24/09/2025
জীবনের আসল অর্জন!!!!
একজন মানুষের জীবনের অর্জন কেবল ধন-সম্পদ বা পদমর্যাদা নয়। জীবনের আসল অর্জন হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। যখন একজন মানুষ পৃথিবী ছেড়ে যায়, তখন তার জন্য কত মানুষ কাঁদে, কত মানুষ শেষ বিদায় জানাতে ছুটে আসে— সেটিই বলে দেয় তিনি কেমন মানুষ ছিলেন।
যার শেষ যাত্রায় হাজারো মানুষের ভিড় জমে যায়, বুঝতে হবে তিনি শুধু গান বা কর্মে নয়, ভালোবাসায় মানুষকে ছুঁয়ে গেছেন। মৃত্যুর পরও যিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকেন, তিনিই জীবনে সত্যিকারের সফল।