09/12/2025
একতাবন্ধন সোসাইটি শীতবস্ত্র বিতরণে সহযোগিতার আবেদন
আসসালামু আলাইকুম,
আমরা প্রতিবছরের মতো এ বছরও সমাজের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নিয়েছি। শীতের কষ্টে যারা দিনযাপন করেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
এই কাজে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আপনি চাইলে কম্বল বা আর্থিক অনুদান দিয়ে আমাদের এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।
� আসুন, শীতার্ত মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটাই।
� অফিসিয়াল বিকাশ / নগদ নম্বর:
01863-538388
আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের শক্তি।
মানবতার কাজে পাশে থাকুন।