
01/10/2024
সে কিন্তু আবু সায়ীদের মতো ইয়াবার নেশায় আসক্ত হয়ে সুইসাইড করার জন্য হাত প্রসারিত করে দাঁড়ায়নি! সে দাঁড়িয়েছিল তার শ্রমের ন্যায্য অধিকার আদায়ের জন্য। কিন্তু গুলিবিদ্ধ হয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে! কোথায় আজ তথাকথিত সুশীল ও মেধাবী? তাকে নিয়ে একটুকুও আওয়াজ শুনলাম না! এ দায় এড়ানোর সুযোগ কিন্তু মহাজনের সরকার পাবেনা।
কাওসার হোসেন খান, বয়স ২৭ বছর। সুইং অপারেটর, ম্যাংগো টেক্স লিমিটেড। হতভাগা এই গার্মেন্টস শ্রমিকের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।