Radha

Radha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radha, Digital creator, Ramakrishna, Dhaka.

'সনাতন' ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ গীতা।।আসুন গীতা পড়ি এবং ঈশ্বরের শরণাপন্ন হই এবং জীবনের নৌকোকে সঠিক পথে পরিচালিত করি🙏
* বলতে চাই,যা উপলব্ধি করি তা শেয়ার করতে চাই🌺
* ভুল কিছু চোখে পড়লে বলবেন,শুধরানোর চেষ্টা করবো🙏
* কৃপা করে পেজটি ফলো করবেন🙏

জীবনের আসল অর্জন!!!!একজন মানুষের জীবনের অর্জন কেবল ধন-সম্পদ বা পদমর্যাদা নয়। জীবনের আসল অর্জন হলো মানুষের হৃদয়ে জায়গা কর...
24/09/2025

জীবনের আসল অর্জন!!!!

একজন মানুষের জীবনের অর্জন কেবল ধন-সম্পদ বা পদমর্যাদা নয়। জীবনের আসল অর্জন হলো মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। যখন একজন মানুষ পৃথিবী ছেড়ে যায়, তখন তার জন্য কত মানুষ কাঁদে, কত মানুষ শেষ বিদায় জানাতে ছুটে আসে— সেটিই বলে দেয় তিনি কেমন মানুষ ছিলেন।

যার শেষ যাত্রায় হাজারো মানুষের ভিড় জমে যায়, বুঝতে হবে তিনি শুধু গান বা কর্মে নয়, ভালোবাসায় মানুষকে ছুঁয়ে গেছেন। মৃত্যুর পরও যিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকেন, তিনিই জীবনে সত্যিকারের সফল।

মানুষ যখন নেশায় (রূপক অর্থে) ডুবে যায়, তখন সে নিজেই বুঝতে পারে না তার জীবনটা কতটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। চারপাশের লো...
23/09/2025

মানুষ যখন নেশায় (রূপক অর্থে) ডুবে যায়, তখন সে নিজেই বুঝতে পারে না তার জীবনটা কতটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। চারপাশের লোকজন তাকিয়ে বলে, “তোর কি চিন্তা-চেতনা নাই রে?”—কিন্তু আসল সত্য হলো, নেশার ঘোর মানুষকে নিজের চোখেই অন্ধ করে দেয়।

যদি সে মুহূর্তে বুঝতে পারত, “আমি আসলে নেশার আসক্ত, আমি হারিয়ে যাচ্ছি”—তাহলে হয়তো তাকে দুর্দশা, কষ্ট আর সমাজের অবহেলার দিনগুলো দেখতে হতো না। সচেতনতার একটুখানি আলোই তাকে নতুন পথে নিয়ে যেতে পারত।

জীবনটা তো একটাই—এটা হারিয়ে ফেললে আর ফিরে পাওয়া যায় না। তাই নিজের ভেতরের মানুষটাকে চিনে ওঠা, নিজের ভুলগুলোকে স্বীকার করা—এটাই আসল মুক্তির শুরু।

শুভ মহালয়া কেন বলা যায় না? অনেকেই বলে শুভ মহালয়া শাস্ত্রমতে নাকি বলা যায় না তবে কেন অনেকই আবার শুভ মহালয়া বলে?মহালয়া মূল...
22/09/2025

শুভ মহালয়া কেন বলা যায় না? অনেকেই বলে শুভ মহালয়া শাস্ত্রমতে নাকি বলা যায় না তবে কেন অনেকই আবার শুভ মহালয়া বলে?

মহালয়া মূলত পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা।
এই দিনটি মূলত শ্রাদ্ধ ও পিতৃ-তর্পণের সাথে যুক্ত। তাই শাস্ত্রমতে, মহালয়াকে “শুভ” বলা হয় না, কারণ এটি একধরনের শোক ও পিতৃ-স্মরণের দিন। “শুভ” শব্দটি সাধারণত উৎসব, আনন্দ বা মঙ্গলকার্য-এর সাথে ব্যবহার হয়, কিন্তু মহালয়া দিনে প্রধানত পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা ও তর্পণ করা হয়, যা শোকের সাথে সম্পর্কিত। তাই কিছু আচার্য বা পুরোহিত বলেন “শুভ মহালয়া” বলা ঠিক নয়।

তবে, মহালয়ার পরই শুরু হয় দেবীপক্ষ, অর্থাৎ দুর্গাপূজার আগমনবার্তা। এজন্য অনেকেই আবেগে বা আনন্দে বলেন “শুভ মহালয়া”, কারণ তাঁদের কাছে এটি দেবীপক্ষের শুভ সূচনা।

👉 তাই বলা যায়—

শাস্ত্রমতে মহালয়া = শ্রাদ্ধ/পিতৃপক্ষের সমাপ্তি, শুভ নয়

প্রচলিত প্রথায় মহালয়া = দেবীপক্ষের শুরু, তাই অনেকে শুভ বলে থাকেন

অর্থাৎ, “শুভ মহালয়া” বলাটা ধর্মশাস্ত্রীয় নিয়ম নয়, বরং সামাজিক-সাংস্কৃতিক অভ্যাস।
#যদি কেউ শাস্ত্রীয় ভাবে জানেন অবশ্যই বলবেন
#দূর্গা

21/09/2025

মুকুন্দ গোঁসাই আশ্রম 🪷🪷🪷
বগুড়া

সবাইকে জানাই শুভ দেবীপক্ষ🌿🌺🌿
20/09/2025

সবাইকে জানাই শুভ দেবীপক্ষ🌿🌺🌿

বেশি ভাব নিলে যা হয়। কোন রকম চাপ ছাড়াই গেমটা কিছু আগে জেতা যেতো বাট ঐ যে ছয় মারমু চার মারমু টাইপ ভাব। রক্তচাপ বাড়ায়ে দিছ...
20/09/2025

বেশি ভাব নিলে যা হয়। কোন রকম চাপ ছাড়াই গেমটা কিছু আগে জেতা যেতো বাট ঐ যে ছয় মারমু চার মারমু টাইপ ভাব। রক্তচাপ বাড়ায়ে দিছিলো 😆। আমি ব্যাক্তিগত ভাবে নাছুম আহমেদ এবং শামীর হোসাইন কে এই জেতার মেইন কারিগর মনে করি। কেননা হৃদয় এবং সাঈফ এর পরিশ্রম বৃথা যেত যদি মাছুম ডট মারতো,,,কারন মোরা জানি এরা যাইতে লাগলে হুর হুর করে যায়😆😆
অভিনন্দন বাংলাদেশ ❤️
😊😊

20/09/2025

কোন কিছুর মূল্য টুকু না জেনে তা মান্য করা,কেননা মানুষ তা মান্য করে তাই আমিও মান্য করি, এমন মান্যতা স্থায়ী হয় না। বরং আরো অন্ধকারে ধাবিত করে,তাই প্লিজ জানার চেষ্টা করুন,কেন এটি আমি মানবো,কিসের জন্য মানবো,একবার উত্তর পেলে কারো ক্ষমতা নেই আপনার ভেতরে সেই মান্যতা নিয়ে কোন বিষ বপণ করার,,ভেড়ার পালের মতন ঐ মানে তাই আমি মানি,,এসব করতে যাবেন না🙏🙏😄

জয় শনিদেব🙏শনিদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক🙏 #শনিদেব
20/09/2025

জয় শনিদেব🙏
শনিদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক🙏
#শনিদেব

19/09/2025

শিবমন্দির,
বগুড়া

18/09/2025

ইন্দ্রিয় যেটাকে টানে না,মানুষ সেটা গ্রহন করেনা। সেটা হোক ভালো বা খারাপ ভার মে যায় তা,,, বাট ইন্দ্রিয় নিয়ন্ত্রন ছাড়া কোন কিছু প্রাপ্তি সম্ভব না।

Address

Ramakrishna
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Radha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share