
30/05/2025
#সতর্কতামূলক পোস্ট,
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আল্লাহকে খুশি করার উদ্দেশে যারা চাটমোহর থানা এলাকার বিভিন্ন হাটে কুরবানীর জন্য গরু ছাগল ক্রয় বিক্রির করবেন তাদেরকে বলতেছি। এই সুযোগে কিছু অসাধু লোক আছে তারা #জাল টাকার বিস্তার করে,তাই #জাল টাকা হইতে সাবধান। প্রতিটি হাটে চাটমোহর থানা পুলিশ নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবে। আপনার প্রয়োজনে পুলিশ এর নিকট থাকা মেশিনের সাহায্যে জাল টাকা পরীক্ষা করতে পারবেন।