Khadiza Akter

Khadiza Akter Welcome to my page
(68)

19/08/2025

Ato din somossa karone page kaj korte pari nai
Inshaallah akhon theke kaj suro korbo

21/07/2025

উত্তরার মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে! একটি ট্রেনিং এয়ারক্রাফট নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের মাঠে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আ;গুন ধরে যায় এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বাচ্চাগুলো কে আল্লাহ সাহায্য করুন 🥺

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ  লোককেই যদি  প্রশ্ন করা হয়  - “আপনার জীবনে সবচেয়ে  প...
09/07/2025

স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল।

বেশিরভাগ লোককেই যদি
প্রশ্ন করা হয় -
“আপনার জীবনে সবচেয়ে
প্রিয় নারী কে?”
স্বভাবতই অনেকে উত্তর দেন - মা,
কেউ বলেন - মেয়ে,
কেউবা বলেন - বোন
কেউ বা বলেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।

খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।
আসলে বাঙালী পুরুষের সমস্যা!

বউকে ভালবাসি বললে
মান সম্মান চলে যাবে?
লোকে বউ পাগল বলবে?
বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে
হেডম কমে যাবে?

এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না...

লিখা:-সংগৃহীত

゚viralシfypシ゚viralシalシ

সবাইকে জানাই পবিত্র ঈদ -উল- আযহা শুভেচ্ছাঈদ মোবারক 🥰
06/06/2025

সবাইকে জানাই পবিত্র ঈদ -উল- আযহা শুভেচ্ছা

ঈদ মোবারক 🥰

22/05/2025

একজন এমন পুরুষকে বিয়ে করো, যার মধ্যে দায়িত্বশীলতা ও দায়িত্ব নেওয়ার মানসিকতা থাকে। সে যেন খুব ধনী না হলেও, বুঝে কীভাবে পরিবারকে আগলে রাখতে হয়। এমন একজন, যে তোমার প্রয়োজনগুলো নিজের থেকেই বুঝে পূরণ করে—তোমাকে বারবার বলতে বা অনুরোধ করতে হয় না। যে শুধু তোমার ডাকে সাড়া দেয় না, বরং নিজে থেকেই পাশে এসে দাঁড়ায়।

তার ব্যাংকে কোটি টাকা না থাকলেও, তার চরিত্রে এমন দৃঢ়তা থাকবে যা তোমাকে মানসিক ও আবেগিকভাবে নিরাপত্তা দেয়। এমন একজন, যে কথা দিলে তা রাখে, আর প্রয়োজনে তোমার জন্য সামনে এসে দাঁড়ায়—নির্ভরতার প্রতিচ্ছবি হয়ে।

এই রকম একজন মানুষই প্রকৃত সঙ্গী হবার যোগ্য।🤍🌷

゚ ゚viralシ

👉বোকা স্বামীদের জন্য কিছু সত্য কথাঃঅনেক স্বামী আছেন, যারা মনে করেন স্ত্রীকে ভালোবাসা বা প্রাধান্য দেওয়া মানেই হয়তো পরি...
20/05/2025

👉বোকা স্বামীদের জন্য কিছু সত্য কথাঃ

অনেক স্বামী আছেন, যারা মনে করেন স্ত্রীকে ভালোবাসা বা প্রাধান্য দেওয়া মানেই হয়তো পরিবার বা আত্মীয়দের অবহেলা করা। তাই তারা স্ত্রীকে প্রায়ই তুচ্ছ করে দেন, তার আবেগ, ভালোবাসা, আশা-ভরসাগুলোকে উপেক্ষা করেন, শুধু এই ভেবে যে, "পরিবার-আত্মীয়দের মন রক্ষা করতেই হবে।

কিন্তু একটা কথা মনে রেখো...
তোমার মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন — তারা অবশ্যই তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা কেউই তোমার প্রতিদিনের রুটিনে, তোমার সবকিছুতে অংশীদার নয়। তারা কেউই প্রতিদিন তোমার পাশে ঘুমায় না, তোমার ঘরের খুঁটিনাটি দেখাশোনা করে না, তোমার সুখে-দুঃখে অবিচল থাকে না।

তোমার স্ত্রী — সে কিন্তু ঠিক তাই করে।
সে তোমার জীবনের এমন একজন, যে শুধু ভালোবাসা নয়, তোমার জন্য কত ত্যাগ স্বীকার করে, সেটা তুমি অনেক সময় টেরও পাও না।
সে হয়তো নিজের পরিবার ছেড়ে তোমার ঘরকে নিজের ঘর বানিয়েছে।
সে হয়তো হাজার অপমান সয়ে আজও তোমার পাশে দাঁড়িয়ে আছে, শুধু এই আশায় — তুমি একদিন তাকে বোঝো, তাকে গুরুত্ব দাও।

তাই দয়া করে আত্মীয়দের খুশি রাখতে গিয়ে নিজের ঘরের শান্তি নষ্ট করো না।
তোমার স্ত্রীকে অবহেলা করো না।
কারণ, শেষ পর্যন্ত যেই মানুষটা তোমার মৃত্যুশয্যায় তোমার হাত ধরে কাঁদবে,
তুমি হাসপাতালের বেডে শুয়ে যখন চোখ বন্ধ করছো — পাশে বসে চোখ ভেজাবে,
সে কেউ নয় — তোমার স্ত্রী।

ভুলে যেয়ো না,
পরিবার তোমার জন্মের অংশ,
কিন্তু স্ত্রী তোমার জীবন-সঙ্গিনী — জীবন-মরণের সাথী।

゚ ゚viralシ

19/05/2025

“টাকাই সব নয়” —এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয়…!!

যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না—সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য।

টাকা না থাকলে—
তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না,
তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না,
তোমার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না।

সত্যিটা নির্মম—অনেক বাবা-মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান। অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে, থেমে যায়, কেবল টাকার অভাবে।

টাকা না থাকলে—
তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ মূল্য দেবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও, এক সময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে।

এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে, যখন তোমার হাতে কিছু থাকে। আর যদি না থাকে? তখন তুমি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’।

টাকা ছাড়া—
না হয় ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায়…
কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে,
কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না।

কেউ যদি ভাবে, কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে—তবে তারা বোঝে না, যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়।

টাকাই কি সব? না, হয়তো নয়।
কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত— সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়।

আর সব থেকে বড় কথা দুবেলা দুমুঠো খাবার যোগাড় করার জন্যও কিন্তু ওই টাকাটাই প্রয়োজন।

তাই জীবনকে ছোট মনে কোরো না। টাকাকে ঘৃণা নয়—সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তুলো। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন—

কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই “টাকা”।

সংগৃহীত

゚ ゚viralシ

প্রেমিকা কে বউ বানাতে টাকা না, বুকে সাহস লাগে।নিজের স্ত্রীকে কে অসম্মান করলে তার মুখোমুখি দাঁড়াতে , স্ত্রীর সম্মানের জন...
18/05/2025

প্রেমিকা কে বউ বানাতে টাকা না, বুকে সাহস লাগে।

নিজের স্ত্রীকে কে অসম্মান করলে তার মুখোমুখি দাঁড়াতে , স্ত্রীর সম্মানের জন্য স্ট্যান্ড নিতে পরিস্থিতি না - যোগ্যতা লাগে।

বাঘের মত দেখতে হলেই যেমন বিড়াল বাঘ হয়ে যায় না - তেমনি সাথে পুরু*ষাঙ্গ থাকলেই সে পুরুষ হয় না।
পুরুষ হতে নারীকে সম্মান দিতে জানতে হয়।
নারীর আশ্রয় হতে জানতে হয়।
নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে জানতে হয়।
নারীর সামনে শক্ত ঢাল হয়ে দাঁড়াতে জানতে হয়।
নারীর রক্ষা কবচ হতে হয়।

টাকা থাকলে তাকে টাকাওয়ালা বলে কিন্তু পুরুষ বলে না। টাকা তো স্ত্রীকে প*তিতা বানিয়ে বিক্রি করেও ইনকাম করা যায়। তাতে কোনো যোগ্যতা লাগে না।

কিন্তু সেই স্ত্রীকে বুকের পাঁজরে যত্ন করে রাজরানী করে রাখতে যোগ্যতা লাগে, পুরুষত্ব লাগে। তবেই তাকে পুরুষ বলে।
পুরুষ কেউ ক্ষমতা, টাকা বা পুরুষাঙ্গের জোরে হয় না - পুরুষ হয় ব্যক্তিত্বের জোরে। রক্ষা কবচ হবার ক্ষমতায়।

কথা গুলো তিতা হলেও বাস্তব

゚ ゚viralシ

18/05/2025

একজন নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে। একজন পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায়।

আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন, তবে অবশ্যই তার সাথে শারীরিক Attachment হতে হবে এমনকি তা পুরোপুরি মন থেকেই। পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে Physical Attachment এ থাকলে।

তবে নারীরা Physical Attachment এর চাইতে Mentally Attachment এ বেশি গুরুত্ব দেয়। আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে, তবেই কেবল সে শারীরিক Attachment এ আগ্রহ দেখাবে। তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তবে সে কোনোকিছুর প্রতিই আগ্রহ দেখাবে না।

পুরুষের তুলনায় নারীদের এই একটা কারণেই সবচেয়ে বেশি মুড সুইং হয়। নারী এবং পুরুষ দুই ভিন্ন মেরুর জিনিস। এখানে বুঝতে হবে, আপনার সঙ্গী ঠিক কিসে নিজেকে Satisfy মনে করে। সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন, তবেই আপনি একজন ভালো সঙ্গী। এখানে কেউ কারো চাহিদা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয়।
মন যদি সায় না দেয়, তবে তার ধারেকাছেও যাওয়া যায় না। আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন, সে তখন আপনাআপনিই আপনার ডাকে সাড়া দিবে।

আর পুরুষ সঙ্গীর ক্লান্তি, হতাশা দূর করতে পারলে, সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে। পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউ কাউকে বুঝতে চায় না সহজে। পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয়, তবেই পরস্পরের চাহিদা পূরণ হয়। চাহিদা অপূর্ণ রেখে একে-অপরকে দোষারোপ করে, শুধুমাত্র দায়ে পড়ে সংসার করার কোনো মানে নেই"!

゚ ゚viralシ

13/05/2025

🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে । সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

🥹আপনার মিষ্টি বউটা এখন মা…
একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট।
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব—
কিন্তু কেউ ভাবে না, সে কতটা হতাশ তার জীবন নিয়ে

☺️সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই কথাটা সবাই বলে।
😢কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

🤔সে কেন আগের মতো হাসে না?
🤔কেন চুপচাপ হয়ে গেছে?
🤔কেন একটু কিছু হলেই রেগে যায়?

🙂‍↕️কিন্তু কখনো কি জিজ্ঞেস করি—
তোমার কি লাগবে । কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা।

✅একজন মা,
👉যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
👉যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়,
👉 প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ , বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না ।
👉 তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ।

✅যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়—
👉তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই।

🥹আয়া, বুয়া, দারোয়ান—সবার শ্রমের দাম আছে।
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই।

😢তাকে কেউ ধন্যবাদ দেয় না,
😢কেউ বোঝে না,
শুধু বলে—
“তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের?”
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?”

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

🥹সে কোনো স্বীকৃতি চায় না,
🥹কোনো বেতন চায় না।
শুধু চায় কেউ একজন বলুক—
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।"

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে । ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে ।

👉এই লেখা শুধু একজন মায়ের না,
👉এটা হাজারো মায়ের মনের কথা —
👉যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে,

✅ আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন ।

゚ ゚viralシ

10/05/2025

একটা মেয়ের বাপের বাড়ির মানুষ যখন তার স্বামী কে অসম্মান করে মেয়েটা প্রতিবাদ করে এবং কথা বলাও বন্ধ করে দেয়।
আর স্বামীর বাড়িতে মেয়েরা যখন অসম্মানিত হয় তখন স্বামীর মুখ একেবারে বন্ধ হয়ে যায় 🤫😭

゚ ゚viralシ

03/05/2025

বাস্তব কথা 💔

゚ ゚viralシ

Address

Demra
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadiza Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share