KamruZzaman Kayesh

KamruZzaman Kayesh Discover the latest insights and trends in the world of blogging

23/09/2024
19/09/2024

ত্রাণের ১১ কোটি টাকা নিয়ে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, এরকম প্রশ্ন যদি গত ১৬ বছর করা হতো তাহলে লক্ষ কোটি টাকা দেশেই থাকতো!✌️

23/08/2024

হাফ ভাড়ার জন্য ১০ টাকা নিয়ে তর্ক করা স্টুডেন্টরা, পুরোমাসের হাত খরচের টাকা ডোনেট করে দিচ্ছে। এ বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ!🇧🇩❤️

22/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

Copy

22/08/2024

পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে।

শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো।

জেগে উঠেছে নতুন বাংলাদেশ - সারা দেশের মানুষের মাঝে আজ তৈরী হয়েছে এক অভূতপূর্ব ঐক্য।

21/08/2024

আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভা*রতের গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হোক ✊

ভারতের উগ্র হিন্দুত্ববাদী'রা কেমন একটা উদাহরণ দেই...ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি...
16/08/2024

ভারতের উগ্র হিন্দুত্ববাদী'রা কেমন একটা উদাহরণ দেই...

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি বোন আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধ’র্ষণ ও খু’ন করা হয়েছিল।

মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, তার ছেলে, ভাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে ধ’র্ষণ করে। পরবর্তীতে জানা যায়, দু’জন পুলিশ অফিসারসহ আটজন মেয়েটিকে আটদিন ধরে ধ’র্ষণের পর পাথর দিয়ে মাথায় আঘাত করে হ’ত্য| করে। আসিফার দেহ রাসানা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল। কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হিন্দুত্ববাদী'রা বাধা দেয়। তারপর ৪০ কিলোমিটার দূরে কাঠুয়া জেলার একটি গ্রামের জঙ্গলে আসিফাকে কবর দেয়া হয়। আসিফার জানাজায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ।

একটা শিশুকে ৮ দিন ধরে ধ’র্ষণ করেছে!

৮ জন মিলে!

৮ টা দিন!

তারপর কি করলো? পাথর দিয়ে হ'ত্য| করলো...

কারা করেছে?
১. মন্দিরের পুরোহিত
২. পুরোহিতের নিজের ছেলে
৩. তার ভাগিনা
৪. দু'জন পুলিশ অফিসার
৫. আরও কয়েকজন মিলে....

এই কেইসটা বাংলাদেশে ভাইরাল হয়নি কারণ বোন আসিফা বানু মুসলিমাহ্ ছিল। কোনো এলিট কেউ ছিলো না...

10/01/2024

আসসালামু আলাইকুম

 #সত্যি কথা
07/01/2024

#সত্যি কথা

Address

Uttara
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when KamruZzaman Kayesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share