02/09/2025
আসসালামু আলাইকুম গাইস,আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই 😭ভালো থাকবোই বা কেমনে বলেন এই যে আপনারা দেখতেছেন ITZ MEHEDI চ্যানেলটি একসময় চ্যানেলটি কত রানিং ছিল এবং লাইভে কত ভিউ হতো আমার কতো ভালোবাসার মানুষ ছিল যারা প্রত্যেকদিন আমার লাইভের অপেক্ষায় করতো,কত আড্ডা দিতাম আমার ভালোবাসার মানুষদের সাথে লাইভে, কিন্তু এখন আমার কাছে কিছু নেই 💔 আমি এখন আর আগের মতো লাইভ করতে পারি নাহ তাই আমার লাইভে কেউ আসে ও নাহ 🙂
সত্যি কথা বলতে প্রমাণ আপনাদের চোখের সামনে
আগে লাইভে ভিউ আসতো যেমন তেমন ১০০-২০০। কিন্তু ভালোবাসার মানুষ ছিলো অনেক। অনেক আনন্দ করতাম ভালোবাসার মানুষদের সাথে লাইভ চ্যাট। আর এখন আমার লাইভ কেউ দেখেই নাহ 😅,লাইভ শেষে ভিউ হয় ১০-১৫ টা আর লাইক নাই বললেই চলে, 😅
আর লাইভে কমেন্ট কেউ ই করে নাহ 💔
কমেন্ট করবেই বা কিভাবে যদি লাইভে কেউ না দেখে 🙂,
এভাবে চললে তো আমি এমনি ভেংগে যাব 💔
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের রাতে আমার চ্যানেলের শেষ লাইভ হবে।
এরপর থেকে এই চ্যানেলে আর কোন লাইভ হবে না 🚫
ধন্যবাদ সবাই ভালো থাকবেন ❤️🩹
Last Live দেখার আমন্ত্রণ রইল সবাইকে - https://youtube.com/.55?si=cxVO15vCn1-8lump