মুড সুইং

মুড সুইং আসসালামু আলাইকুম
Product Hunt পেজে সবাইকে স্বাগতম 🖤 ক্রাফটিং এবং কুশিকাটার ভিডিও শেয়ার করা হবে।

আজ আমার ঘরেই অন্য এক নারীর জন্য সাজানো হয়েছে বাসর। যে ঘর একদিন আমার ভালোবাসার, স্বপ্নের, সুখের ঠিকানা ছিল, আজ সেখানেই বস...
23/03/2025

আজ আমার ঘরেই অন্য এক নারীর জন্য সাজানো হয়েছে বাসর। যে ঘর একদিন আমার ভালোবাসার, স্বপ্নের, সুখের ঠিকানা ছিল, আজ সেখানেই বসবে অন্য কেউ! বুকের ভেতর এক অজানা দহন জ্বলছে, যেন সবকিছু ছাই হয়ে যাচ্ছে আমার সামনে। আমি কী করে এই রাত সহ্য করব? কী করে নিজের স্বামীকে অন্য কারও সঙ্গে দেখতে পারব?

আমার বিয়ে প্রেমের ছিল না, ছিল পারিবারিক। তবু আমি ভালোবেসেছিলাম, স্বপ্ন বুনেছিলাম, সুখ খুঁজতে চেয়েছিলাম। প্রথম এক বছর সবকিছু ঠিকই ছিল। স্বামীকে পেয়েছিলাম আপন করে, ভালোবাসা না থাকলেও সম্মানের বাঁধনটুকু ছিল। কিন্তু তারপরই জানতে পারলাম এক নির্মম সত্য—আমার স্বামী কাউকে ভালোবাসে, আর তাকে ছাড়া সে থাকতে পারছে না! অথচ সে আমার সঙ্গেই ঘর বেঁধেছে!

শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম, কেন তারা আমাকে এভাবে ঠকালেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? কোনো উত্তর আসেনি। শুধু নীরবতা! আমি চেষ্টা করেছি, অনেক বোঝাতে চেয়েছি আমার স্বামীকে, তাকে ফিরে পেতে চেয়েছি, কিন্তু সে শুধু দূরে সরে গেছে। কেবল দূরত্বই নয়, তার ব্যবহারের নিষ্ঠুরতা আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে। অবহেলা, অপমান আর সহ্য করতে করতে একসময় মারধরের শিকারও হয়েছি।

বাবা-মাকে জানিয়েছিলাম, ভেবেছিলাম তারা আমাকে আগলে রাখবে। কিন্তু তারা বলল, "মেয়ে মানুষের জীবন এমনই, সহ্য করো, ধৈর্য ধরো!" আমি কীভাবে ধৈর্য ধরব? কীভাবে সহ্য করব আমার সাজানো সংসার অন্যের হাতে চলে যেতে?

আজকের রাত আমার কাছে মৃত্যুর মতো। আমার স্বামীর জীবন থেকে হয়তো আমি মুছে যাচ্ছি, কিন্তু আমার যন্ত্রণার কোনো শেষ নেই। কেউ কী কখনো বুঝবে, আমি কতটা কষ্টে আছি?
ভাঙা স্বপ্নের আর্তনাদ
পর্ব১
লিখাঃ মাহবুবা আক্তার লিমা

22/03/2025

চমৎকার আরো একটা বেবি ফ্রক ডিজাইন

21/03/2025

চমৎকার একটা বেবি ফ্রক ডিজাইন

20/03/2025
19/03/2025

সহজে কভার লাগাতে চাইলে দেখুন ভিডিও টি
゚viralシ # ゚viralシfbreelsfypシ゚viralシ

19/03/2025

আলহামদুলিল্লাহ

দাম জানতে মেসেজ করবেন ঈদ কালেকশন অরিজিনাল সুলতান এর পান্জাবি। প্রতিটা পান্জাবির সাথে বক্স আছে। সাইজ ৪০-৪৪
14/03/2025

দাম জানতে মেসেজ করবেন
ঈদ কালেকশন
অরিজিনাল সুলতান এর পান্জাবি। প্রতিটা পান্জাবির সাথে বক্স আছে।
সাইজ ৪০-৪৪

07/03/2025

এই দেশে ধর্ষক ঠিকই ধরা পড়ে, শুধু বিচার হয় না আর কি!

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 11:00
Tuesday 09:00 - 11:00
Wednesday 09:00 - 11:00
Thursday 09:00 - 11:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801855132748

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুড সুইং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুড সুইং:

Share