AtiQ

AtiQ Watch. Enjoy. Repeat

22/07/2025

কালকের দু র্ঘ টনায় আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর কি কথা হয়েছিলো জানেন?

উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'

জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'

উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রা। ন্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

এই লাইন টা এত্ত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!

আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!

এমন কষ্টের বিদায় কারো না আসুক

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...


জানালার গ্রিল ভা’ঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, “এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হ...
21/07/2025

জানালার গ্রিল ভা’ঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, “এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা “ বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু*য়োরের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আ’হত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর “আল্লাহ” “ইসসস” “আল্লাহ” করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হা’তাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মা*রামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, “ তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রা’ণ গুলো নি*হত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই “বাংলাদেশ”কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গ’জব নাযিল কর... আমিন

21/07/2025

“লোকজন ছাড়া, নিরবে, কারও কাজের ব্যাঘাত না ঘটিয়ে বার্ন ইউনিটে ভর্তি শিশুদের দেখতে গিয়েছিলাম।

একটি ছোট্ট মেয়ে, বয়স আনুমানিক ১১ বছর, তার বার্ন পারসেন্ট লেখা ছিলো সম্ভবত ১৫। দূর থেকে দাঁড়িয়ে দেখলাম ওর মা তাকে পানি খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষে সে বলল, “মা, বাতাস করো।” এসি ওয়ার্ডে দাঁড়িয়ে প্রথমে বুঝতে পারিনি কেন সে এমন বললো। পরে দেখলাম, মা ছোট ব্যাটারিচালিত একটি পকেট ফ্যান খুঁজে নিয়ে এসে তার মুখের দিকে বাতাস দিচ্ছেন। মেয়েটির মুখ পুড়ে যাওয়ায় সেখানে জ্বালাপোড়া করে, তাই মা ফ্যান দিয়ে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলেন। দায়িত্বরত একজন বললো মুখের চামড়া বেশি সেনসিটিভ জ্বালাপোড়া বেশি হয়।

আরেকজন শিক্ষিকা ছিলেন, যার পুরো শরীর কয়েকটি কম্বল দিয়ে মুখ পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল। দূর থেকে দেখলাম, আক্রান্ত ওই মহিলা ইশারায় তার স্বজনকে ডেকে আরও একটি কম্বল চাইছেন। উপস্থিত চিকিৎসকরা বললেন, ইতিমধ্যে চারটি কম্বল দেয়া হয়েছে। কিছুক্ষণ আগে খবর দেখলাম, সেই শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজিউন। তাঁর বার্ন পারসেন্ট লেখা ছিল ১০০%।”
ইশরাক হোসেন

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতা...
16/07/2025

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, টয়লেটের ঢাকনা খোলা রেখে ফ্লাশ দিলে “টয়লেট প্লিউম” নামক একটি সমস্যা দেখা দেয় — এটি হল বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র জীবাণু, ভাইরাস ও প্যাথোজেন কণার মিশ্রণ।

আমেরিকার ইউনিভার্সিটি অব কলোরাডোর লেজার-ভিত্তিক গবেষণাসহ বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ফ্লাশ করার সময় টয়লেটের পানির প্রবল ঘূর্ণি প্রবাহের ফলে এই কণাগুলো ৬ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং কয়েক মিনিট ধরে বাতাসে স্থির থাকে। পরে তা দাঁতের ব্রাশ, তোয়ালে ও বেসিনের মতো জায়গায় বসে যেতে পারে।

এই প্লিউমে E. coli এবং নোরোভাইরাসের মতো ক্ষতিকর জীবাণু পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—বিশেষত যেসব বাথরুমে বায়ু চলাচল বা ভেন্টিলেশন খারাপ।

২০২১ সালে Physics of Fluids জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা বন্ধ করে ফ্লাশ করলে এই জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় ৫০% পর্যন্ত কমিয়ে আনা যায়। এটা একটি সহজ কিন্তু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ।

09/07/2025

Address

Dhaka,Bangladesh

Website

Alerts

Be the first to know and let us send you an email when AtiQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share