
26/03/2025
আজ সকাল আনুমানিক ৫:৫৫ মিনিট এ আমার বাসার সামনে এই দুর্ঘটনাটা ঘটে তবে শুধু নারকেল গাছটি থাকার কারণে হয়তো বড় কোন দুর্ঘটনা ঘটেনি তা না হলে একদম আমার বাসার মধ্যে এসে ঢুকে যেত এখানে তেমন কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি শুধু ড্রাইভার একটু আহত এবং সাথে দুজন লোক ছিল তারা অসুস্থ আছে এখানে দুর্ঘটনা টি ঘটে ড্রাইভারের কারণে এরা দিনরাত 24 ঘন্টা গাড়ি চালায় রাতে কোন বিশ্রাম করে না যে কারণে সে সকালে তার চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণে গাড়ি বাম সাইড থেকে ডাইরেক্ট ডান সাইডে ঢুকিয়ে দেয়