
12/05/2025
ভালো কিছু খাবার পেলে আমাকে খেতে দেয় না, ওরা ভাগ খেয়ে নেই।
বয়সের সাথে সাথে এই মানুষগুলোর যেন ভালো খাবার খাওয়ার অধিকারও হারিয়ে ফেলে। ভালো কোন খাবার কেউ কিনে দিয়ে গেলেও তা ভাগ হয়ে যায় কিন্তু এই অসহায় মায়ের ভাগের অংশ কেউ আর দিতে চাই না। কখনও বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করে না যে তার কি খেতে ইচ্ছে করে।
এই প্রশ্নটা হয়তো খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক ভালোবাসা, যত্ন আর মর্যাদা।
#মা