POET & POEMS

POET & POEMS মানুষ ম'রে যায় মানুষের অভাবে, অথ'চ মানুষ টেরও পায় না!

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/12/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

৭ কবিতার নাম তৃতীয় বিশ্বযুদ্ধ।ভাগ্যিস আপনে আমার হন নাই.!আপনে আমার হইলে তো কেয়ামত হইয়া যাইতো.!শহরে শহরে কারফিউ জারি হইত...
03/11/2024

৭ কবিতার নাম তৃতীয় বিশ্বযুদ্ধ।

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
আপনে আমার হইলে তো কেয়ামত হইয়া যাইতো.!
শহরে শহরে কারফিউ জারি হইতো, হরতাল ডাকতো, লাখে লাখে মানুষ মরতো.!
তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এবার হইয়া ই যাইতো.!

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
খালি আপনে আমার হইলে দেশে দুর্ভিক্ষ লাগতো সেই কবে.! দেশদ্রোহী হইতাম আপনে আর আমি.!
আকাশে চাঁদ উঠতো না, বসন্তে ফুল ফুটতো না, ফাগুনে কোকিল ডাকতো না, হেমন্তে নবান্ন হইতো না.!
কত ক্ষতি হইয়া যাইতো কন তো.?

ভাগ্যিস আপনে আমার হন নাই.!
খালি আপনে আমার হইলে চন্দ্রগ্রহণ লাগতো রোজ, অমাবস্যা কাইটা জোৎস্না আইতো না.!
রবীন্দ্রনাথ কবিতা লেখতো না, শাজাহানের তাজমহল ধোইসা পড়ত, যুদ্ধ চলতো বারোমাস - দ্যাশটা আর স্বাধীন হইতো না.!

কত ক্ষতি হইয়া যাইতো খালি আপনে আমার হইলে..! এত্ত এত্ত ক্ষতি কি করন যায় নাকি.? তাইতো আপনে আমার হইলেন না.!
ভালোই করছেন, ভাগ্যিস আপনে আমার হন নাই..

দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো...
03/11/2024

দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায় অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো।

কিন্তু বহুবছর ধরে মার্বেল আকৃতির দুইটা চোখের দিকে তাকাবার পর সাথে চলাফেরা এবং কথা বলার পরও মানুষ চেনা যায় না।

মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব।

01/11/2024

THANKS FOR CONNECTED

একটা শান্ত জীবন চাই। একেবারে শীতল জলের মতো শান্ত, যেখানে নেই আকাঙ্খা, হতাশা কিংবা ঐশ্বর্য। 🖤
31/10/2024

একটা শান্ত জীবন চাই। একেবারে শীতল জলের মতো শান্ত, যেখানে নেই আকাঙ্খা, হতাশা কিংবা ঐশ্বর্য। 🖤

মন খারাপের রাতগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না। এরপর আস...
31/10/2024

মন খারাপের রাতগুলোতে আমি নিজেকে সামলাতে পারি না। হুট করেই কেঁদে ফেলি। চাইলেও নিজেকে যেন কিছুতেই আটকাতে পারি না।
এরপর আস্তে আস্তে মনের চারপাশে ভিড় জমায় রাজ্যের সব মন খারাপের গল্প, যার পৃষ্ঠা একটার পর একটা উল্টাতেই থাকে। থামতে চায় না একদমই। সাথে ভারী হয় কন্ঠস্বর, ফুলে যাওয়া চোখ তো আছেই।

প্রচন্ড কান্নার রেশে শরীর হয় ক্লান্ত। তারপর মাথা ধরার সাথে ঘুমের চেষ্টা এবং এক সময় এসে ঘুম। আর একবার যদি ঘুম এসেই যায়, তবে সব শান্ত।
তারপর যখন সকাল হয়। রোদের উঁকিঝুঁকিতে একটু দেরি করে ঘুম ভাঙে। তখন আর মনে থাকে না, ঘুমানোর আগে আমার ঠিক কতোটা মন খারাপ ছিলো। বরং মনটা তখন অনেকটা শীতলই থাকে। ঠিক সকালের মিষ্টি রোদের মতো।

হ্যাঁ মন খারাপ হতেই পারে। মন খারাপ যে মনুষ্য জীবনের একটা অংশ, নিত্যদিনের রুটিন। তবে হ্যাঁ, এই খারাপটা না সারাজীবন থাকে না। একদম বেশি হলে কয়েকদিন! তারপর নিজে থেকেই উপলব্ধি হতে থাকে যে এইসব মন খারাপের কোনো মানেই হয় না।

মন খারাপ হয়, হবেই। একে বাদ দেওয়াও যাবে না জীবন থেকে। তাই মন খারাপ হলে একটু কেঁদে ফেলুন। যদি কান্না না আসে তবে রাজ্যের সব মন খারাপের গল্পগুলো মনে করে হলেও কাঁদুন। কান্না শেষ হলে আপনি নিজেকে নতুনভাবে অবিষ্কার করতে পারবেন।
মনে রাখবেন বৃষ্টির পরে আকাশে কিন্তু সুন্দর রঙধনু উঠে এবং তা যার নজরে পড়ে, তারই নজর কাড়ে।

'''

একটা মানুষ আমারে ছাইড়া গেলো, আমার পুরা দুনিয়াডা উলট পালট কইরা দিয়া গেলো সেই মানুষডা। একডা জলজ্যান্ত মানুষরে আমি হারাইয়া ...
15/06/2024

একটা মানুষ আমারে ছাইড়া গেলো, আমার পুরা দুনিয়াডা উলট পালট কইরা দিয়া গেলো সেই মানুষডা। একডা জলজ্যান্ত মানুষরে আমি হারাইয়া ফেললাম। এই কথা গুলা ভাইবা হঠাৎ কইরা বুকখান ছ্যাত কইরা উঠলো। মনে হইলো কেউ আমারে আগুনের ভেতর দাবাইয়া দিত্যাছে!

আমি এহনো তোমার মায়া ভরা চোখের দিকে তাকাইয়া স্বপ্ন দেখবার চাই। আমি এহনো চাই তুমি আমারে বুকে জড়াইয়া রাহো। তোমার লাহান আমি বৃষ্টিতে ভিজমু,তোমার হাত ধইরা শহরডার এই পার থেইকা ওইপার ঘুরঘুর করমু।।

কিন্তু আইজ তুমি কই হারাইয়া গেলা ?
তোমারে যেন আমি কোথায়ও খুঁইজা পাইনা। তোমারে যেন আমি কোথাও পাইনা। তুমি য্যান কোথাও নাই আমার জীবনে.কি করমু আমি এই জীবন নিয়্যা ? যেই জীবনের ভিতর তুমি নাই, তোমার অস্তিত্ব নাই। সেই জীবন দিয়্যা কি করমু আমি..?
মইরা জামু ?
নাকি তোমার লাহান অপেক্ষায় থাকমু..?!

পিকু❤️

কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে সুখ? কোথায় গেলে দেখবে না কেউ, এই অভাগার মুখ! কোথায় পাবো ভালোবাসা, কোথায় আছে স্বর্গ? প...
15/06/2024

কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে সুখ? কোথায় গেলে দেখবে না কেউ, এই অভাগার মুখ! কোথায় পাবো ভালোবাসা, কোথায় আছে স্বর্গ? পৃথিবীটা বিশ্রী লাগে, লা শ রাখার এ মর্গ!

ভণ্ড এ যুগে আমি, মানুষ খুঁজি ভবে, মানুষ হয়ে মুখোশ পরে, ওরা মানুষ নয় কী তবে? আপন যাদের ভাবি কেন, তারাই হয় পর? স্বার্থের এই পৃথিবীতে, সবাই যাযাবর!

কোথায় গেলে চিনবো মানুষ, থাকবো ভীষণ সুখে?
মানুষ হয়ে মানুষকে আর, মার বে না তো দুখে।

Md Piku Hasan

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো। কি ভাবছো আমি খুব বোকা তাই না,এতো যত্ন করে অবহেলার পরও...
06/06/2024

তুমি তো আমায় একদিনে ভাঙ্গোনি,
রোজ একটু একটু করে যত্ন করে ভেঙ্গেছো। কি ভাবছো আমি খুব বোকা তাই না,এতো যত্ন করে অবহেলার পরও,মানুষটা ছূটছে তোমার পিছে একটু কথা বলার জন্য। এটুকু বোকা তো ভাবতেই পারো,তা না হলে কি নিজের আত্নসম্মান ইগো ভুলে, পাগলের মতো ছুটতাম তোমার পিছে।

তবে এটা মানতেই হবে,
তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা। তবে,বেইমানির বা ছলনাময়ীর জন্য যদি কোনো স্বর্নপদক বা নোবেল পুরস্কার থাকতো,তবে বিশ্বাস করো সবার আগে তুমি পাইতা সেটা।। আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা। দেখতা সবার আগে তুমি বেইমানির জন্য নোবেল পুরস্কার পাইতা ,আর ছলনা ময়ীর জন্য পাইতা স্বর্নপদক।
তুমি অনেক বড় মাপের জাত অভিনেতা,
আর তুমি ভাবো আমি বড় বোকা।

আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।

প্রিয় তুমি, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার নিঃশ্বাস গুলোর মতো করে, খুব পছন্দের স্বপ্ন গুলোর মত করে। একটা ভালোব...
05/06/2024

প্রিয় তুমি,
আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার নিঃশ্বাস গুলোর মতো করে, খুব পছন্দের স্বপ্ন গুলোর মত করে। একটা ভালোবাসায় যদি কষ্টের আঁচড়ই না থাকে, তাহলে সেই ভালোবাসায় প্লাবিত জীবনের সৌরভ কতটুকুই বা সুরভিত হতে পারে! তুমি আমাকে ছেড়ে চলে যাবার অর্থ এই নয় যে, ভালোবাসা হেরে গেছে। এক সমুদ্র ভালবাসার আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে প্রতিটি মানুষ। সেই ভালোবাসাকে বুকে প্রজ্বলিত রেখে একজন প্রিযর হাত ধরে জীবনের অন্তিম গন্তব্য পর্যন্ত ক‘জনই বা যেতে পারে!

তোমাকে কখনো বলা হয়নি, তুমি যতবারই আমার সামনে আসতে, আমার কেন জানি খুব ঘুম পেত; ইচ্ছা হতো তোমাকে ধরে যদি অনন্তকাল ঘুমিয়ে থাকতে পারতাম! এ জীবনে আর কখনো ঘুম না ভাঙতো!

শোনো, আমার একটুও কষ্ট হচ্ছে না! শুধু ভাবছি, যদি মৃত্যু পর্যন্ত আর কখনো ঠিকভাবে ঘুমাতে না পারি! আমার একবার খুব জ্বর হয়েছিল; তুমি আমার মুখের খুব কাছে মুখ এনে নিঃশ্বাস ছেড়ে বলেছিলে, আমার নিঃশ্বাসে সব সময় তোমার জন্য পরান-পোড়ানো সর্দি লেগে থাকে; দেখো, এক্ষুনি তোমার নিঃশ্বাস ঠান্ডা হয়ে জ্বর চলে যাবে। বিশ্বাস করো, আমি সারা জীবনে তোমার জন্য একটুও কাঁদবো না! কিন্তু খুব ভয় লাগছে, যদি আর কখনো গা থেকে জ্বর না নামে!

একটা জোনাকি পোকার আলোর মতো অনেক যত্নে বুকে আঁকড়ে তোমাকে আমি ভালোবাসবার চেষ্টা করেছি। তুমিতো যাবার বেলায় আমাকে বলে গেলে না, বুকের সেই আলোটাকে ছাড়া এত দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর পথ আমি কিভাবে একলা পাড়ি দেবো!

ভালো থেকো, প্রিয়। কথা দিলাম, সারাটা জীবন তুমি আমার সর্দি হয়ে লেগে থাকবে নিঃশ্বাসে নিঃশ্বাসে...!

Address


Telephone

+8801891952752

Website

Alerts

Be the first to know and let us send you an email when POET & POEMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to POET & POEMS:

  • Want your business to be the top-listed Media Company?

Share