে চলে, চারদিকে বন্ধু আর শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। হাসি-ঠাট্টা আর আড্ডার আসরে সবাই থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার করে। কিন্তু যখন আঁধার নামে, যখন জীবনের পথ বন্ধুর হয়ে ওঠে, তখনই বোঝা যায় কে আপন আর কে পর।
আর্থিক সংকট হোক, শারীরিক অসুস্থতা হোক, বা মানসিক যন্ত্রণা – বিপদের সময়টায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় পাশে থাকার মতো কিছু মানুষ। এমন কিছু হাত, যা ভরসা দেবে, এমন কিছু কথা, যা মনে সাহস জোগাবে। কিন্তু যখন এই কঠিন সময়ে পরিচিত মুখগুলো দূরে সরে যায়, যখন সাহায্যের জন্য ডাকা হাতগুলো অদৃশ্য হয়ে যায়, তখন সেই আঘাত যেকোনো শারীরিক যন্ত্রণার চেয়েও গভীর হয়।
হয়তো তারা ভয়ে পিছিয়ে গেছে, হয়তো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, অথবা হয়তো কখনোই তাদের মনে আপনার প্রতি সত্যিকারের টান ছিল না। কারণ যাই হোক না কেন, তাদের অনুপস্থিতি একটা স্পষ্ট বার্তা দিয়ে যায়: এই সম্পর্কগুলো ছিল ঠুনকো, বালির বাঁধের মতো যা বিপদের প্রথম ঢেউয়েই ভেঙে যায়।
এই অভিজ্ঞতা কষ্টদায়ক হলেও একটা শিক্ষা দেয়। যারা বিপদে পাশে ছিল না, তাদের প্রতি ক্ষোভ বা ঘৃণা পুষে রাখাটা আসলে নিজেরই ক্ষতি। বরং এই ঘটনা আপনাকে শিখিয়ে যায় যে জীবনে কাদের উপর ভরসা করা যায় আর কাদের উপর নয়। এই শিক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তোলে, নিজের পায়ে দাঁড়াতে শেখায় এবং ভবিষ্যতে সত্যিকারের সম্পর্ক চিনতে সাহায্য করে।
মনে রাখবেন, যারা কঠিন সময়ে আপনার হাত ছেড়ে দিয়েছে, তাদের ছাড়া আপনার পথচলা হয়তো আরও কঠিন হবে, কিন্তু অসম্ভব হবে না। বরং এই অভিজ্ঞতা আপনাকে আরও আত্মনির্ভরশীল করে তুলবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদের অনুপস্থিতি হয়তো এক নীরব অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। নতুন করে পথচলার শক্তি খুঁজে পাবেন এবং হয়তো এমন কিছু নতুন মানুষের দেখা পাবেন, যারা বিপদে আপনার পাশে থাকার মূল্য বোঝে।

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Golam
29/05/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Golam

14/05/2025

কে লিখেছেন জানি না , কিন্তু অসাধারণ👐
১. মা ৯ মাস বহন করে, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায় ,বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন , উভয়ের প্রচেষ্টাই সমান , তবুও কেন বাবা পিছিয়ে আছেন জানেন না ।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করে , বাবা আপনি যা চান তা কিনে দেন , তাদের উভয়ের ভালোবাসা সমান , তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসেবে দেখানো হয়েছে । জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান , কষ্ট পেলে মা বলে কাঁদেন । আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন , কিন্তু বাবা কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে রাখেন না ? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে , প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি মরে যাবে রঙিন শাড়ি আমার বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম , নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানিনা বাবা কেন পিছিয়ে।
৭. বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু স্বীকৃতি পাওয়ার কথা আসে , কেন জানি না সব সময় পিছিয়ে থাকেন।
৮. বাবা-মা যখন বুড়ো হয়ে যায় , তখন বাচ্চারা বলে , মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী , কিন্তু তারা বলে , বাবা অকেজো।
৯. বাবার পিছনের কারণ তিনি পরিবারের মেরুদন্ড । আর আমাদের মেরুদন্ডগুলো তো আমাদের শরীরে পিছনে । অথচ তার কারণেই আমরা নিজেদের মত করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণে তিনি পিছিয়ে আছেন ,,,,,,!!!!
****জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া ।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি*
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে !

10/05/2025

Good Night
friends

🔥 বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ! 🔥আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা রেকর্ড গড়েছে।ঢাকাতেও ছুঁয়েছে বছরের সর্বোচ্চ তাপমাত্রা!...
10/05/2025

🔥 বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ! 🔥

আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা রেকর্ড গড়েছে।
ঢাকাতেও ছুঁয়েছে বছরের সর্বোচ্চ তাপমাত্রা!

গরমে অতিষ্ঠ জনজীবন, রাস্তাঘাট ফাঁকা, কাজকর্মে ধীরগতি।
বিশেষ সতর্কতা:
✔ পর্যাপ্ত পানি পান করুন
✔ সরাসরি রোদ এড়িয়ে চলুন
✔ শিশু ও বয়স্কদের প্রতি খেয়াল রাখুন
✔ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন

এই গরমে নিজের সুরক্ষাই প্রথম অগ্রাধিকার!

#তাপদাহ #ঢাকা_তাপমাত্রা #গরমেরদিন

(বিশেষ করে মেয়েদেরকে এই গল্পটি পড়ার জন্য অনুরোধ করা হল)মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি শুধু কোন না কোন বোনের উপকার...
09/05/2025

(বিশেষ করে মেয়েদেরকে এই গল্পটি পড়ার জন্য অনুরোধ করা হল)

মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি শুধু কোন না কোন বোনের উপকারে আসবে তাই লিখলাম। আর যদি একজন বোনের ও উপকারে আসে তাহলে আমার লিখাটা স্বার্থক হবে।

গরীব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম তার বৃষ্টি। বাবা মায়ের এক মাত্র সন্তান বৃষ্টি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়া শোনা করাচ্ছেন। মেয়েটা লেখাপড়ায় ও ফাস্ট, অনেক মেধাবী একটি ছাত্রী। জি পি এ ফাইভ নিয়ে ঢাকায় একটি ভাল কলেজে ভর্তি হয়েছে। এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে। মেয়েটি অনেক স্বপ্ন দেখতো অনেক লেখা পড়া করে ভাল একটা জব করবে। বাবা মা কে নিয়ে একটু ভাল ভাবে বাঁচবে। অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে মেয়েটা। কয়েক মাস পর কলেজের একটা ছেলে বৃষ্টিকে প্রপোজ করলো ছেলেটার নাম ছিল আকবর। ভিশন ভাল ছেলে তার পরও বৃষ্টি প্রপোজ টা গ্রহন করেনি, সে আকবরকে বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা করতে পারো তাহলে অকে। আকবর বলল আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।

এই ভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল এখন বৃষ্টির ফাইনাল ইয়ার এ দুই মাস পর তার ফাইনাল পরিক্ষা। বৃষ্টির এক বান্ধবীর বিয়ে, বৃষ্টি কে অনেক মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে।এখন বৃষ্টি ভাবছে বড় লোক বান্ধবীর বিয়ে একটু ভাল করে পার্লারে সাজ গুজ করে যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে আকবরকে গিয়ে বললো আমাকে ১ হাজার টাকা ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব। আকবর বলল আচ্ছা দিব, পরের দিন বৃষ্টি চলে গেল একটি পার্লারে তার আরেকটা বান্ধবীকে নিয়ে। জীবনের প্রথম গেছে সে পার্লারে সাজতে। আর সেই পার্লারের মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে, টাকা ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত ছিল, সে সুন্দর সুন্দর মেয়েদের কে ফাঁদে ফেলে ঐ পয়সা ওলাদের কাছে পাঠিয়ে দিত।

বৃষ্টি তার ফাঁদে পড়ে গেল, বৃষ্টিকে বলল আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে
সিট ও খালি নেই সে চলে গেল উপরের রুমে। আর যেতেই রুমের ভিতর তিনটা ছেলে ছিল দুজনে বৃষ্টির মুখে কাপর দিয়ে বেধে নিল একজনে দরজা লাগিয়ে দিল পরে মেয়েটি কে দুজন ধরে রাখলো এক জন ধর্ষণ করল। ছিঃ এরা আবার নিজেকে পুরুষ বলে, তিন জন মিলে বন্ধ রুমে একটি অসহায় মেয়েকে ধর্ষণ করে এদের কে হিজড়া বললে হিজড়া দের ও অপমান করা হবে। ওরা তো পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিছে। ধিক্কার জানাই এই রকম পুরুষদের।

বৃষ্টির বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল আমার বান্ধবী কই সে বলল তোমার বান্ধবী তো অনকে আগেই চলে গেছে তার পর সেও চলে গেল। ওরা বৃষ্টিকে দুইদিন রেপ করে ছাড়ল। মেয়েটি তখন আদমরা কি করবে গিয়ে বান্ধবী কে সব বলল, বান্ধবী বৃষ্টিকে নিয়ে থানায় মামলা করলো। বৃষ্টিকে হাসপাতালে নেওয়া হল সত্যি তাকে রেপ করা হয়েছে কি না তা পরিক্ষা করার জন্য। কিন্তু ডাক্তার টাকা খেয়ে ভুল রিপোর্ট দিল আর পুলিশ ঘুষ খেয়ে কোর্ট এ মিথ্যে সাক্ষী দিল ভাল মেয়েটা কে চরিত্রহীনা বানিয়ে দিল। এই হল আমাদের দেশের আইন ব্যবস্থা। যেখানেই শুধু বড় লোকেরাই বিচার পায় আর গরিবের কোন বিচারই নেই।

এখন এই অসহায় মেয়েটি সমাজে কি ভাবে মুখ দেখাবে। পরের দিনই মেয়েটির ভিডিও টি ইন্টারনেটে ছেড়ে দিল। গ্রামের মানুষরা দেখে মেয়েটির বাবা মাকে অনেক অপমান করছে আর বলছে তোমরা শহরে পড়ার নাম করে মেয়েটি কে দিয়ে খারাপ কাজ করাচ্ছো ছিঃ ছিঃ । গ্রামের লোকের অপমান সহ্য না করতে পেরে বৃষ্টির বাবা মা দুজনেই বিষ খেয়ে সুইসাইড করলেন।

বৃষ্টি সেই কথা শুনে সেও গলায় দড়ি দিয়ে সুইসাইড করল,আর বৃস্টি মারা যাওয়ায় পর আকবর টা ও পাগল হয়ে গেল। চারটি প্রাণ আর একটা ভালবাসার ঘর অকালে ঝরে গেল..............।

শেষকথাঃসব বোন দের অনুরোধ করে বলছি যে তোমরা অপরিচিত কোন পার্লারে একা কখনো যাবেনা। আর গেলে নিজের ভাই অথবা বোন কে নিয়ে যাবে। কারণ আপন তো আপনই। কে জানে এই রকম ঘটনা কার জীবনে ঘটে যায়।

(গল্পটি সংগৃহীত)।
Copy Post To Facebook Tramline

সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন।ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় হ*ত্যার ...
09/05/2025

সাভারের মজিদপুর এলাকায় মেয়ের হাতে বাবা খুন।

ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় হ*ত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত ভোর ৪ ঘটিকার সময়। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার পিতাকে হ*ত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪ ঘটিকার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হ*ত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হ*ত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ।

পুলিশ ও ঘাতক মেয়ে জানান, গত ২০২২ সালে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হ*ত্যা করে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাত কে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হ*ত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
সম্পূর্ণ ঘটনাটি সত্য

09/05/2025

দেশে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা???

দেশে ফিরেছেন ছেন মাশরাফি বিন মুর্তাজা
কথাটি কতটুকু সত্য অনেক ইউটিউবার এবং ফেসবুক ব্যবহারকারী তাদের দাবি দেশে ফিরেছেন মাশরাফি ভাই

মরিচ খায় শালিকে আর পা'ছা পো'ড়া'য় কাউয়ার, তেমনি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার সাং'ঘা'তিকরা ঘুরপা...
07/05/2025

মরিচ খায় শালিকে আর পা'ছা পো'ড়া'য় কাউয়ার, তেমনি একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার সাং'ঘা'তিকরা ঘুরপাক খাওয়াচ্ছে।

আসলে এই বটগাছটার মালিক এই গাছটাকে বিক্রি করে দিয়েছেন, আর যে গাছটাকে ক্রয় করেছেন তারা গাছটাকে কে'টে নিয়ে গেছে।

এই গাছটা বিক্রি করার মূল কারণ হচ্ছে এই গাছটাকে ঘিরে কিছু মূ'র্খ এবং মাজার পূজারী, গাছ পুজারি, বাশপুজারী, কবর পূজারীরা এখানে বসে গা'ঞ্জা ম'দ খাই তো আর আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই গাছটাকে পূজা করতো।

এবং কিছু মূর্খ জা'নো*য়া রেরা এই গাছের নিচে বিভিন্ন খাবার দিয়ে এই গাছটাকে দেবতা মনে করতো।
কখনো কখনো এই গাছের নিচের মাটি গাছের পাতা গাছের ছাল এগুলো নিয়ে শরীরে বেঁধে রাখতো।

যখনই গা'ঞ্জা'খো'রদের উৎপাত অতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেল তখন স্থানীয় কিছু মুসল্লিরা গাছের মালিক কে জানালো যে এখানে শীরক করা হচ্ছে।

তখন গাছের মালিক নিজের ঈমান বাঁচাতেই গাছটাকে বিক্রি করে দেয় তাই নিয়েই কিছু হলুদ মিডিয়া মাতামাতি শুরু করেছে।

✍️পোস্ট সংগ্রহ = ফেসবুক টাইমলাইন


"আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে বহু মা - ছেলের চির বিচ্ছেদ ঘটেছে _ম্যাডাম! বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে_অনেকেই অন্ধত্ব ...
06/05/2025

"আপনাদের মা-ছেলের মিলন ঘটাতে
বহু মা - ছেলের চির বিচ্ছেদ ঘটেছে _ম্যাডাম!

বহু সন্তান চিরতরে পঙ্গু হয়ে গেছে_অনেকেই অন্ধত্ব বরণ করেছে"

তবে জুলাই অস্বীকার করে অহংকারী হয়েন না।
হাসিনার পতন ঘটছে একমাত্র অহংকারের কারণে।

কথা হইলো এ প্রজম্ম বিএনপির শাসন দেখে নাই।
কিন্তু শাসনের আগে যে থ্রিলার জাতি দেখতেছে এগুলো বন্ধ না করলে সামনে বড় বিপদ আসবে!

আশা করি, দল থেকে চাঁদাবাজ ,সন্ত্রাসীদের বিতারিত করবেন। নতুন ধারার রাজনীতিতে ফিরে আসবেন।

এখানের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি!

ধন্যবাদ, ম্যাডাম

Address

Narail
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Md Abid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category