NH creation.01

NH creation.01 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NH creation.01, Digital creator, 204 Shaid Syed Nazrul Islam Sarani(6th Floor, B3)Aziz Co-operative Complex, Bijoynagar, Dhaka.

09/12/2025

একতাবন্ধন সোসাইটি শীতবস্ত্র বিতরণে সহযোগিতার আবেদন

আসসালামু আলাইকুম,

আমরা প্রতিবছরের মতো এ বছরও সমাজের গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্যোগ নিয়েছি। শীতের কষ্টে যারা দিনযাপন করেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

এই কাজে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
আপনি চাইলে কম্বল বা আর্থিক অনুদান দিয়ে আমাদের এই মানবিক কার্যক্রমে অংশ নিতে পারেন।

� আসুন, শীতার্ত মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটাই।

� অফিসিয়াল বিকাশ / নগদ নম্বর:

01863-538388

আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের শক্তি।
মানবতার কাজে পাশে থাকুন।

28/11/2025

ক্ষমতা যেই আসুক, সমস্যা নাই—আমরা শুধু একটা নির্ভেজাল নির্বাচিত সরকার চাই।
রাত ১টার পরেও রাস্তায় মারামারি দেখতে হয়, প্রতিদিন এই ঢাকা শহরে দুই একটা সংঘর্ষ চোখে পড়ে।
মানুষ যেন দিন দিন আরও জঘন্য আর অসহিষ্ণু হয়ে যাচ্ছে।

27/11/2025

চেষ্টা থাকলে আমরাই বদলে দেবো ভাগ্য—আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দিয়ে ইনশাআল্লাহ সফলতা আসবেই
#ভাইরালভিডিওシ

26/11/2025

রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে নয় #ভাইরালভিডিওシ ,

26/11/2025

যদি তুমি ঈগলের সাথে আকাশে উঠতে চাও, তাহলে হাঁসের সাথে পুকুরে সাঁতার কেটো না #ভাইরালভিডিওシ

26/11/2025

আসুন একে অপরকে ফলো করে বড় হবার সুযোগ করি!🌼✅

25/11/2025

অন্যের সম্মান নষ্ট করতে গিয়ে মানুষ নিজের সম্মানের কবর রচনা করে #ভাইরালভিডিওシ

আগে টাকা কামানো শিখো, তবেই জীবনে শক্ত ভিত্তি পাবে।টাকা থাকলে সিদ্ধান্তে স্বাধীনতা আসে, কারও কাছে মাথা নত করতে হয় না।
24/11/2025

আগে টাকা কামানো শিখো, তবেই জীবনে শক্ত ভিত্তি পাবে।
টাকা থাকলে সিদ্ধান্তে স্বাধীনতা আসে, কারও কাছে মাথা নত করতে হয় না।

চেতনাবাজ ও নেতা ব্যবসায়ী ও সিন্ডিকেটের কালো হাত গুড়িয়ে দিন : বন্দর বিদেশী কম্পানীকে দেয়ার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ। ঢাকা ব...
23/11/2025

চেতনাবাজ ও নেতা ব্যবসায়ী ও সিন্ডিকেটের কালো হাত গুড়িয়ে দিন :

বন্দর বিদেশী কম্পানীকে দেয়ার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ।
ঢাকা বিমান বন্দর - বাংলাদেশ বিমান - বাংলাদেশ রেলওয়ে, এই তিনটা প্রতিষ্ঠান বিদেশী কোম্পানীর কাছে দেন।

বিশ বছর আগের মালোয়েশিয়া আর আজকের মালোয়েশিয়ার দিকে তাকান।

মাহাথির মোহাম্মদ পুরো মালোয়েশিয়ার চেহারা পালটে দিছে।আর এর জন্য বড় অবদান সেদেশের বড় বড় প্রজেক্ট - প্রতিষ্ঠান গুলো বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়া।

কিছু মানুষ বলবে- দেশ বেইচ্চালাইলো - আসলে গ্লোবাল প্রজেক্ট সমন্ধে এদের কোন ধারনা নাই।
পৃথিবীর অধিকাংশ দেশের সমুদ্র বন্দর - এয়ারপোর্ট এর মত প্রতিষ্ঠান অন্য দেশের কোম্পানী চালায়। কেউ দেশ বিক্রি করে দেয় না।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩🇧🇩

এলন মাস্ক — অসম্ভবকে সম্ভব করার গল্পছোটবেলা থেকেই এলন মাস্ক ছিল আলাদা রকমের এক শিশু।অন্যান্য বাচ্চারা যখন খেলায় মেতে থাক...
22/11/2025

এলন মাস্ক — অসম্ভবকে সম্ভব করার গল্প

ছোটবেলা থেকেই এলন মাস্ক ছিল আলাদা রকমের এক শিশু।
অন্যান্য বাচ্চারা যখন খেলায় মেতে থাকত,
সে ঘণ্টার পর ঘণ্টা বই পড়ত—
বিশেষ করে মহাকাশ, রকেট আর প্রযুক্তি নিয়ে।
বলতে গেলে, তার কল্পনার ভেতরই ছিল একটা পুরো মহাবিশ্ব।
কিন্তু জীবন তাকে সহজ পথ দেয়নি।
দক্ষিণ আফ্রিকা থেকে কানাডা, সেখান থেকে আমেরিকা—
একাই লড়াই করে এগিয়ে যেতে হয়েছে তাকে।
কারও আর্থিক সহায়তা ছিল না,
অনেক সময় নিজের খরচ চালাতে ছোটখাট কাজও করতে হয়েছে।
তারপরও সে থামেনি।
তার ভেতরে ছিল একটাই বিশ্বাস—
“অসম্ভব হলো শুধু সেই কাজ, যেটা চেষ্টা করা হয়নি।”

প্রথমে তৈরি করল Zip2,
যা পরবর্তীতে বিক্রি হলো কোটি ডলারে।

এরপর PayPal—
যা আজ বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের একটি।
কিন্তু আসল স্বপ্ন তখনও বাকি।
লোকজন বলত—
“মহাকাশ? রকেট? বেসরকারি কোম্পানি দিয়ে সম্ভব না।”
এলন মাস্ক শুধু হাসল।
তারপর প্রতিষ্ঠা করল SpaceX।
শুরুতে তিন-তিনটি রকেট বিস্ফোরিত হলো।
সবাই বলল—
“এবার শেষ। আর হবে না।”
কিন্তু চতুর্থ বার…
সে দেখাল ইতিহাস।

SpaceX হলো প্রথম বেসরকারি সংস্থা যারা সফলভাবে রকেট মহাকাশে পাঠাল।
তারপর এলো Tesla—
যেখানে সে প্রমাণ করল,
পরিষ্কার শক্তিতে চলা গাড়িই ভবিষ্যৎ।
এলন মাস্ক বারবার প্রমাণ করেছেন—
“বড় স্বপ্ন দেখতে ভয় পেও না।
কারণ পৃথিবী বদলায় তাদের হাতেই,
যারা অসম্ভবকে চ্যালেঞ্জ করে।”

আজকের শিক্ষা
যদি কোনো স্বপ্ন সত্যিই তোমাকে নাড়ায়,
তবে মানুষ কী বলল সেটা গুরুত্বপূর্ণ নয়—
গুরুত্বপূর্ণ হলো তুমি চেষ্টা করে যাচ্ছ কিনা!

22/11/2025

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল—
স্বপ্নের পথে একদিন তোর পথ চিনে নেবে সকলে। #ভাইরালভিডিওシ

ফলো টু ফলো ১০০%
22/11/2025

ফলো টু ফলো ১০০%

Address

204 Shaid Syed Nazrul Islam Sarani(6th Floor, B3)Aziz Co-operative Complex, Bijoynagar
Dhaka
1000

Opening Hours

Monday 11:30 - 12:15
Tuesday 11:15 - 12:15
Wednesday 11:45 - 12:15
Thursday 11:45 - 12:30
Friday 06:00 - 12:45
Saturday 05:30 - 12:45
Sunday 11:15 - 12:15

Website

Alerts

Be the first to know and let us send you an email when NH creation.01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share