স্বপ্নের প্রবাস

স্বপ্নের প্রবাস সকল প্রবাসীর খোলা আকাশ,
ফেসবুক পেইজ স্বপ্নের প্রবাস!

02/07/2025

মালয়েশিয়া কলিং নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

26/06/2025

যে নিজের ঘাম দিয়ে ভবিষ্যত বানায়, তার জন্য কোনো দেশই বিদেশ নয়।

১লা মহররম (আরবি নববর্ষ) উপলক্ষে আগামী ২৭ জুন-২০২৫ ইং রোজ শুক্রবার ESKL অফিস বন্ধ থাকবে।শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।
24/06/2025

১লা মহররম (আরবি নববর্ষ) উপলক্ষে আগামী ২৭ জুন-২০২৫ ইং রোজ শুক্রবার ESKL অফিস বন্ধ থাকবে।
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

24/06/2025

জীবন যত কঠিনই হোক, স্বপ্ন দেখার অধিকার কেউ কেড়ে নিতে পারে না।

23/06/2025

যে শিখে, সে এগিয়ে চলে।
যে চেষ্টা করে সে একদিন জিতে নেয়।

🛑 লোভী কপালাদের ফাঁদে আর নয়!প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা,মালয়েশিয়ার বহু কনস্ট্রাকশন সাইটে কিছু লোভী বাংলাদেশি (কপালা) ভাই...
21/06/2025

🛑 লোভী কপালাদের ফাঁদে আর নয়!

প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা,
মালয়েশিয়ার বহু কনস্ট্রাকশন সাইটে কিছু লোভী বাংলাদেশি (কপালা) ভাই আছে যারা আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে কাজে নিয়ে যায়,
তারপর মাসের পর মাস কাজ করিয়ে কাজের টাকা, বেতন, কিছুই দেয় না। কোন রকম খাওয়ার জন্য পিঞ্জাম দিলে ও থাকার কি অবস্থা তা আপনারা সকলেই জানেন।
অনেক কনস্ট্রাকশন সাইটে বেতন দুই মাস আটকিয়ে থাকে এর পর বেতন হয়। সেই আশায় অনেক সাধারণ প্রবাসী দুইমাস পর বেতন পাওয়ার আশা অধির আগ্রহে বসে থাকে।
এদিকে দুইমাস পর যখন তখন হয় সেই টাকা আসে তথাকথিত কপালার একাউন্টে বা হাতে। ৪০/৫০ লোকের টাকার লোভ সামলাইতে না পেরে সকলের টাকা নিয়ে পালায় স্বার্থ লোভী সেই কপালা।

📢 ফলাফল:
👉 কেউ হয়তো বেতন না পেয়ে অন্যত্র কাজের সন্ধানে ছুটে,
👉 কেউ রুমে বসে থাকে মাসের পর মাস কাজ নাই

❗ কাজের আগে যাচাই করুন –
✅ যার সাথে কাজের কথা হচ্ছে তার কোন কোম্পানিতে ভিসা?
✅ কোম্পানির ভিসা, পারমিট আছে কিনা?
✅ সে নিজে বৈধ আছে কিনা?
✅ সে যেভাবে প্রতিশ্রুতি দিয়ে কাজে নেয় সেই কথাগুলো কন্ট্রাক্টে আছে কি না?
✅ আরেকজন প্রবাসী ভাইয়ের কাজ থেকে রিভিউ নিন সে কি বলে

📣 মনে রাখবেন –
সরাসরি কোম্পানির মাধ্যমে কাজ নেয়া নিরাপদ,
মধ্যস্বত্বভোগী লোভী কপালাদের কথা বিশ্বাস করে কাজ করা ঝুঁকিপূর্ণ।

👉 এই পোস্টটা শেয়ার করুন –
যাতে নতুন বা সহজ-সরল প্রবাসীরা বুঝে শুনে কাজ নেয়।

🔐 মনে রাখবেন সচেতনতা জীবন বাঁচায়। নইলে একটা ভুলের কারনে পিছুটান আপনার পিছু ছাড়বেনা

বিঃদ্রঃ সকল কপালা এক নয়। দেশী ভাইদের কাজ দিয়ে যে সমস্থ কপালা ভাইয়ের সাহায্য সহযোগিতা করছেন তাদের স্যালুট জানাই।

#প্রবাসী_অনুসন্ধান
#স্বপ্নের_প্রবাস
#কপালাদের_চিনুন
#প্রবাসে_সচেতনতা
#মালয়েশিয়া_প্রবাসী
#বাংলাদেশি_প্রবাসী
#প্রবাসে_প্রতারণা
#দালালের_ফাঁদ
#সতর্ক_প্রবাসী
#অভিজ্ঞতা_থেকে_শেখা

🛑 প্রতারকের খোঁজে! আপনার একটু সহায়তায় ৩৫ জন প্রবাসী ফিরে পেতে পারে তাদের কষ্টের টাকা 🛑আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়...
21/06/2025

🛑 প্রতারকের খোঁজে! আপনার একটু সহায়তায় ৩৫ জন প্রবাসী ফিরে পেতে পারে তাদের কষ্টের টাকা 🛑

আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা,

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, এক প্রতারক ব্যক্তি আমাদের ৩৫ জন ভাইয়ের কাছ থেকে প্রায় ৮০ হাজার রিঙ্গিত নিয়ে পালিয়ে গেছে।

🔴 তার নাম: শাহাদাত
🔴 জেলা: সিরাজগঞ্জ সদর, বাংলাদেশ
🔴 শেষ কাজের স্থান: জহুরবারু, মাচাই (Johor Bahru, Masai)

আমাদের প্রবাসী ভাইদের রক্ত-ঘাম ঝরানো কষ্টের টাকা নিয়ে সে এখন গা ঢাকা দিয়েছে। যদি আপনারা কেউ এই ব্যক্তির খোঁজ বা অবস্থান জানেন বা তাকে কোথাও চিনে থাকেন কিংবা দেখেন, তাহলে তাকে আটক করে অনুগ্রহ করে Moh Santo আইডিতে যোগাযোগ করুন।


এই পোস্টটি শেয়ার করুন যতদূর সম্ভব, যাতে আর কোন প্রবাসী ভাই এভাবে প্রতারিত না হয়।

🧕🤝 প্রবাসে আমরা একে অপরের ভাই — প্রতারকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই!

#স্বপ্নেরপ্রবাস #প্রবাসীরআবেগ #প্রতারকচিহ্নিতকরুন"
#স্বপ্নেরপ্রবাস
#প্রবাসীরআবেগ
#প্রতারকচিহ্নিতকরুন
#প্রবাসীসংকট
#প্রবাসীবাংলাদেশি
#মালয়েশিয়াপ্রবাসী
#প্রবাসীভাইয়েরহক
#সতর্কবার্তা
#প্রতারকেরবিরুদ্ধে
#প্রবাসীভাইদেরজন্য
#প্রবাসে_একতা
#ভাইভাইপ্রবাসী
#জহুরবারু


#বাংলাদেশমালয়েশিয়া

19/06/2025

একলা ঘর… নিঃশব্দ রাত…
দেশের জন্য বুকের ভেতর হাহাকার…
এই তো প্রবাস!

এই বছরের আগস্ট মাসে কুয়ালালামপুর টু জহুর বারু  Electric Train Service চালু হবে যার গতি থাকবে ঘন্টায় ১৪০ কি.মি. ফলে স্ব...
19/06/2025

এই বছরের আগস্ট মাসে কুয়ালালামপুর টু জহুর বারু Electric Train Service চালু হবে যার গতি থাকবে ঘন্টায় ১৪০ কি.মি. ফলে স্বল্প সময়ে KL টু JB যাতায়াত করা সম্ভব হবে ।
Copy from: প্রবাস কন্ঠ সামি-Sami

 #স্বপ্নেরপ্রবাসChallenge                  #প্রবাসীর_ছবি📸 মালয়েশিয়ার আধুনিক মেট্রো রেলের একটি মুহূর্ত...🚇 এই ট্রেন ছুটে ...
19/06/2025

#স্বপ্নেরপ্রবাসChallenge





#প্রবাসীর_ছবি

📸 মালয়েশিয়ার আধুনিক মেট্রো রেলের একটি মুহূর্ত...

🚇 এই ট্রেন ছুটে চলে গন্তব্যের পথে—যেমন আমরাও ছুটে চলেছি জীবন আর স্বপ্নের টানে।

প্রতিদিন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভেতরে থাকে শত চিন্তা, অগণিত গল্প, আর একরাশ না বলা আবেগ।
কে যেন নিজের সন্তানকে দেশে রেখে এসেছে...
কে যেন বৃদ্ধ মায়ের ওষুধের টাকাটা এই মাসে ঠিকঠাক পাঠাতে পারবে কি না সেই চিন্তায়...
আরেকজন হয়তো স্বপ্ন দেখে, একদিন এই পরবাসই হবে নিজের আপনভূমি!

🇲🇾 মালয়েশিয়ার মেট্রো শুধু একটা বাহন না—এটা প্রবাসীদের বুকে লুকানো হাজারো স্বপ্ন, ত্যাগ আর অপেক্ষার প্রতিচ্ছবি।

🤍 তোমার জীবনটাও কি এমনই কোনও গন্তব্যের দিকে ছুটে চলেছে?
কমেন্ট করুন আপনার অনুভূতি....

#স্বপ্নেরপ্রবাস #প্রবাসজীবন

প্রবাস মানেই নিজের কষ্ট গিলে ফেলাএখানে কেউ কারো না....নিজের ব্যথা নিজেকেই চাপা দিতে হয়।বাইরে কাজ,ভিতরে কান্নাএটাই প্রবাস...
18/06/2025

প্রবাস মানেই নিজের কষ্ট গিলে ফেলা
এখানে কেউ কারো না....
নিজের ব্যথা নিজেকেই চাপা দিতে হয়।
বাইরে কাজ,ভিতরে কান্না
এটাই প্রবাস জীবন।
স্বপ্নের প্রবাস
#স্বপ্নের প্রবাস #প্রবাসজীবন

সারাদিন রোদে-ঘামে ভেজা শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রবাসী ফিরে একা একটা ভাড়াটে ঘরে।দরজা খুলেই হালকা একটা দীর্ঘশ্বাস...
18/06/2025

সারাদিন রোদে-ঘামে ভেজা শরীরটা যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রবাসী ফিরে একা একটা ভাড়াটে ঘরে।

দরজা খুলেই হালকা একটা দীর্ঘশ্বাস—
"আজও একটা দিন গেল..."

না, কেউ জিজ্ঞেস করে না, কেমন গেল দিনটা।
না, কেউ গরম চা এগিয়ে দেয় না হাতে।

খাবার নিজেই গরম করে, কখনো রুটির সাথে ডাল, কখনো টিনের মাছ।
ঘরের কোণে ঝুলে থাকা মা-বাবার ছবি, সন্তানের হাসিমাখা মুখ—
এইসবই তাকে আবার বাঁচিয়ে রাখে।

ফোনটা হাতে নিয়ে একবার বাংলাদেশে কল দেয়,
"মা, খাইছো?"
"বাবা, শরীর কেমন?"

তারপর নিজেই আবার নিজের মনকে বোঝায়—
“সব কষ্ট একদিন ঠিক কাজে লাগবে…”

এভাবেই একেকটা সন্ধ্যা কেটে যায় অপেক্ষায়,
ফিরে যাবার, আপনজনকে জড়িয়ে ধরবার..

Address

Kuala Lumpur
54100

Telephone

+601139057911

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের প্রবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নের প্রবাস:

Share