
30/03/2024
এখনকার সময়ে প্রচুর উদ্যোক্তা বা ব্যবসায়ীরা অনলাইন ব্যবসায় আগ্রহী হচ্ছে।
এই অনলাইন ব্যবসা টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম প্রয়োজন সঠিক গাইডলাইন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেকোনো ব্র্যান্ডকে খুব সহজে পৌঁছে দেয় সকলের কাছে।
বিভিন্ন রকমের প্রমোশন অথবা কেম্পেইনের মাধ্যমে আপনার ব্র্যান্ড এর উপস্থিতি সোশ্যাল মিডিয়াতে বেড়ে যাবে খুব শীঘ্রই, আর এই কাজ গুলো করা তখনি সম্ভব যখন আপনার বিজনেস পেজটি ফেসবুক আলগারিদম অনুযায়ী সম্পূর্ণ ভাবে সেটআপ থাকবে ।
এতে আপনার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমার আপনাকে সহজেই খুঁজে পাবে এবং খুব সহজেই আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারবেন।
➡️পেজ সেটআপের জন্য যা যা প্রয়োজন
✅ Page Logo
✅ Page Cover
✅ Attractive Page Bio
✅ Business Details
✅ Page category
✅ Location Set up
✅ Number /E mail Address Set up
✅ Website Address Set up
✅ URL customise
✅ Automatic Message Set up
✅ Send Message to action or Call to action Set up
পেজের উল্লেখ্য Set Up গুলোই আপনার পেজ এবং ব্যবসাকে আকর্ষণীয় করে তুলবে।