
01/09/2025
রাত প্রায় ১টা বাজে। আজ মোট*ল ৮টি পার্সেল প্যাক সম্পন্ন করেছি। অফারের কারণে সারাদিনই ছিলো ভীষণ ব্যস্ততা।
আজকের বিশেষ অফার ছিলো ৯৯ টাকা এবং ২৫০ টাকার প্যাকেজ, আর এই অফারকে ঘিরে পেজ ও ইনবক্সে অসংখ্য অর্ডার পেয়েছি। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়ে আমরা কৃতজ্ঞ—আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। 🙏
📑 বর্তমানে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। পাশাপাশি বুকমার্কের স্টক শেষ হয়ে যাওয়ায় কিছু অর্ডার কনফার্ম করা সম্ভব হয়নি। খুব শিগগিরই বুকমার্ক রিস্টক করা হবে, তারপর পুনরায় অর্ডার গ্রহণ শুরু হবে।
ছোট ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্যাকেজিং ও ম্যানেজমেন্ট। তবে এই ব্যস্ততাকেই আমরা আনন্দের সঙ্গে উপভোগ করি।
আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
সবাই দোয়া রাখবেন, যেনো আগামী দিনগুলোতেও এভাবেই আপনাদের সেবা দিতে পারি।