JAHID

JAHID Everyone is crazy about money. Human love is not crazy.Nowadays people don't love people.
(1)

13/07/2025

সোহাগের শেষ ভিডিও টা আসলে স্মৃতি হয়ে থাকলো

11/07/2025

এমন স্বাধীনতায় হইত আপনারা চেয়েছিলেন!

#স্বাধীনতা
#বাংলাদেশ
#বাংলাদেশেরখবর
#রাজনীতি

ভাদুঘর মাহাবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ফলাফল — আত্মসমালোচনার এক নির্মম চিত্রনাট্যএই ফলাফল নিয়ে উৎসব ...
10/07/2025

ভাদুঘর মাহাবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ফলাফল — আত্মসমালোচনার এক নির্মম চিত্রনাট্য
এই ফলাফল নিয়ে উৎসব করার মতো কিছু নেই। বরং লজ্জায় মুখ লুকানোর মতো এক নির্মম বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। উপরে থেকে দেখলে মনে হবে সাফল্য, কিন্তু ভেতরে রক্তক্ষরণ, যা আমরা জেনেও চুপ করে আছি।
খবরে এলো....
“ভাদুঘর স্কুলের ২০২৫ সালের এসএসসি পাশের হার ৯৮%!”
বাহ বাহ! অভিনন্দন! কিন্তু একবার থামুন…
এই ৯৮% কারা?
আমাদের ভাদুঘরের সন্তানরা?
না!
বাইরের স্কুল থেকে ভর্তিকৃত পরীক্ষার্থীদের দিয়ে কৃত্রিমভাবে তৈরি এক সাজানো সাফল্য!
এ যেন এক অভিনীত নাটক যেখানে আমরা দর্শক, চোখে ঠুলি বেঁধে হাততালি দিচ্ছি, অথচ জানিই না পর্দার পেছনে কেমন ভয়ংকর সত্য লুকানো।
🟥 আসল চিত্রটা শুনুন....
পুরো ব্যাচে জিপিএ ৫ মাত্র একজন!
একজন!
আর বাকিরা? কেউ কাঁধে চাপা দুঃখ নিয়ে পাশ করেছে, কেউ আবার পারেনি এই কি আমাদের শিক্ষার গর্ব?
🟥 বিজ্ঞানের ছেলেমেয়েরা চলছে এক পায়ে
একজন শিক্ষক সব বিষয় পড়াচ্ছেন –বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এমনকি আইসিটিও!
একজন মানুষ কিভাবে সব বিষয়ের ‘গুরু’ হতে পারেন?
তাঁর কি সময় আছে? যত্ন আছে? দায়িত্ববোধ আছে?
না! আছে শুধু বেতন পাওয়ার হিসাব আর ছাত্ররা হয়ে উঠেছে একেকটা পরীক্ষার যন্ত্র।
🟥 এরপর শুরু হয় “প্রাইভেট সিন্ডিকেট” নাটক
একটা গুটিকয়েক চক্র যারা স্কুলকে বানিয়েছে ব্যবসার খনি।
টেস্ট পরীক্ষা পার হলেই ছাত্রদের মোটা টাকায় প্রাইভেট ক্লাসে নেয়া শুরু।
একটা অদৃশ্য চাপে পড়ালেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে “কার কাছে পড়ছো?”
তারা ভবিষ্যৎ গড়ে না — গড়ে নিজের আঙুল ফুলানো আয়।
🟥 আর আমরা?
আমরা অভিভাবক হয়ে নিরব।
আমরা সমাজ হয়ে চুপ।
আমরা গ্রামের সচেতন মানুষ হয়ে চোখ ফিরিয়ে নিই।
কেন? ভয়ে? না কি "আমার ছেলেটা তো পাশ করছে" ভেবে আত্মতৃপ্তির ফাঁদে আটকে গেছি?
❗ভাদুঘরবাসী, এখনই সময়!
আর না এই অব্যবস্থা, এই প্রহসন, এই প্রতারণা চলতে পারে না।
আমাদের স্কুল আমাদেরই এটা কোনো গুটিকয়েক লোভী শিক্ষকের ব্যবসা নয়।
আমাদের সন্তানদের জীবন নিয়ে কেউ খেলা খেলবে এটা হতে দেওয়া যায় না।
🔥 এখন দরকার
প্রতিবাদী কণ্ঠ
সত্যের পক্ষে দাঁড়ানো সাহসী অভিভাবক
শিক্ষার জন্য গলা ফাটানো যুবক
যিনি বলবেন "এই স্কুল আমাদের, আমরা জেগে উঠেছি।"
আজ আমরা যদি না জাগি,
৫ বছর পর এই স্কুল থাকবে ঠিকই
কিন্তু ছাত্র থাকবে না,
থাকবে না শিক্ষক, থাকবে না গর্ব,
থাকবে শুধু ভাদুঘরের শিক্ষা নামক লাশ।
জেগে উঠো ভাদুঘরবাসী!
এখনই সময়।
নইলে কাল শুধু আমাদের সন্তানের নয়
হারিয়ে যাবে পুরো এলাকার ভবিষ্যৎ।

✍️ Shah Md Touhidur Rahman

সাবেক ছাত্র ভাদুঘর মাহবুবুল হুদা।

জানাজার কাতার দীর্ঘ, সাদা কাপড়ে ঢাকা নিথর শরীরটা যখন দাফনের প্রস্তুতিতে ব্যস্ত সবাই, ঠিক তখনই সবার চোখের আড়ালে এক কোণায় ...
09/07/2025

জানাজার কাতার দীর্ঘ, সাদা কাপড়ে ঢাকা নিথর শরীরটা যখন দাফনের প্রস্তুতিতে ব্যস্ত সবাই, ঠিক তখনই সবার চোখের আড়ালে এক কোণায় বসে আছেন এক বৃদ্ধ।
চোখজুড়ে অশ্রু, কাঁপা হাতে আঁকড়ে ধরা এক লাঠি, আর মন ভেঙে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনে…
তিনি মুসলমান নন, তিনি হিন্দু।
কিন্তু জানাজায় এসেছেন, এসেছেন শেষবারের মতো তাঁর প্রাণের বন্ধুটিকে বিদায় জানাতে।
বয়সের ভারে ন্যুব্জ হলেও বন্ধুর মৃত্যুতে কান্না থামাতে পারেননি।
না ধর্ম, না জাত এই ভালোবাসার মাঝে কিছুই আসতে পারেনি।
এই দৃশ্য শুধু কান্না নয়,
এটা এক জাতিকে শেখায় মানুষ হওয়া ধর্মের চেয়েও বড়।
এক বন্ধুর জানাজায় আরেক বন্ধুর চোখের অশ্রু,
এই দৃশ্য বাঙালির চিরন্তন মানবতার পরিচয়।
আহা বন্ধুত্ব!
তোমার এমন নিঃশব্দ ভালোবাসায় আজ আকাশও হয়তো চোখ ভিজিয়েছে…

✍️ Shah Md Touhidur Rahman

ছবি ফেইসবুক থেকে নেয়া।

#মানবতা #বন্ধুত্ব #চিরন্তনভালোবাসা #ধর্মনয়মানুষপ্রধান #বাংলারগর্ব

06/07/2025

মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রাব্বানা,
কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা 😭🖤
ইয়া হাসাইন 🖤😭 ইয়া হোসেন

🎵🎼 কৃতজ্ঞতা : Yaar Hossain বড় ভাই 🖤🖤

05/07/2025

ভাদুঘর বাজার কমিটির উদ্যোগে মহররম উপলক্ষে আয়োজন করা হলো ঐতিহ্যবাহী লাঠি খেলা।
গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতির অংশ এই লাঠি খেলা আজও বহন করে আমাদের বীরত্ব আর ঐতিহ্যের চেতনা।
মহররম মাসের পবিত্রতা ও শোকের আবহে আয়োজিত এই খেলা নতুন প্রজন্মকে জানিয়ে দেয় বাঙালির লড়াই, আত্মত্যাগ আর সম্মানের ইতিহাস।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে ভাদুঘর বাজার এলাকা।
লাঠির ঘূর্ণন আর বাজনার তালে তালে যেন জেগে উঠে বীরত্বগাথা এক প্রাচীন ইতিহাস।
এই আয়োজনে আনন্দ, শ্রদ্ধা ও ঐতিহ্য এক সুতোয় গাঁথা।

#ভাদুঘরবাজার
#লাঠিখেলা
#মহররম২০২৫
#বাংলারঐতিহ্য
#গ্রামবাংলারসংস্কৃতি
#বীরত্বেরপ্রতীক
#মাঠেরলড়াই
#শোকেআনন্দেএকাত্ম


30/06/2025

১০ টাকার ওষুধ ৩৫০ টাকায়! কুমারশীল মোড়ে জান্নাত ফার্মেসির মালিকের চরম প্রতারণা ফাঁস –
কুমারশীল মোড় এলাকায় ওষুধপ্রেমী জনসাধারণের মাঝে চরম ক্ষোভের জন্ম দিয়েছে একটি নজিরবিহীন প্রতারণা কাণ্ড। মাত্র ১০ টাকার একটি সাধারণ ওষুধ ৩৫০ টাকায় বিক্রি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জান্নাত ফার্মেসির মালিক মুতাহার মিয়া।
ভুক্তভোগী মুফতি কামরুল ইসলাম নন্দনপুরী জানান, “আমি সাধারণভাবে ওষুধ কিনতে গিয়েছিলাম। কিন্তু যা দাম নিয়েছে, তা ভয়ংকর প্রতারণা। কোনো রিসিট পর্যন্ত দেয়নি। এটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন।”
স্থানীয়রা জানায়, এই ঘটনা নতুন নয়। মুতাহার মিয়া দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যে ওষুধ বিক্রি করে আসছেন। অনেকে মুখ না খুললেও, এবার প্রকাশ্য অভিযোগের পর সকলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ধরনের ব্যবসায়ীদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে।”
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
দাবি উঠেছে – ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
🔴 জনগণের আহ্বান: ওষুধ নিয়ে প্রতারণা বন্ধ করো – মুতাহার মিয়াকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও!

ভুক্তভোগী – https://www.facebook.com/share/v/16uQcpxUNp/

#বাংলাদেশেরখবর #বাংলাদেশের #ঔষুধ

#ব্রাহ্মণবাড়িয়া
#বাংলাদেশ

কিশোরগঞ্জের ৩ হাজার এর বেশি গোরখোদক মনু মিয়া মারা গেছেইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।উক্ত কাজের ওছিলায় আল্লাহ ত...
28/06/2025

কিশোরগঞ্জের ৩ হাজার এর বেশি গোরখোদক মনু মিয়া মারা গেছে
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
উক্ত কাজের ওছিলায় আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন । আমিন।

#কিশোরগঞ্জ #বাংলাদেশ #বাংলাদেশেরখবর

27/06/2025

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বিয়ের জন্য টিচার পাওয়া গেল।

#ভাইরাল
#ভিডিও

আজ আমাদের এলাকায় (ঘাটুরা মেডিকেল হসপিটালের সামনে) এই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে উনি কিছুটা সুস্থ হলেও...
24/06/2025

আজ আমাদের এলাকায় (ঘাটুরা মেডিকেল হসপিটালের সামনে) এই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে উনি কিছুটা সুস্থ হলেও নিজের পরিচয় দিতে পারছেন না। তাঁর শরীর ও মুখে ময়লা রয়েছে, মনে হচ্ছে তিনি অনেকক্ষণ ধরে বাইরে ছিলেন।

যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তাঁর পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:

(01304712076)

আপনার একটি শেয়ারই হয়তো তাঁর পরিবারকে খুঁজে পেতে সাহায্য

করতে পারে।

স্থান: [ঘাটুরা মেডিকেল হসপিটাল ]

Address

Brahmanbaria
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when JAHID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category