10/07/2025
ভাদুঘর মাহাবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ফলাফল — আত্মসমালোচনার এক নির্মম চিত্রনাট্য
এই ফলাফল নিয়ে উৎসব করার মতো কিছু নেই। বরং লজ্জায় মুখ লুকানোর মতো এক নির্মম বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। উপরে থেকে দেখলে মনে হবে সাফল্য, কিন্তু ভেতরে রক্তক্ষরণ, যা আমরা জেনেও চুপ করে আছি।
খবরে এলো....
“ভাদুঘর স্কুলের ২০২৫ সালের এসএসসি পাশের হার ৯৮%!”
বাহ বাহ! অভিনন্দন! কিন্তু একবার থামুন…
এই ৯৮% কারা?
আমাদের ভাদুঘরের সন্তানরা?
না!
বাইরের স্কুল থেকে ভর্তিকৃত পরীক্ষার্থীদের দিয়ে কৃত্রিমভাবে তৈরি এক সাজানো সাফল্য!
এ যেন এক অভিনীত নাটক যেখানে আমরা দর্শক, চোখে ঠুলি বেঁধে হাততালি দিচ্ছি, অথচ জানিই না পর্দার পেছনে কেমন ভয়ংকর সত্য লুকানো।
🟥 আসল চিত্রটা শুনুন....
পুরো ব্যাচে জিপিএ ৫ মাত্র একজন!
একজন!
আর বাকিরা? কেউ কাঁধে চাপা দুঃখ নিয়ে পাশ করেছে, কেউ আবার পারেনি এই কি আমাদের শিক্ষার গর্ব?
🟥 বিজ্ঞানের ছেলেমেয়েরা চলছে এক পায়ে
একজন শিক্ষক সব বিষয় পড়াচ্ছেন –বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এমনকি আইসিটিও!
একজন মানুষ কিভাবে সব বিষয়ের ‘গুরু’ হতে পারেন?
তাঁর কি সময় আছে? যত্ন আছে? দায়িত্ববোধ আছে?
না! আছে শুধু বেতন পাওয়ার হিসাব আর ছাত্ররা হয়ে উঠেছে একেকটা পরীক্ষার যন্ত্র।
🟥 এরপর শুরু হয় “প্রাইভেট সিন্ডিকেট” নাটক
একটা গুটিকয়েক চক্র যারা স্কুলকে বানিয়েছে ব্যবসার খনি।
টেস্ট পরীক্ষা পার হলেই ছাত্রদের মোটা টাকায় প্রাইভেট ক্লাসে নেয়া শুরু।
একটা অদৃশ্য চাপে পড়ালেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে “কার কাছে পড়ছো?”
তারা ভবিষ্যৎ গড়ে না — গড়ে নিজের আঙুল ফুলানো আয়।
🟥 আর আমরা?
আমরা অভিভাবক হয়ে নিরব।
আমরা সমাজ হয়ে চুপ।
আমরা গ্রামের সচেতন মানুষ হয়ে চোখ ফিরিয়ে নিই।
কেন? ভয়ে? না কি "আমার ছেলেটা তো পাশ করছে" ভেবে আত্মতৃপ্তির ফাঁদে আটকে গেছি?
❗ভাদুঘরবাসী, এখনই সময়!
আর না এই অব্যবস্থা, এই প্রহসন, এই প্রতারণা চলতে পারে না।
আমাদের স্কুল আমাদেরই এটা কোনো গুটিকয়েক লোভী শিক্ষকের ব্যবসা নয়।
আমাদের সন্তানদের জীবন নিয়ে কেউ খেলা খেলবে এটা হতে দেওয়া যায় না।
🔥 এখন দরকার
প্রতিবাদী কণ্ঠ
সত্যের পক্ষে দাঁড়ানো সাহসী অভিভাবক
শিক্ষার জন্য গলা ফাটানো যুবক
যিনি বলবেন "এই স্কুল আমাদের, আমরা জেগে উঠেছি।"
আজ আমরা যদি না জাগি,
৫ বছর পর এই স্কুল থাকবে ঠিকই
কিন্তু ছাত্র থাকবে না,
থাকবে না শিক্ষক, থাকবে না গর্ব,
থাকবে শুধু ভাদুঘরের শিক্ষা নামক লাশ।
জেগে উঠো ভাদুঘরবাসী!
এখনই সময়।
নইলে কাল শুধু আমাদের সন্তানের নয়
হারিয়ে যাবে পুরো এলাকার ভবিষ্যৎ।
✍️ Shah Md Touhidur Rahman
সাবেক ছাত্র ভাদুঘর মাহবুবুল হুদা।